![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
র্স্পশিত //
হাতটা দাও- কেমন অনুভূতি হচ্ছে?
হাতটা দাও পড়ে থাকা গাছের গুঁড়িতে –অনুভূতি হচ্ছে?
এই যে চকচকে লাল ইটের দেয়ালে হাতটা দাও- কি মনে হচ্ছে?
র্স্পশের ভাষাটা জানতে চাচ্ছি!
নীলকাঁথার ওপর চোখটা রাখ- কোন শৈথল্য?
গ্লাস ভরা পানি,
হাওয়ার গায়ে হাতটা দাও- কিছু কি মনে হচ্ছে?--
বাস্তব-দা!বাস্তব-দা!
কোমল –কঠিন কিছুই মনে হচ্ছে না।এই না
র্স্পশের-ভাষাটা আঁকতে চাইছিলে!--
টিয়া //
হাস্যকর পাহাড়
কেমন খিল ধরাইয়া হাসতেছে
তারে জড়াইয়া ধরছে হাস্যকর ঘাসপাতা
শিনা খাড়াইয়া বাতাসরে কইবার লাগছে গর্জন
এই রোদ পোকায় খাইছে
গমদানার মতোন খাইছে
দিকহারানো সবুজটিয়া লড়তেছে
অন্য পাখির লগে-সার্ভাইবল কুস্তি
কবুতর শান্তির কথা কয় মানস বাবুরে
দ্য রেডিয়েন্ট-চিত্রকলায় দেখেছিলাম এক নারী শুয়ে আছে হাতে ভরদিয়ে
যুদ্ধ ও যুদ্ধপরবর্তী শান্তিকালীন ছবি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্পর্শের ভাষা - গভীর অনুভব।
টিয়ার সার্ভাইবাল কুস্তি অন্তহীন!
পংক্তি টা ছুয়ে গেল-
এই রোদ পোকায় খাইছে
গমদানার মতোন খাইছে - -
দারুন লাগল।