![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো শীতের রাত#
একটা দোলনচাঁপা ফুটেছিল রাতজুড়ে
কচুরিপানার নীচথেকে ফনাতুলে আসছে বায়ুপ্রবাহ
জেনেছিলাম,
অপেক্ষার নাম মৃত্যু।
বাসের ছাদ#
বন্ধুরা গাইছিলো
”এমন চাঁদের আলো..”
একজন মাঝির আমাদের সাথে গেলো
যে আলোয় ভেসে গেছে আমাদের যাবতীয় মুখ।
কুয়াশা ও শিয়াল#
তমসার বেড়া ডিঙিয়ে চললাম দূরপথে
বটের ডাল ধরে কুয়াশার নাচন
জিরিয়ে নেয়ার প্রাক্কালে অনুধাবন করলাম
একদিন এখানে শিয়ালের সংসার ছিলো।
আগুন খাওয়া সকাল#
সাদা শার্ট কালোপ্যান্ট জুড়ে সকাল লেগে আছে
ঢোলকলমি আগুনের মতোন রেগে
”এতো সকালে কোথায় চললেন”
বাগানের পাশে#
আলিফ জবর আ
বা জবর বা
মাঠ খুঁড়ে খুঁড়ে ফসল ফলায় ঋ-ফলা।
রিকশা ও হুড সংক্রান্ত#
রেইনট্রির শতবর্ষীয় পথজুড়ে
সকলচুমু ঝরাপাতার মর্মর ছন্দে ছড়ায় আছে।
সব স্বপ্ন ও আগামীর মৃত্যু হয় শীতে।
পুরনো সোয়েটার#
যত্নে লাগানো উমের বাগান
পুরনো সোয়েটার
রঙিন সুতায় লেগে আছে মা’র রক্তাক্ত আঙুল।
ফারেনহাইট ও ডাল্টন#
আমাদের উষ্ণতার নাম
মা’র নাম ফারেনহাইট
পিতার নাম ডাল্টন।
১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।