নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

র্ধষণ: সমাজ রাষ্ট্র আর ধর্ম কি কি চিন্তা করতেছে!!! আপনি কি করতেছেন??

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭



১.সেক্স বান্দি রাইখা ধর্ষণ আটকানো যাবে না…..সমাজ আর রাষ্ট্ররে এটা বুঝতে হবে।

২.সতীত্ব আটকাইয়া সেক্সিপনা করা যায় না।সতীত্ব রক্ষা আচরণ মাত্র।তা প্রকাশ করার নাম অসভ্যতা।অসভ্যদের সতীত্ব আটকাই থাকে।

৩.সমাজ আর রাষ্ট্র সেক্স আটকানোর নামে দূর্নীতি করে।দূর্নীতিরে না বলুন।দেদারসে সেক্স করুন।

৪.সেক্স করা-কোন পাপ না।সেক্স করা-কোন অপরাধ না।দুইজন রাজিতো ইচ্ছামতোন সেক্স করুন।পারলে সামাজিক রাষ্ট্র আর ধর্মরে ঠেলে দিন।

৫.১৮+ হলেই সেক্স করা অধিকার।না হইলেও কেউ সেক্স আটকাইতে পারে না।দুজন চাইছে তো হইছে।

৬.সংবিধানে এতোটা বড় জিনিস না আবার ছোট জিনিসও না সবকিছু লিইখা দিতে হইবো!! তারপরও সংবিধান যেহেতু পারতেছে না সেহেতু সংবিধানরে খায় দেন।

৭.পোশাক নিয়া অতো চিন্তার কিছু নাই।মগজ নিয়া চিন্তা করুন।মগজের মাঝেই ধর্ষণ বাসা বাঁধে।বাসা বাধার কারণটা চেনেন?সমাজ রাষ্ট্র আর ধর্ম বাদ দিয়া আগে নিজেরে প্রশ্ন করেন?
উত্তর যতো দিন না পাবেন র্ধষণ ঠেকানো যাবে না।

৮.ধর্ম পালন করতেছেন করুন।শুধু ধর্ম আরোপ করে ধর্ষণ কেউ ঠেকাতে পারে নাই।ত্রিনেত্র(সমাজ রাষ্ট্র ধর্ম) ভূমিকার কোন উদ্যোগ নাই।ধর্ষণ ঠেকাইতে হইলে আগে সমাজরে ঠেকান।নষ্ট্রের শেকড় হলো সমাজ।জনগণ সে সমাজরে চেনে।কিন্তু জানে না!!



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

পলাশবাবা বলেছেন: ভাল লেখা ।
তবে আপনের মা - বোন ওপথে গেলে আবার নতুন চেতনার প্রশব করবেন নাতো?

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

তাওিহদ অিদ্র বলেছেন: মা-বোন : এটা একটা মুখস্থ টার্ম।সেটা ছাইড়া বের হয়ে আসতে হবে।আপনার পজিটিভিটির জন্য ধন্যবাদ।আমি যদি ভাই হয়ে অন্যের বোনের লগে প্রেম করি, আমার বোন ও অন্যভাইটির লগে প্রেম করে।প্রেম একটা আচরণ মাত্র।আর কিছু না।তাছাড়া আমাদের সমাজে প্রেম বলতে সবাই বোঝে নারী প্রেম! জগতের প্রতি যাদের দৃষ্টি কম।ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

ক্স বলেছেন: ধর্ষণ ঠেকানোর একমাত্র উপায় শাস্তি দেয়া। সৌদি আরবে এই অপরাধে কোন ছাড় নাই - এই কারণে সেই দেশের নাগরিকেরা কখনোই ধর্ষণের শিকার হয়না।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭

তাওিহদ অিদ্র বলেছেন: ভাইটি , এই জীবনে কতোই শাস্তি তো দেখছেন ।আর কতো শাস্তি চান।শাস্তি দিয়ে এইসব দুর করা যায় না।
সৌদি- উদাহরণ দেবার জন্য আর কোন দেশ খুঁজে পাইলেন না। আপনি একটা ভুল ধারণা নিয়ে নিজেরে নির্মাণ করছেন- যে সৌদিতে কখনই র্ধষণ হয় না।

৩| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যা বলেছেন তা যদি বাস্তবায়িত হয় তবে কারো মা, বোন, কন্যা, স্ত্রী পবিত্র থাকবেনা।

আরও ভাবুন এ বিষয়ে।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

তাওিহদ অিদ্র বলেছেন: আপনারা এইরকমটি ভাবেন বলে ধর্ষণ বাড়তেছে।অনেক দূর যেতে হবে ভাইটি।চিন্তার চর্চ্চা বলে একটা কথা আছে।নিজেরে যদি সেই জায়গায় যতোদিন সর্মপণ না করবেন ততদিন সেটা কখনোই আপনি ছুঁতে পাবেন না।আপনি ব্যক্তি যদি ভাল হন সেটা আপনার সমাজরে সে জায়গায় থাকে না বলে তা আপনার আমার নয়।সমাজরে মুক্ত করতেই প্রসঙ্গ অবতারণা।শুভেচ্ছা।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪

কামরুননাহার কলি বলেছেন: আপনি কোন পরিবারের সন্তান কোন বেহায়াপানা ঘরের নয় তো আবার? আপনাকে আমার মানুষ ভাবতে ঘৃর্ণা করে। আর পশুও ভাবতে ভালো লাগেনা কারণ পশুরাও আপনাদের থেকে ভালো।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনি এখনো চিন্তার জগতে শিশু।শিশুর সাথে তর্ক করতে নেই। পার্কে গিয়ে খেলুন হে বড়শিশু....

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২

প্রবাসী দেশী বলেছেন: আমিত্ব কে আবিষ্কার করা...
এই ব্যাপারে লিখুন যদি পর্যাপ্ত জেনে থাকুন ! যে বিষয় নিয়ে লিখেছেন সেটা খুবই স্পর্শ কাতর অন্য সবাই হয়তো এভাবে বিষয় টাকে দেখছে না। বলার ভঙ্গি ডিফারেন্ট কিন্তু ভাষা হয়তো ব্লগার রা আরেকটু মার্জিত চাচ্ছে। ভালো থাকবেন।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫২

তাওিহদ অিদ্র বলেছেন: স্পর্শকাতরতায় যেহেতু আপনারা অকেজো সেখানে আমার এই বলার ভঙ্গি আপনাদের জড়তা কাটানোর জন্যই যথেষ্ট। পবিত্র মার্জিত এইসব খুঁজতে হলে মসজিদ মক্কা প্যাগোডা মন্দির এইসবে যান।ব্লগে কেন??

শুভেচ্ছা ও ভালথাকুন।

৬| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

ক্স বলেছেন: আমি বললাম "সেই দেশের নাগরিকেরা কখনোই ধর্ষণের শিকার হয়না"
আর আপনি বুঝলেন, "সৌদিতে কখনই র্ধষণ হয় না"

শিশু কে? কলি না আপনি?

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫

তাওিহদ অিদ্র বলেছেন: সেই দেশ বলতে আপনি সৌদি দেশকে বুঝাইছেন! যদি আমি ভুল বুঝে থাকি এইটুকুন বুঝেছি ...যে দেশ কখনোই ধর্ষণ হয় না।সেইদেশটার নাম বলেন---যদি সেই দেশে ধর্ষণ হয় না এটা প্রমাণ করুন।নাইলে ব্লগে ক্ষমা চাইবেন।ক্ষমার কথা কেন বলেছি--- এইরকম দেশ বাঁচাইয়া,অঞ্চল বাচাইয়া র্ধষণরে গণঅপরাধে পরিণত করার দায় আপনাদের।

------------দ্বিতীয়ত; কলির কথা কলিকে বলতে দিন।
আপনি কি কলি??
ধন্যবাদ।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

ক্স বলেছেন: সেই দেশে ধর্ষণ হবেনা কেন? অবশ্যই হয়। বাপ বেটা পালাক্রমে কাজের বুয়াকে ধর্ষণ করে। সৌদি প্রিন্স ভিনদেশে গিয়ে ধর্ষণ করতে গিয়ে ধর্ষিতার গুলিতে রক্তাক্ত হয়। কিন্তু তারা কি শাস্তি এড়াতে পারে? পারেনা। কাজের বুয়া যারা অবৈধভাবে সৌদি গয়ে বাপ-বেটার লালসার শিকার হয়, তাদের ব্যাপারে সৌদি আইনেই কিছু করার সুযোগ নেই। কেননা আইন তাদের জন্যই যারা আইন অনুযায়ী সেই দেশের নাগরিক হয় অথবা কাস্টমসের ফর্মালিটি সেরে সে দেশে বেড়াতে যায়। অবৈধ ভাবে বসবাসকারীদেরকে কেউ খুন করে ফেললেও আইনে তার কোন শাস্তি নেই। কিন্তু আইনের উর্ধে কেউই নয়। গত তিন চার বছরে আমরা এক প্রমাণ দেখেছি। একজন চাকরকে খুন করার অপরাধে এক সৌদি প্রিন্সের গর্দান নেয়ার ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আরেকজন প্রিন্সেস প্যারিসে জুয়েলারির দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে, সেখানে তার কোন শাস্তি না হলেও দেশে ফেরার পরপরই তার হাতের আঙুল কেটে ফেলা হয়।

অপরাধ করে পার না পাবার যে সংস্কৃতি সেখানে চালু হয়েছে, তার জন্যই ফৌজদারি অপরাধের মাত্রা সেখানে সবচেয়ে কম ।

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

তাওিহদ অিদ্র বলেছেন: দলের যেমন ভক্ত আছে দেশের ভক্ত ও আছে! দুইএকটা ভিডিও দিয়া,মধ্যযুগীয় বর্বরতার শাস্তি দিয়া কোন রাষ্ট্র অপরাধ কমাইতে পারে নাই।অপরাধ কিসে কমে-- এটা না জানাটাই এদেশের মানুষের নিয়তি।
ফৌজাদারি অপরাধের মাত্রা সেখানে সবচেয়ে কম! জনসংখ্যা অনুপাতে নিশ্চয় হিসাব করেন নাই!
যাই হোক----যুক্তির চর্চ্চা মানুষকে উৎকর্ষ করে।
সচেতন করে।
যেকোন অপরাধ অপরাধ নয় -- এমন কাজের ভেতর একটা নৈয়ায়িক মনুষ্যত্ববোধ তৈরি করে।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.