নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

বারবারা-(২০১৮)

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩





বিউটিফুল।
(কবি আসাদের কবিতাই নয়)
আমি এখন পর্যটন কর্পোরেশনের প্রধান।
সেক্স আর মদ উদযাপন ভুলে
ঘুরে বেড়াবো চৌষট্টি জেলা
আকাশে পাতাবো মৌচাক
তেত্রিশ চ্যানেল তোমাকে হাইলাইটস করবে।
হৃদয় জাগানোর নামে;যে বদনাম তোমার ওপর চাপিয়ে দেয়া হয়েছে
দেখে যাও-বারবারা।
ক্রুশ ছেড়ে এবার
মিনারে লাগিয়ে দাও তোমার রজঃস্রাব।
সৃষ্টি স্রষ্টার মধ্যকার বিরোধ উসকে
পরম-পরমাশ্বর
প্রেম-প্রেমাশ্বর তৈরি করো!
আমরাতো
প্রতিশ্রুতি না নিয়ে বিভেদের বাগান ছেড়ে
ভাসবো জলডোবা ঘাসের প্লাবনে।
বারবারা
বিউটিফুল বাংলাদেশ দেখে যাও
দেখে যাও কার ঘাড়ে কতোটা মাথা আছে!
শকুনের সামনে মরতে থাকা অনাহারী শিশু-
কেঁদেছে বিশ্ব
তুমিও কেঁদেছো নিশ্চয়
নিজেদের কতো শকুন মা’র মৃত্যুর অপেক্ষায় বসে আছে-
চক্কর খাচ্ছে মাটিতে!
এতো গ্লানি ফেলে,তুচ্ছতা ফেলে
কোন ফটোগ্রাফকে আলাদা করবে তুমি?
যেখানে ঘাটের শেষ ধাপটায় এখনো নামা হয়নি!



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ্মোটামোটি।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

তাওিহদ অিদ্র বলেছেন: :) ধন্যবাদ।ভাল থাকুন।

২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

সাইন বোর্ড বলেছেন: ঝরঝরে কথায় সুন্দর প্রকাশ, ভাল লাগল ।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

তাওিহদ অিদ্র বলেছেন: মতামত প্রদানের জন্য ভাললাগা।শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.