![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর বছর হেঁটে চলেছে সভ্যতার গোরু
চলেছে মানুষের মতন।যখন ভুল করে নদীর পাড়ে যায় মানুষটি
দেখে নতুন শহর,পূরাকীর্তি যা আগে কখনো দেখেনি
তার সাধটাও রয়ে যায় দুধের দামের মতন।
সীসার ঘষর্ণেঃ উত্তাপ উদয় হয় পূর্বে
অনন্ত হৃদয় নামক উষ্ণতা সভ্যতার বায়োপিক
অস্তাচলে নেমে মানুষ দেখতে পায় পৃথিবীটা কোন প্রান্তে কিভাবে আছে?
কেমোরিসেপ্ট আবেদন আছে বলে
আফ্রিকা,ল্যাটিন ও অস্ট্রেলিয়ার চারণভূমি এখনো ঘাস দিয়ে যায়।
যারা মানুষ হয়ে কেন্দ্র ঠিক করেছিল মমি বরাবর
স্টিলথ,সুখোই-৩০
তারাও গতিপথ ঠিক করে রেখেছিল মরুর ক্যাকটাসে
চকচকে শাদা বোঁটাময় ফুলের কাছে।
যীশুর আলমিরাতে শোভা পাচ্ছে শিশু ও নারীর ক্ষতছবি
নামকরা শহরের দামী মেশিনে
আঙুরের রসে তৈরি করা সবচে দামী শরাব
ভাটির দেশে জলে পড়া শিশুটির মতন বিষাদ চেহারায়!
পান করছে অজস্র সভ্য-গোরুমানবতার
বায়োনিক ফুড-রোগেভোগা কোরবানিতে জবাই হলে
র্প্রাথনা করো ইব্রাহিমের নামে
হাজার বছরের সভ্যতার পথে হেঁটে চলেছে মিনার প্যাগোডা সবচে প্রাচীন মন্দিরের পাশে
দুলে যাচ্ছে নাগরদোলা।
কর্ণফুলী – ভুমধ্যসাগরের নবায়নকৃত র্ব্যথতা
মানুষের মতন
—মেরুর পর মেরু বছরের অভ্যাসে হেঁটে চলেছে ।
১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১
তাওিহদ অিদ্র বলেছেন: শব্দদূষণ বললে একটু কঠিন হয়ে যায় তবে লেখার সময় আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম এই শব্দ জোড়া।কিন্তু এই মায়াটা ছাড়তে পারলাম না।তারপরও আপনি বিশেষ আঘাত হানায় একটু এডিট করলাম।আমি আপনার মতামতকে পজেটিভলি নিয়েছি। ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কঠিন কবিতা
১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামতে আসার জন্য...........
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
কবি জীবানন্দ দাস, "হাজার বছর" শব্দ ২টি তাঁর কবিতায় ব্যবহার করে, আমাদেরকে শব্দ দুষণের শিকারে পরিণত করেছেন।