![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত উঠাতে হয় না
থেমে যাওয়াই অভ্যাস।
তারাও জানে এখানে থামতে হয়
প্রেম যেপথে ক্ষীর হয়ে আসে
কোনদিন চোখের দিকে তাকাবে
ভাষার আলসে ব্যবহার হবে অথচ
কোকাকোলা লাউ সমগ্রতার ধারে কাছেও যাবে না
সমুদ্র যাবার আকাঙ্খাবার।
সময় না মানা
লালরঙ বাস আসে-যায়।
নীল যদি হতো-সব স্টপেজে নামাত
আর এখানে থামত
উইমেন্স কলেজের গেইট
অথচ নগরে একটাও নীলরঙের বাস নেই
আকাশের মতোন রঙ
অপরাজিতা নাম।
ইটের ফাঁকজুড়ে গেড়েছে ঘাসফুল
নীল কনভয়
নীল বিরহকান্তার জাহাজ
নীল দেয়াল নীল বাড়ি
নীলাচল উড়ে
নীড়ে
লালদালানের শহর
নীল ধুলাবালি
অর্ন্তজাল ভালোবাসা
ঝুলানো এ্যাপ্রোনের পকেট দোল
অন্য কেউ তাতে চোখ রেখে গেছে!
যদি এইবার অথবা পরের বার অথবা তারপরের বার
পকেট থেকে বার কর রঙিন ফিতা
আর্শি,সেফটি পিন
গোলাপী কসমস….বলছি
কোন এক দিন ঠিক নামবে
একটা নীলবাস
কোন একদিন নামবে এই শহরে
প্রতিসিটে থাকবে
একটা রজনীগন্ধা অথবা একটা গ্ল্যাডিওলাস
হেলান দিয়ে যাবে বাড়ি বিরক্তিহীন
হয়ত কাউকে বলা হবে, শহরে কোন নীল বাস নাই
আহ্
আয়তাকার মানভূমি
নীলপ্রজাপতি খৈয়ার পাড়ে উড়ছেযেনো।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০
মানুষ বলেছেন: ভালো লেগেছে।