নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

একটা দিন নিরব থাকো //

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮






আমি আমারে অস্ফুটস্বরে বললাম তোর আজ নিরব থাকার দিন
কারো সাথে কথা কবিনা
কারো সাথে আড্ডা
চা শেয়ার
কোন কিছুই না।
আমি আমারে বললাম
ঠিকমতোন ঘুম থেকে উঠছি
টাইমলি খাইছি
কাজকাম করছি
কোনকিছুই বাদ দিচ্ছি না
শুধু নিরব থাকবি
পৃথিবী জন্মনেবার আগে যেরকমটা ছিল।
তোর আজ নিরব থাকার দিন
ফুল দেখলে থমকে যাচ্ছিনা
বৃক্ষ দেখলে কথা বলছি না
কোন আর্টফ্রেম দেখে চমকে উঠছি না
তুলনা করছি না
মগজে ধারদিচ্ছি না
কিচ্ছু না কিচ্ছু না
নিরব থাকছি আমি আমারে অস্ফুট স্বরে বলছি।
একটা দিন খুব দরকার আমার
আমি আমার কাছে একটা দিন ধার চায়
আমার জন্য শুধু একান্ত আমার জন্য
আমার সমস্ত আমার জন্য
এমনো হতে পারে সবাই বলবে,আমারো নিজের একটা দিন দরকার
কারো জন্য না নিজের সাথে নিজে কথা বলার জন্য
নিজের সাথে নিজের বসবাস।
আমি তাকিয়ে থাকব আমার চোখের দিকে
মগজের দিকে
মুখের দিকে
বুক তলপেটজুড়ে
চশমার ফ্রেম,কাপড় যার যা যা আছে
গোঙানির স্বরব্যথা
স্বরকথা
আসমান জমিনের নানান কারুকাজ
নিজের শূণ্যতার সাথে
মহাকালের সাথে
চেপে ধরে আছি আমি আমার নগদ শরীর
নিরবতার অনন্ত শর্তে
নিজের জন্য যা আমার স্বক্রীড়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা।ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.