![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির ভাষা মূলত বহুগামী,পরকীয়া,স্বকীয়া।
বসেছিলাম,মধ্যরাতের আড্ডায়।রাত স্বভাবতই অন্ধকার।গভীরতর অন্ধকার।কথা বলি পরস্পর।আস্ত নাই তবু কথা বলি,ঝলসে যায়…।
নেশার কথা বললে,সবাই ভীষণ ভয় পাই।নেশা বলতে তারা শুধুই মাদক বোঝে।দেখুন,নেশাগ্রস্তহীন মানুষ এ পৃথিবীতে কোথাও নেই।একটি কাঁচ আয়না নয়।আয়না হলেই নেশা ধরে.।।
এইবার এতোটুকুন বোঝার পর,ইয়াবা স্টোরে যেতে কারো আপত্তি থাকার কথা নয়।ইয়াবা কোন ভীতি নয়,ভীতি হলো রাজনীতি।রাষ্ট্রের সুপ্রিমত্ব।আমিই সব।আমার ওপরে আর কেউ নয়..।
জটিল অঙ্ক কষতে পারে সেই যে সরল অঙ্ক খুব সহজভাবে মিলিয়ে নিতে পারে।অঙ্কবিদরা জটিল অঙ্ক এভাবেই সমাধান করতেন।
অথচ রাজনীতি মানে আইন।রাজনীতি মানে নিষিদ্ধ।রাজনীতি মানে প্রপাগান্ডা।রাজনীতি মানে আস্তিক্য,প্রবাহমান পুরাণ ধর্মশ্লোক।রাজনীতি মানে সংসার ভেঙে দেয়া।
স্বভাব জীবনে মনোমালিন্য প্রবাহিত করা।এইহলো রাজনীতির প্রেম।এখন,প্রেম করবো নাকি বহু-পর-স্বকী হবো?
তারচেয়ে ইয়াবা স্টোরে নিয়মিত যাওয়া যায়।নেশাক্রান্ত হওয়া যায়।
মানুষ মূলত নেশাখাই,নেশাখোর।মস্তিষ্কের সমান ব্যবহার নয়।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪
তাওিহদ অিদ্র বলেছেন: মাদকাসক্ত বিষয়ক সারাংশ পেলাম.................. ধন্যবাদ।
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭
সালমান মাহফুজ বলেছেন: যা নিষিদ্ধ তার প্রতি প্রবৃত্তিগতভাবেই মানুষ দুর্বার আকর্ষণ বোধ করে ! একই সঙ্গে নিষিদ্ধ বিষয়ের সংস্পর্শে আপরাধবোধও তৈরী হয় ব্যাপক । অর্থাৎ নিষিদ্ধ করে দেয়ার মধ্যেই আসলে মূল অসুখটার জন্ম হয় ।
সুষ্ঠু সমাজের ধোঁয়া তুলে ওরা সবাই সমাজটাকে কীভাবে অসুস্থ করে দিচ্ছে, তা টেরও পাচ্ছি না ।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
তাওিহদ অিদ্র বলেছেন: নেশা কি? ....................নেশাসাক্ত মনন কি?.................... টের পাননাই !!
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮
কানিজ রিনা বলেছেন: একজন নেশাখোর মাদকাশক্তরা নানান
অন্যায় কাজে জড়িয়ে পড়ে। তাদের
সংশার টেকেনা। বিবাহীত পুরুষ মাদকাসক্ত
হলে সংশারে অসান্তি শুরু হয় কারন
মাদকাসক্ত ব্যক্তি অত্যাচারী হয় ছেলেমেয়ে
মানষীক সুস্থতায় বড় হতে পারেনা।
যেখানে পরিবার সমাজের অবকাঠামো
সেখানে অসুস্থ পরিবার সমাজ গড়বে
কি করে? প্রতিটা সুষ্ঠ সমাজ মিলে
একটি রাষ্ট্র। তাই মাদকের উপর জরুরী
শক্ত আইন ব্যবহার অপরিহার্য। ধন্যবাদ।