![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবসময় কেউই দিগ্বিদিক ছুটতে পারে না;
এমনি এমনিতো নয়
তারা সকলে একত্র হয়ে ছুটছে…
প্রেমের ত্রাস।
বুনো সময়ে নীলচোখ এরকম নির্লিপ্ত হয়ে তাকিয়ে আছে
বড়ো দেখার আনন্দ তার
কেউ বঞ্চিত করোনা…সে আহ্বান জানানোর কি সাধ আছে কারোর?
একটা লালবাস ভেঁপু বাজিয়ে স্টপেজে আসছে
এমনি এমনিতো নয়
নিয়মমতো….কলহমিত্রতা….সুন্দরতা।
যৌবনীয় যে প্রেম;সকলেই প্রেমিক,প্রেমবর ও ত্রাস
সবুজচোখের বাণিজ্য দাম না বুঝেই—প্রেমিক!
কালিতে.. কলমে.. মিছিলে.. ডাকে…
দেখার স্বাধীনতাটুকুন এখনো প্লাবিত হয়নি জনরোষে।
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.......ভাল থাকবেন।
২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪
সালমান মাহফুজ বলেছেন: 'সবুজচোখের বাণিজ্য দাম না বুঝেই—প্রেমিক!
কালিতে.. কলমে.. মিছিলে.. ডাকে…
দেখার স্বাধীনতাটুকুন এখনো প্লাবিত হয়নি জনরোষে।" - বেশ টাচি কিছু পঙক্তি ।
কবিতায় মুগ্ধতা
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯
তাওিহদ অিদ্র বলেছেন: মতামতপ্রদানের জন্য ভালবাসা রইল......... ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।