নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

র‌্যার্ব-১ কোন আত্মপক্ষ সমর্থন করার প্রযোজন মনে করেনি

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫





হানিফ” নামের একটি ছেলেকে র‌্যার্ব-১ ধরে নিয়েগিয়েছিল।গতকাল হাসপাতালে তার মৃত্যু হয়।তার পুরো পরিবার অভিযোগ করেছেন র্যা ব গতমাসের ২৭ তারিখ তাকে ধরে নিয়েগিয়েছিল এবং এক এক করে ৭ লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে।এমন অভিযোগ করার পর র‌্যার্ব-১ কোন আত্মপক্ষ সমর্থন করার প্রযোজন মনে করেনি।এদেশের প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউনিয়ন,মহল্লা পর্যর্ন্ত সবাই মনে করে যার যার ক্ষমতা আর বাহুবল অনুযায়ী তারা আইনের উর্ধে্ব!অথচ তারা প্রত্যেকেই রাষ্ট্রের জনসাধারণের ট্যাক্সের টাকায় বেতন তুলে,তাদের পরিবারকে খাওয়ায় ভরণপোষণ করে।এই র্যা বের অতীত কোন কাহিনী বর্ণনা করব না।তবে তাদের পেশাদারিত্ব,একাগ্রতা সবসময় প্রশ্নের সম্মুখীন হয় যা কোন ভাবে কাম্য হতে পারে না।একদিকে উগ্রবাদীদের লাগামটানা যেমন সময়ের দাবি অপরদিকে উগ্রতাদমনের নামে বাহিনীর কেউ কোন নিরীহ মানুষকে হয়রানি বা মৃত্যুঘটানোর মত কোন কাজ করলে তার বিচার করাও ঠিক ততটাই সময়ের দাবি।বাহিনীর প্রধান তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন?? শাপলা চত্বরের ঘটনায় এই ডিএমপির প্রতি বিশেষ একটা শ্রদ্ধা ছিল। আজ তার কথা শুনলে ভয় লাগে! কিরকম কিরকম জানি লাগে! ভাবতে অবাক লাগে, বাংলাদেশে কি মোড়ক লেগেছে ভাই!! মেরে ফেলা,কেটে ফেলা,যেমন খুশি তেমন করা—যেমন সময়ের স্লোগান!!হায়রে একটা দেশ কতভাবে পচে যেতে পারে??!! মার মার কাট কাট : তত্ত্ব দিয়ে যদি সব কিছু হতো তাহলেতো এত কিছু করার দরকার ছিল না।দরকার ছিল না : মানুষ নামক শব্দের।বনের পশুর মত রাজত্ব চলত!শুধু আইন, শুধু বিচার, শুধু ব্যবস্থাপনা, শুধু রাষ্ট্র, শুধু সংবিধান : এগুলো খুব ঠুনকো বিষয়।এরচেয়ে বড় বিষয় আছে যা এদেশকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে।কে? কে আছে? পুরো দেশটাই,সমাজটাই কেমন হয়ে যাচ্ছে দিন দিন,যেন একটা বিষাদের সাগর অবলীলায় গিলে খাচ্ছে আমাদের।টেনে নিয়ে যাচ্ছে আমরা হাতড়াচ্ছি কিন্তু কোন কুল-কিনারা করতে পারছি না।।
[বাংলাদেশের বাহিনীগুলোর ব্যবস্থাপনার পুরাতন পদ্ধতি পাল্টানো ও রাজণৈতিক প্রভাব থেকে মুক্ত করতে না পারলে এই ধরনের অপরাধ বাড়তে থাকবে।তাদের নিয়োগ থেকে শুরু করে রির্টায়েমেন্ট পর্যন্ত পেশাদারিত্ব বজায় রাখতে হবে।কোন দূনীর্তি অনিয়ম করতে দেয়া যাবে না।তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে।তাদের দৈনন্দিন কাজের জবাবদিহিতা চাইতে হবে।চাকরির স্থায়ী নিশ্চয়তা দেয়া যাবে না।অপরাধ করলে এখতিয়ারের বাইরে সোজা বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে।পেশাদারিত্ব হলো: যোগ্যতা থাকলে টিকে থাকবে, নইলে বাপু বাড়ি যাও!! এছাড়া এসব বাহিনীর প্রত্যেককে আইনের বাইরে,মানবাধিকার,সিভিল রাইটস,কাউন্সিলিং খুবই জরুরী হয়ে পড়েছে।তাদের নিজেদের অভ্যন্তরে প্রতিমাসে একবার করে প্রতিটি ডির্পাটমেন্টে সিটিং করে মনে করে দিতে হবে কতটুকুন পর্যন্ত তার এখতিয়ার।দেশের প্রতি দায়বদ্ধতা,জনগণের প্রতি দায়বদ্ধতা কতবড় জিনিস।মনে করতে হবে তারা যে বেতন পায় এই বেতন কোত্থেকে আসে।নিজের রুজিরোজগারের প্রতি যারা সম্মান প্রর্দশন করবে না,এখতিয়ারের বাইরে কাজ করবে না,করলে কি কি হতে পারে।”সম্মান” ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে হবে।]


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: উগ্রবাদীদের লাগামটানা যেমন সময়ের দাবি অপরদিকে উগ্রতাদমনের নামে বাহিনীর কেউ কোন নিরীহ মানুষকে হয়রানি বা মৃত্যুঘটানোর মত কোন কাজ করলে তার বিচার করাও ঠিক ততটাই সময়ের দাবি।বাহিনীর প্রধান তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন??

সহমত।

+++

২| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

তাওিহদ অিদ্র বলেছেন: আমার মত নয় বরং আপনার মতামত প্রকাশ করুন ......... ধন্যবাদ ভাল থাকবেন।

৩| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

সাহরাব বলেছেন: বঙ্গবন্ধুর জন্মাষ্টমী পালনের জন্য যেখানে ইস্কুলের ছাত্র-ছাত্রীদের শুক্রবারও যেতে বাধ্য করা হচ্ছে, সেখানে RAB এর এহেন কীর্তি কোনো ব্যাপারী না !!

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

তাওিহদ অিদ্র বলেছেন: টু দ্য পয়েন্টে থাকা ভাল।একটার সাথে একটা মেশালে জল ঘোলা হয়। ধন্যবাদ কমেন্টেসে আসার জন্য। ভাল থাকবেন।

৪| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯

ইউনিয়ন বলেছেন: বাংলাদেশে একটা জিনিষই সস্তা পাওয়া যায় সেটা হল মানুষের জীবন।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

তাওিহদ অিদ্র বলেছেন: হ্যাঁ তাই.......... সস্তা যাতে না হয় তার জন্য প্রতিরোধ চায়। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.