![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘনাদ?
দাঁদন প্রহর বসে
মিলিয়ে যাওয়া ভূমির লাগোয়া
বুকে মন্বন্তরের ক্ষুধা
গলা যেন বায়ুপ্রবাহ গড়গড় করা সেলাই মেশিন
আওয়াজ মারছে।
কোথায় হরিশংকর?
যার চোখ ক্ষুধার্ত ফিশিং বোট
চরাঞ্চলের ছড়ানো জাল
পাকস্থলীর তীব্রমোচড়…
এই মধ্যবিবাগী রাত একটা নয়
এককাল ধুপছায়া নয়
চিটা হয়ে যাওয়া ধানক্ষেত জ্বলছে
উপনিষদের আকাশে
ঝুলছে কতোক জোড়া চাঁদ
নড়বড়ে বাঁধের গোড়ায়।
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ........একদম তাই।
২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা লিখেন
অথচ মন্তব্য কম হয় । কারণ জানেন আপনি ছয় বছর ধরে আছেন ব্লগে অথচ মন্তব্য খুব কম।
অন্যদের পোস্ট পড়েন বলে মনে হয় না। এজন্যই অনেক লেখক হারিয়ে যায়। প্লিজ মনে কিছু করবেন না।
১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৫
তাওিহদ অিদ্র বলেছেন: আপনার কথা একদম ঠিক.....। লিখিতো মনের আনন্দে.........আসলে যেখানে লেখালেখিরই তেমন একটা সময় হয়না সেখানে এতো সময় কোথায় পাই? মন্তব্য পেলে এটা বুঝি যে, তিনি লেখাটা পড়েছেন।আসলে পড়াটাই আসল।মন্তব্য নিয়ে খুব একটা মাথা ঘামায় না........।এতে সবিশেষ কোন বিশেষ বোধ কাজ করে না.....কাজ হলো যতটুকুন পারি মন চাইলে লিখি..ভাল লাগে! হারিয়ে যাওয়া না যাওয়া নিয়ে কখেনো চিন্তা করিনি।মনে আসে না........ যাই হোক আপনি মন্তব্য করেছেন বলে অনেক ধন্যবাদ।মন্তব্য হলো লেখার চেয়ে বিশেষ কিছু........এটাকে আমি খুব সম্মান করি।ভাল থাকুন।ভালবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুগভীর কাব্য! বুভুক্ষুদদের পাশে মানুষের মানবতার দুয়ার খুলুক!