![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম আমাকে ছুঁতে পাইনি
জন্মাইনি বুকে
বাদামের দানা সেরকম না
ফুল-জমির আইল-মেঘপত্র-ঠোঙা সিরিজ
প্রিয় রঙ কি
প্রিয় ফুল কি
প্রিয় বই
প্রিয় স্থান
কুইজ প্র্রেম তাও না,
না
এবং
না।
কোন প্রাচীন ঘাট
মন্দিরের পেছনে ঘিরেধরা শ্রীমতি ঘাস
অথবা
সাপের লেজে পা
ধ্যান
কোন কিছুই না।
প্রেম আমাকে তাড়িয়েছে
না প্রকৃতি না নারী
দুটোরই উপেক্ষায় উপেক্ষিত
দুটোই হারিয়েছি
জ্বরের ঘোরে কমলালেবুর খোসা ছড়ানো
পরিত্যক্ত স্বপ্ন থেকে;
কার্ণিশ ছুঁয়ে যে হাওয়া বেরিয়ে গেছে ফলার মতোন
আমাদের জমাট আড্ডার চত্বর
সব ব্যর্থপাঠ
ডরখাওয়া প্রাণীর মতোন
বেঘোড় দৌড়
খরোরোদ্দুরে জ্বলছে একমুঠো আফ্রিকার বালু
মোড় থেকে কেটে নিয়ে যাওয়া পারিজাত
পরবর্তী বসন্তের কথা যাকে আগাম জানিয়ে রেখেছিলাম;
লুট করা সবস্মৃতি বাড়ি
চরপড়া কীর্তিনাশা
দূর্লভ
মথ প্রজাতি…
কোন ঋতুর প্রাকভাঙনে
দীর্ঘকুয়াশা
ভিজে থাকা সামান্য আদ্রতা ভিজে ভিজে থাকা
না শর্তে
প্রেম আমারে বাঁধতে চায়।
দিনের পর দিন মাস বছর জুড়ে যা গেছে তাতো গেছেই
যা আছে তাতো আছেই
এই সামান্যতারমোড়ে একমোচড় বাঁকে ছিটকে যাবো কেন?
কেন হারাবো
দাঁড়াবার স্টেশন!
দাও যতো পারো
ধুসরতা ছাইরাঙা অভিসম্পাত
এখনো
গাউনের রঙ দৌড়ায় শিরায় শিরায়
জানি ও জেনেছি শব্দযাঁতায়
সমুদ্রখোর খরতা নিয়ে গেছে প্রবলআকাঙ্খা
জাহাজ ভীড়ছে জেটিতে;প্রস্তুত খালাসি
প্রতিদিন নিয়ত ও নিয়ম করে।
কে পারে
কে পেরেছে
পেয়েছে?
এমন কোন লাইসিয়াম
আদি প্রেম ও আদি উপেক্ষার বাহানা
দড়িটানাটানি
যা কেবল পাওয়া না পাওয়া উৎকন্ঠা
যা দেখাচ্ছি আমি যা এমোনতরো
ধরো ওইখানে
কিছুক্ষণ আগে
বিস্ফোরণে উড়ে গেছেসব
তারপর ওই আদালত ওই পুলিশ ওই একাকি ব্যক্তি
নিঃশব্দে হেঁটে যায়
তারপর
বৃষ্টি
ভীড়ের মধ্যে আমি আমাকে খুঁজছি
একনিষ্ঠতায়
নিজেরে খুঁজি
কোন ক্যাম্পাসের যোগান দেয়া বাসি বিপ্লব
কিছুই না তবু এই
প্রেম ছাড়া আমি কিছুই শিখিনি
আমার সকলভুল প্রতি প্রহরেরভুল নির্জনতা ভঙ্গের ভুল একান্ত আমার অভিসম্পাত
যা কাঁধে নিয়ে উড়াই নিজের বিহঙ্গ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।ভাল থাকুন।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
তাওিহদ অিদ্র বলেছেন: মতামতের আসার জন্য শুভেচ্ছা।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
মনের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকতে হবে কবিতার; এভাবে, ওভাবে সাজালে, মাজালে কি আর বদলাবে?
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
তাওিহদ অিদ্র বলেছেন: ক্রিটিককে সবসময় গুরুত্ব দেই।আপনিও যদি আমার মতোন করে লেখেন তাইলে কেমনে হবে? আপনি চাইলে আমার সমস্ত লেখার উপর ক্রিটিক করতে পারেন..যদি করেন বিশ্বাস করেন আমার খুব ভাল লাগবে।
শুভেচ্ছা ও ভাল থাকুন।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
ওমেরা বলেছেন: সুন্দর কবিতা !!
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
তাওিহদ অিদ্র বলেছেন: লেখার চেষ্টা আর কি........। শুভেচ্ছা জানবেন।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা ভাল লেগেছে ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
তাওিহদ অিদ্র বলেছেন: মতামত জানানোর জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা