নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

অণু- পরমাণু কাব্য মিশ্রিত.... !

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫০


১.
কেউ কাউকে মুক্ত করতে পারছে না।
কেউ কাউকে যুক্ত!
যতই গভীরে যাই ততই ক্যান্সার।
যতই উপরে যাই ততই অসাড়।
ল্যাবটেস্ট //
২.
পোকা শুধু কাঠ কাটে না ইস্পাতও কাটে....
রুপান্তর//
৩.
আমার ঠোঁট তোমাদের সকল ঠোঁটের মতোন…
তৃতীয় সূত্র//
৪.
বিরাট মানকচুরপাতা…
গ্রহ //
৫.
প্রতি মিনিটে চল্লিশটা চুমু
একশআট’টা নীলপদ্ম’র বদলে
শুধু একটাই দিতে চেয়েছিলাম!
স্ব-দেশ //
৬.
চেতনা নাশকারি কবিরা…।
মলমপার্টি//

৭.
পণ্যের বহুমুখীকরণে কন্ডোমের চেয়ে চটের বস্তা বেশ পরিবেশবান্ধব….!
গবেষক//

৮.
পায়ের দিকে তাকিয়ে আছি তুই এতো পারিস হাঁটতে।তোর এরকম অক্লান্ত মন।তোর তীব্র যন্ত্রণা জ্বালাতনি মন।সময়ের স্বাক্ষী,কত স্কেল মেপে গেছে কত জানা-অজানা কতকিছু!কালকন্ঠী তুই বলতে পারিস সহজ করে ঘাসের মতোন,একটা নড়ে যাওয়া বিরাট পাতার মতোন।অনায়াসে তুই বলতে পারিস সব চিরচেনা অচেনা পাখিরাও একই পথ দিয়ে বাড়ি ফেরে।একই পথ দিয়ে পৃথিবীর সকল ভোর ফুটায়তোলে।একই রকম পরস্পরকে আহ্বান করে,ডাকে। বিশ্বমায়ায়াবর গোড়ায় তোর চিহৃ লেগে আছে।তুই সকল পা লক্ষ্য করিস আর বলিস তোর এতো এতো ইচ্ছাদম।বিকাল ফুরায় এলে কেবল মনে হয় সব সন্ধ্যাই সুখ।অস্তিত্বের অনস্তিত্বের একটা বিরাট ছায়ার ভেতর কিরকম যেন।খেলিস নিজের সাথে নিজের বৃত্তের গন্ডি ভেঙে।মাঝে মাঝে মনে হয়না অন্য সকল পা’তোকে লক্ষ্য করে!নাকি তোর নীরব অভিমান,প্রস্থান কেবলই শূন্যস্থানে অন্যের মতো পাক খেয়ে যাবে তুচ্ছ কিছুর মতোন,চাপা স্বভাব।
পা’ মনের কথা বলতে পারে…//

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

মোস্তফা সোহেল বলেছেন: বেশ সুন্দর করে লিখেছেন, সব গুলই ভাল।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.....মতামতের জানানোর জন্য।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.