নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টুল-টেবিল সিরিজ : পার্ট ফিফটিন

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮



দাঁত*
চকোলেট খেয়ে নায়িকারা খিদে নিবারণ করে।আম ও খেতে হয় বয়ান করে।খাওয়ার জন্য দাঁত যথেষ্ট না।পড়ুন,দাঁত সাফ করার ইতিহাস।মাটি-ছাই-কাঠকয়লা-পেস্ট।

শীতকালীন..*
হাতে দুইটা ফুলকপি নিয়ে খেলছি।শীতকালীন খেলা।সম-ভোগ্য।সাম্য-বাদী।সন্ধ্যা নামলেই পাড়ার ছেলেরা ব্যাডমিন্টন খেলে।খেলে আলোর খেলা।অথচ কেউ দেখছে না ডানপাশের বাজারে সারাদিন ধরে চুরি হচ্ছে সঞ্চয়ের আয়োজন।নারীটা কেবল ফুলকপি দেখে চেঁচাল।

জ্বালানি সংক্রান্ত*
আলোর জ্বালানিতে ভাসছে পৃথিবী।ইতিহাস জ্বালানি।মানুষ মূলত জ্বালানির ফসল।জ্বালানিতে ভাসছে নব্বইয়ের বাংলাদেশ।জনসন এন্ড জনসন,লাসকোট সবার মুখে একই স্লোগান!

বাস স্টপেজ*
কে যেন রেখে গেছে বেঞ্চিতে ফুল।গোলাপ।বেঞ্চির পাশে রাজারাণীর প্রহরী।সর্ম্পকের কারাগারে ছেলেটা।মেয়েটি ফুল তুলে নিতে পারছেনা।কদিন পর পর আমরা গায়ক হয়ে উঠি।প্রতিবাদে গান ধরি।

জটায়ু ঘোষ*
জটলা লেগে গেছে রিকশার।জটলা লেগে গেছে মোটরগাড়ির।প্রতিদিন আমরা জটলার কবিতা আবৃত্তি করি।একজন আরেকজনের মুখ মুখস্থ করি।ভেবে দেখলাম,পরর্বতী জটলাতে দেখা হলে জিজ্ঞেস করবো,আপনার নাম যেন কী?

ভাইবোন স্টোর*
৩৬ ইঞ্চি ব্যাসের অক্সিজেন সিলিন্ডার।৩৬ ইঞ্চি ব্যাসের ফিনাইল ক্লোরাইড সিলিন্ডার ।বায়ু ভর্তি ভালোবাসা।বায়ুভর্তি জ্বালানি।চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সওদা করে যাচ্ছে।

মুমু*
বলেছিলাম,যদি থেকে যাও দেশে তোমায় দিব একটা মাত্র গোলাপ।
যদি চলে যাও তোমায় দিব একগুচ্ছ গোলাপ।তোমার ইচ্ছেমতোন পছন্দ করে নিতে পারো।
তার সখছিল-হর্সরাইড,মায়ামী বীচে সানবাথ।ভূগোল-তার প্রিয় সাবজেক্ট।পেইন্টিংস তার প্যাশন।ব্যবহারিক জ্ঞান তার খুব ভালজানা।সুখে থেকো।

অসামন্যতা*
সামান্য বিষয়ে প্রচন্ড ঝগড়া।
একজন আরেকজনকে বললাম,আমিতো তোমাকে বোনের মতোন দেখি।
আমিও তোমাকে বড় ভাইয়ের মতোন দেখি,ট্রিটকরি।
আমি আপনাকে তুমি বলে ফেললাম!

কোর্টনি ওয়ালশ*
মুখে হাসি লেগে থাকলেই তারে সুখি বলা যায় না।
কারো চোখে কান্না দেখলেই তাকে অসুখি বলা যায় না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের মূল বক্তব্য কি?

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

তাওিহদ অিদ্র বলেছেন: এই নামে অনেক আগে থেকেই লিখছি।অনেকটা পঙক্তি বা গুচ্ছ আকারে। ছোট ছোট হায়াকুর মতোন। মূল বক্তব্য বলে কিছু নেই।বলতে পারেন ছোট ছোট ভাবনা...........আর কিছু না।
ধন্যবাদ মতামতে আসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.