![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা আসবা?
আইসো ধান গাছের লগে
দীর্ঘকথা কইব।
একটা ফড়িং-সরলা পুঁটি -কানা বকি
…আইসো।
কৈশরী ধান,কেতকী ধান;কৈ কানুকুয়ার মতোন নরম
আউশির লগে!
মিস্ত্রি দিতাছে হাওয়া ধানের ক্ষেত লগে বইয়া
অমন স্নেহ তোমারে আর কে দিব।
হলুদ গোলাপী নীল করে করে যারা ফিরে গেছে নৌবন্দরে
ভাসিতো যাইতেছি ক্ষেতের অন্দরে
কে দেখিবে আর
হারাইয়া যাইতেছে চক্ষের নদীতে;গভীরে গভীরে স্নানে স্নানে
কেমন মিলিয়া যাইতেছে… শূন্য পূর্ণ হইতেছে
আহারে আইসো
কথা কইব
অচিন বৃক্ষের পাতার শব্দে
শোঁ শোঁ করে সমুদ্র পাইবা …কুহরে কুহরে
যেখানে বাস করতাছে
অজস্র শোনার মন্ত্র
যৌগিক রঙে।
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫
তাওিহদ অিদ্র বলেছেন: যা দেখে আসছিলেন তা না দেখতে পারার বেদনাও জাগে এই চোখেই.।দৃশ্য-বৈসাদৃশ্য.......। ধন্যবাদ।
২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা ভাল হয়েছে।
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬
তাওিহদ অিদ্র বলেছেন: লেখার চেষ্টা তার বেশি কিছু না.......কারো ভাল লাগলে আরো ভাল লাগাতে ইচ্ছে করে ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: হারাইয়া যাইতেছে চক্ষের নদীতে;গভীরে গভীরে স্নানে স্নানে
এখানে চক্ষের মানে কি হবে?