![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীরবে এসো না।
কাছে আসো
ধীরে ধীরে
আসো
দুপুর উজ্জ্বল
কবুতর ঘুঘু
ছাদ হুক খুলে দিয়েছে।
প্রাক্তন
বলে কিছু নাই
নয় নীল চাষের মাঠ।
সাবেক অব্যবহারযোগ্য শব্দ,
ভূত বর্তমান।
নীরবে এসো না।
কাছে আসো
ধীরে ধীরে
আসো
আসো
বাতাস
ধীরলয়ে আসো
রাত্রির মতোন আসো
জোছনা ভাঙার
দম নিয়ে নিয়ে
যেভাবে হিম
উম নিযে আসে
আসো
ধীরে আসো।
হাটু ভাঙা খাল
কেমন গড়ায় গেল
খেতের গোড়ায়
তেমন স্নিগ্ধতায় আসো
পৃথিবী এই মুহূর্তে নরম হয়ে আছে
বাহুতে বাহুতে।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য......... আপনার হাসিটা অনেক সুন্দর
২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭
প্রথমকথা বলেছেন: ব্যতিক্রম লেখা, পড়ে ভাললাগল।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
তাওিহদ অিদ্র বলেছেন: ভাল থাকুন।মতামতের জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: কোনো খোঁজ খবর তো রাখেন না। পৃথিবী দিন দিন গরম হচ্ছে।
সব বরফ গলে যাচ্ছে। একদিন ডুবে মরতে হবে।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
তাওিহদ অিদ্র বলেছেন: সূর্যের কেন্দ্রে গেলে সবকিছুই নরম হয়ে যায় পৃথিবীর গরমকে গরম মনে হয় না উম উম লাগে,সে উমের লগে ডুবে মরি
ভালবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো লাগল কবিতা।