![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধখানা ক্রিমবিস্কুট যেন ঝুলে আছে
পিছমোড়ানোর দল দলগত সাফল্যে ভেবে লাফায় যাচ্ছে…।
আধখানা ক্রিম বিস্কুট.. টোপ দিয়ে যায়
মাছের কানকুয়ায়
এইরকম কোন এক শরগাঁথা নদীর গলায়।
সেভিংক্রিমের ফেনিল সুগন্ধ ছড়ানো রাত
কালো রঙের বৃক্ষ;
ফর্সারাতে কিরকম কালো হয়ে থাকে করাত চোখে
আমরা কালোই দেখি,শাদাকে শাদা,লালকে লাল।
বারান্দার পুঁইডগা সেলাই করছে বাতাস নীলজামাটার বোতাম ঘরে
শুনেছি, যদ্যপি বসছে অধিবেশন..
মাছিদের কানকথা শেষপর্যন্ত সত্য হয়,টেবিলে বেজে উঠে মস্তঘড়ির ব্যাং
লালবাতি জ্বলছে
সবাই কথা বলছে বাচালগিরি করছে যেমনটা করছে হাজতবাস এইরাত
দুইদিকে টানছে
ভাসছে শরত;উড়ে যাচ্ছে ধবল রাতের কালোপাখি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.............মতামত প্রকাশ করার জন্য...ভাল থাকুন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
খুবই ভাল একটা রূপক কাব্য পড়লাম! আপনি দারুণ লেখেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ..........ভালবাসায় থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর লেখা
ভাল লাগল খুব