নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ছদ্মবেশ….//

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬





”তারা আসলেন,তারা ঘুরে দেখলেন,তারা মতামত দিলেন এবং শেষতক তারা কিছুই করতে পারলেন না”

নো-ম্যানস ল্যান্ড-
জোড়া রাষ্ট্র নিয়ম করে ঠিক করে।
জোড়া রাষ্ট্র নিয়ম করে গুলি তাক করে
জলে করে আকাশে করে…
বাজপাখি চূড়ায় বসে চোখ ঘুরিয়ে নেয়;
নিখুঁত শিকার চায়; রাষ্ট্র এক বাজপাখি!
সেই সোনালী দন্ড আজো রাণীমা-রাজার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বীণা বাজিয়ে চলে সীমানা জুড়ে..।
জাতিসংঘ অথবা কেউ আর কি করবে;
পেটে কি ভাত ঢেলে দিতে পারবে বা আশ্রয়?
মানুষের চক্ষের পানি লোনায় গড়ালে কি তল পাই?
উপেক্ষা আর নির্বাসন ছাড়া…
এ বড়ো ছদ্মবেশ; নিয়ম আর প্রতিষ্ঠান,বোধিস্বত্তার ছদ্মবেশ
রঙ্গুম:নারী ও প্রেম ও স্বত্ত্বার শহর;নয় কোন পৌরাণিক শহর
জাতি স্বত্ত্বার বোধ যে কতভাবে হয়;আধুনিক সংকরায়ন রাষ্ট্র এক চরমবোধ।
তাইতো মুক্তির নতুন গেরুয়া ছদ্মবেশ,প্যাগোডা বেশ;
অ্যালায়েন্স;
কি মিল কি মিল…!
হরিয়ানার সাথে ডেরার মিল;মক্কার সাথে মদিনার মিল!
পৃথিবী এক মহামিলনের শস্যক্ষেত্র
এক মিলনাকার দূরগ্রাম; বাড়ি খেয়ে খেয়ে বারবার দেয়াল থেকে দেয়ালে দেয়ালে অবিকৃতরুপে আসে!
কতো নদীর আর সাগরের ক্রান্তিকালের ইতিহাস পড়লাম শুনলাম
কেউ বলে ভূমধ্য;কেউ বলে নাফ,কেউ বলে পানামা-ফোরাত;গঙ্গা
এমন বোধে মানবতা ভাসে..
শতাব্দীকালের এমন রাজতক উচ্ছ্বাস
আর কতো চলবে..আর কতো চলবে
রাষ্ট্রে রাষ্ট্রে।
আসলে, পৃথিবী এক গুহ্যদ্বার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

বিজন রয় বলেছেন: এ বড়ো ছদ্মবেশ; নিয়ম আর প্রতিষ্ঠান,বোধিস্বত্তার ছদ্মবেশ
রঙ্গুম:নারী ও প্রেম ও স্বত্ত্বার শহর;নয় কোন পৌরাণিক শহর


++++++

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫০

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ........... ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.