নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

নতুন নতুন প্রেয়সী আমার

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬





আমি কিছু দেখিনি আমি কিছু শুনিনি আমি কিছু জানিনা আমি বলতে পারি না
আমার আকন্ঠ চোখে শুধুই আমার প্রেয়সী
ভাঁজে ভাঁজে ঘুম লালন করি
রুইয়ে দিই নিষিক্ত চারা
রাত দিনের বিরতিতে না যাওয়ার মহাকাল
নীলসমুদ্র স্নানে ভাসায় কম্পাস ভেলা
ভ্রমণ করি হিমালয় চূড়া
আমাকে আরো কিনারে টানো আরো টানো প্রেয়সী
ফাগুন মাতাল জলোচ্ছ্বাস ফেলে এসে আমার নতুন বন্দর
সজনে ফুল পলাশ ফুল আমের বোল
শিমুল দেবদারুর সবুজপাতার পত্র আর্তি
আমার কিনারায় তোলে ঝড় পূর্বাভাস
আমি ভুলে যেতে চাই ফেলে আসা সব সময়
আমি ভুলে থাকতে চাই ফেলে আসা সব স্বজনকুল
আমি কিছু দেখিনি আমি কিছু শুনিনি আমি কিছু জানিনা আমি বলতে পারি না
আমার ইচ্ছে নাই নতুন ভাষা বোঝার
আমার ইচ্ছে নাই নতুন অনুপ্রাস করার
আমার আকন্ঠ তৃষ্ণার্ত চোখ আমার প্রেয়সী
মানচিত্রে কোন নদী নাই হাঙর নাই
স্রোতের টানে মাঝির ধ্বসে যাওয়া নাই
কোন শুদ্ধাশুদ্ধির প্রশ্ন নাই যুদ্ধ নাই প্রেম নাই
আমি শুধু তোমারেই বুঝি
আমি শুধু আমার প্রেয়সীই বুঝি-সময় আঘ্রাণ শ্বেতস্বাদ
আমি শুধু তারেই ভাবি।
আমার শনি আমার মঙ্গল বুধ বিষুদ
শুধুই প্রেয়সী,আমার প্রেয়সী।চন্দনকাঠের বিছানা নীল বাড়ি নীলচাদর
দখিন হাওয়া কচি কচি পাতার হারমোনি
কোন কিছুই না
আমি খোলা জায়গায় কলরব তুলি উন্মুক্ত চারণে রব তুলি
আর কিছু জানি না;আমি আর কিছু বুঝি না
আমি চাইনাই কোন লোবানের স্বাদ চাইনাই বড়বড় আওয়াজ
চাইনাই কোন দন্ড চাই নাই কোন শান্তি শান্তি খেলা
হঠাৎ হঠাৎ মারণাস্ত্রের শোভা
আমি বাগান চাই নাই আমি ধান চাই নাই আমি ঝড় চেয়েছি শুধু তোমার ভেতর
তোমার বাহুর ভেতর কম্পমান ঝম্পমান
আমি নই কোন অরুন্ধতি রুশদি আমি হোমার অনুভূতি অন্ধকার ভজনরত কাফকা
কিছুই না
ধুরছাড় সব।
আমি কিছু দেখিনি আমি কিছু শুনিনি আমি কিছু জানিনি আমি কিছু বলিনি
আমি শুধু তোমারে বুঝি
তোমারে জানি তোমারে শুনি
তুমি মারমা মেয়ে।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো । সুন্দর

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।মন্তব্যে আসার জন্য শুভেচ্ছা।

২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো আর খাপছাড়া।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।এ ও ভাললাগে যে কেউ ক্রিটিক করছে।আজকাল ক্রিটিক করাকে অনেকেই ভয় পায়।আপনাকে কি পরিমাণ যে ভালবাসা জানাই তাই এলোমেলো হয়ে যাচ্ছি।শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.