নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

সুকুমার রায় এসেছিল একদিন......//

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪১





কিম্ভূত কিমাকার!
তোর পরনে সামনে পিছে এতোমুখ
খাবার দিব কে?
এক কাজ কর
তুই ভিক্ষা করিস না!
তুই বরং রাজনীতি করি ল’।
এ-দল,বি-দল,পারলে জঘণ্য কিছু করি ল’।
দেখবি নিজেরে আর চিনতে পারবি না
লালাটালা কালা ধুইয়া ম্যাক্সমুখ হইয়া যাইবি।
তোর গতর থেকে ফরাসি গন্ধ বোঁ বোঁ কইরবো
যারা চিপাই গেছে তারা নাক খুইল্যা দিবো।
তুই ভিক্ষা করিস না!
বরং রাজনীতি করি ল’।
এই মোড়ে এতোদিন রাত কাটাইলি?দেখস্ নাই!
বিরাটদুয়ার খুইল্যাদিলাম… যা যা…
স্প্রিন্টের মতোন যা।
কয়টা দিন যাক বুঝতে পারবি
বুক তোর পাহাড় সমান অইবো,কারে কারে কি দিছিলি সবটাই মনে পইড়বো
ভূমি,দালান অইব
কি রকম ম্যাজিকালি পাল্টাই যাবি টের পাবি না।
যে খোদারে ডাকতে ডাকতে গলা শুকাই পেলাস
সেই খোদা তোর পিছে পিছে জেটের গতিতে দৌড়াইবো
তুই হবি
গাঁও গেরামের চেয়ারম্যান,কর্পোরেশনের মেয়র,চেম্বার-উন্নয়ন কমিটির সদস্য
তুই হবি রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,সংসদ মেম্বার--
বিশেষ দূত;বসের বস।
কতো রেডিসন মেডিসন এডিসন তোর জন্য খাঁড়ায় থাকবো
তুই ভুইল্যা যাবি এইসব ত্যানাফ্যনা কথা।
যে ঠোঙা বাহিনী লাঠির বারি মারত হেতের দলের বাপে স্যালুট মারতে মারতে পায়ের গোড়ালি ব্যাথা করে ফেলবো।
হাচা কইতাছি,তুই ভিক্ষা করিস না!
তুই বরং রাজনীতি করি ল’।

#
নদী তোগো তুইল্যা্ নিছিল,দখলবাজের খপ্পরে পড়ছিলো
উচ্ছেদ হইছিলো… ঘরটর সব গেলোগা!
ও কিছু না
হগ্গল ভিক্ষুক এইরুপে মায়ার শহরে আসে
প্রদর্শনীতে তু্ইল্যা টাকা কামাই করে…বহুজাতিক কামাই।
তুই কর … তোরে দিয়ে হবে…হবে….
সাব টাপ কিছু না হগ্গলে ভিক্ষুক, এধার ওধার করে কামাই
দু-হাত তুইল্যা নাম ধরে কামাই।
এখানকার রাস্তার মোড় হইলগিয়া চকচইক্কা ব্যাথা,ব্যাথায় কামড় দিবি
মোচড় মাইরা সব লইয়া লইবি
এইভাবেই তো লছ।
তুই যখন শুইয়া থাকস তখন তোরে সাপের মতোন মনে হয়—দু’পায়া সাপ!
তুই গোল হয়ে যাস ক্যামনে?
হাত-পা-বুক পিঠ সব তো ব্যাঁকা করিস ক্যামনে?
তোর কি কোন কিছু সোজা নাই?
মিনারের ওপর দিয়া শাদা শাদা মেঘ উইড়্যা চলে দেখবার পাস?
---না।
----তয় শুনি একখান সুন্দর ডাক,তারে দেখবার পারি নাই
----উকিঝুঁকি মারি এ ও করি তবু দেখবার পারি না
-----অতোশতো দরকার নাই…. অমনেই ফরফর কইরা বের হইবো!
তুই ভিক্ষা করিস না!
তুই বরং রাজনীতি কর
এ-দল,বি-দল কর,পারলে জঘণ্য কিছু করি ল’।

#
সুকুমার রায় কতআগে এসেছিল,এঁকেছিল ফুটোস্কোপ
কি দেইখ্যা কে জানে?
খুলছিল ননসেন্স ক্লাব… এইখানে কত নামীদামী পঞ্চাশ সত্তর বছরের ইতিহাস ক্লাব আছে
পুর্নমিলনী আছে… ফ্ল্যামিঙ্গো,ট্যাঙ্গো আছে
….জিইসি মোড় একটাই!
সোনা!!….শিশুর মন নিয়ে হাইসো না!
হাসি নিষেধ: এ কঙ্কাল দেশে ইউ এন্ড রায় সন্স নাই…শাহ্ আছে… নীতির ঠোঙা আছে
আছে কুড়াল কাহিনী,আছে সদকা… দান খয়রাত ফিতরা
ভিক্ষুক,
তুই ভিক্ষা করিস না
তুই বরং রাজনীতি করি ল’!
এ-দল,বি-দল কর,পারলে জঘণ্য কিছু কর।
বড়ো চালাকির দেশ..হাটতে হাটতে চালাকি…উঠতে বসতে শুতে চালাকি
চালাক এনসাইকোপ্লিডিয়া!
সেকেন্ডে সেকেন্ডে স্ক্রিপ্ট মার,পাতার পর পাতা ভাষণ মার,থিয়েটার মার
সব মারার পুতদের হ্যাঁচকা মার
এতোসব প্রতিভা কিল্লাই নষ্ট করবি
তুই বা কম কি
হালার চোখ টিপ মাইর্যাা....হাত পা বুক পিঠ বাঁক মাইরা প্রতিদিনরাত কত মারা মারস
যা হালা…এইবার….তোর ফাইনালি উইঠ্যা খাঁড়ানোর সময়
ম্যাজিক লন্ঠন ল’ … দীর্ঘ বাঁশি ল’
সদস্য ল’, ফরম লইয়া পূরণ করি ল’
ষোলকলা করি ল’….।
সুকুমারের বাপরে তুই অতিক্রম করি ল’
ভিক্ষুক,
তুই ভিক্ষা করিস না
তুই বরং রাজনীতি করি ল’!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন তো, দুরন্ত!!

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০১

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ....... আপনার জন্য শুভকামনা ও ভালবাসা।ভালথাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.