নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

নিজেরে নিয়ে খেলি,আমারে নিয়ে খেলবা…!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯





শাক আর মাছ দিয়ে নিজেরে ঢাকার চেষ্টা চালায় যাইতেছি।একখান খোলা মাঠ মনে হয় নিজেরে।নিজেরে কতক্ষণ বোল্ট,কতোক্ষণ ফেডেক্স,কতোক্ষণ মেসি-রোনালডো লাগে।লাগে অনেক লাগে।পুতিন ট্রাম্প হাইজেন নিউটন গালিব হেরেম হারাম বাজেআজে বস্তি মদ মাগী চড়কবাজ কতকিছুই মনে হয়।বেশ করে নিজের সাথে নিজেরে প্রস্তুতি করে নিজের সাথে নিজে খেলি।নিজেরে ঘা করি। নিজেরে আহ্ করি।লোম থাকুক আর ঘাস থাকুক এক চিলতে মাঠ। মাঠ ভরা থাকুক আর না থাকুক মাঠ।আমিতো আছি।উড়কো পাতা,কাগজ,পলিথিন আর বিষ্ঠা অনেককিছুতে ভরা থাকুক।তবু বসে থাকি শুয়ে থাকি লেগে থাকি পিছুপিছু চলতে থাকি।থাকতে ইচ্ছে করে।না চাইলেও করে।চাইলেও ভেলা হই যায় বাসি ভেতর ভেতর হরমোন আর নার্ভ এর দৌড়াদৌড়ি।ভাসি ভাসি যায় উপর নিচ ঢেউ তাল। সুর তাল।বেসুর তাল।মাঝে মাঝে আন্ধা করে দিই। দিতে ইচ্ছে হয়।যাতে মাঠ না দেখি।ঘাস না দেখি।নক্ষত্র না দেখি।জোনাকি না দেখি।অন্ধকার ঝাপসা আলোয় দাড়ায় থাকা বৃক্ষরে না দেখি।বৃক্ষ আড়াল করে দেখে।তারে যাতে সহ্য করতে না পারি।কেন যে বৃক্ষডির্স্টাব লাগায়।কেন অন্যমানুষের চোখ ডিস্টার্ব লাগায়।আড্ডা দিতাছি জীবনবাবুর লগে,বিভূতির লগে,প্রাক্তন কোন প্রেমিকা,ঘরকোনা কিছু ডালপালার লগে।নিজের মুতে ভেসে যায় নিজে।কতকিছু সাথে করি ঘুরিফিরি।ভাইরাস ব্যকটেরিয়া নিয়ে এদিক ওদিক করি।কতো রোগশোক টিকা টি্প্পনি। সিফিলিস,এইডস,না দেখা রোগেরে আলিঙ্গন করি।নিজেরে নিয়ে কতো দাবার চাল দিই।কোথাকার কোন বরিসভ।সপুার কম্পিউটার।কি যে করি নিজেরে লইয়া নিজেও জানি না।নিজেরে এখন এক্সিমো বানাইছি।বরফ খুড়ে খুড়ে মাছ তুলে আনি গরম গরম খায়।পেঙ্গুইন যেন হাডি যায়।কেন যে নিজেরে ভুলভাল করি? কেন যে পুরো দুনিয়ারে একখান খেলার মাঠ বানাই?সবাই খেলি।সবাইরে খেলায়।দৃশ্যরে খেলাই।অদৃশ্যরে খেলাই।সবাই খেলোয়াড়। দর্শক বলে আসলে কিছু নাই। …এখনো মাঠে আছি। মাঠে নানা কসরত করতেছি।কত মানব কতোক্ষণ নারী,কতোক্ষণ পুরুষ হইয়া তাকাই আছে।আমার দিকে।আমার দিকে শুধু শুধু তাকাই আছে।কেন তাকায়? তারা ও কি ভাবতেছে আমার মতোন।তারাও খেলতেছে চোখরে দিয়া।হাঁটু মুড়ায়,চিৎ হয়ে,উপুড় হয়ে, চারপায়ি বৈঠকিতে।খেলতেছে।আসলেই খেলতেছে।চরপরা নদী,পাড়ভাঙা খাল,গভীর সমুদ্র,পাহাড় কত নান্দনিক স্থান যা যা ভূগোলে পড়েছি সকছিুরে হাতে লইয়া খেলতেছে।শরীরের মাঠতো।গরম পাঠ।খুব গরম পাঠ।যেন দুদল দাঙ্গায় নেমে পড়ছি অকারণ।অকারণ বলে কিছু নাই।কারণ।কারণ আছে।অনেক কারণ।তবু শুধু অকারণ বলে চেঁচায়।সব যে কারণ কেমনে বুঝাই?...সংসারের কারণ।বন্ধনের কারণ।ভাঙাগড়ার কারণ।কতকারণ! কতকারণ!!কারণ ভাঙলে ব্যাখা হয়না।নিজেরে নিজে কে ব্যাখা দেবে?নিজে না পরে।পর সেই বা কে?নিজে না নিজের গড়া অপর!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে নিজের বিচার নিজেই করে
তারতো জ্বালা রয়না ;)
তোমার দিলকি দয়া হয়না - - -

আমি তুমি হয়ে গেলে
পাইনা কিছু তল অতলে
কার্যকারণ সবই মিছে কেন বোঝনা!!!


২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

তাওিহদ অিদ্র বলেছেন: যা অতলান্ত তাইতো স্বত্ত্বা। নিজের বিচারক নিজে হওয়ার জ্বালা আছে ,স্বাদও আছে :) ভালবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.