নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

প্রস্তুতির পর..

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:১০




বাইরে যাবে-প্যান্ট পরো;শার্ট পরো
চলো চলো।
মরা পাতা
মরা পাতা
ভেঙে যায় ভেঙে যায়
ঝুরঝুর ঝুরঝুর
ধুরঝুর ধুরঝুর
একদল একদল
মরাপাতা।
ওই একদল মরাঘাস
ওই একদল মরা গাছ
নদীর পাড়ে গিয়ে বসে থাকি
ঢেউঢেউ নীলনীল রঙরঙ
জলজল ছলছল
বসে থাকি;বসে থাকি।
ওই পুকুর পাড়
ওই জমির আইল
ওই কচুরিপানাতল
ভেসে থাকি ভেসে থাকি
ডুবে থাকি ডুবে থাকি
উপুড় উপুড়
চিৎচিৎ।
ধান গাছ ধান গাছ
আখ ক্ষেত আখক্ষেত
শীতল শীতল বরফবরফ বাতাস
চিনিগুঁড়া বাতাস
আহা-কি মিষ্টি; কি সুমধুর
কি নীলআকাশ,থেকে
ওই ঝরাঝরা ঝুরঝুর
কি আমুদেবৃষ্টি।
পদচাপ পদতাপ খরতাপ খরতাপ
সুনসান নীরনীড়
ওই পঞ্চান্ন হাজার
ওই পঞ্চান্ন মত
ওই পঞ্চান্ন গাঁজন
ওই পঞ্চান্ন পাচক
খেয়ে যাই; খেয়ে যায়
পথে পথে পড়ে আছে
পাথরের ফুল
লাল লাল
লাল লাল-মরে যায় মরে যায়
একদল মরাফুল
একদল মরাপাখি
কি সুন্দর গাইত
কি সুন্দর দোলা দিতো
কি সুন্দর চলতো
চলে যায়, দোল দোল, দিলে দোল দুলুনি;
কেঁপে যায় কেঁপে যায়
নদী তীর বুকে বুকে বাজে ভীড় পদপিষ্ট
বয়সি হার বয়সি হাড়
আমার শিশু
আমার নারী
হাহাকার হাহাকার
নয় কদাচিৎ
বারবার বারবার
ফিরে আসে না
ফিরে আসে না
এই চেনা রাস্তা
কি শহুরেবাসি
কি গ্রামবাসি
ভালবাসি অলিগলি ছোট ছোট ছানাপোনা
বোবাভাষা আলভাষা মানভাষা
কতো কিছু ভালবাসি।
আমাদের দিননেই
আমাদের রাতনেই
আজান বাজে দূর
ওই দেখা যায় দূরের শীর্ষচূড়
না জানি কিসের সবুজ সবুজ
বাঁকা চান
নদীর মোড় এঁকে এঁকে
বাড়ি ফিরে
তবু ফিরতে হয়
কিসের টানে কিসের বানে
না জানি
না জানি
প্রস্তুতি!
কিসের কিসের?
মহাকাশ মহাশূণ্য
কাগজে কাগজে মোড়া বিশ্ব
অর্ন্তজালের বিশ্ব
আণ্তকলহের বিশ্ব
পুঁতে দেয় বড়ো হয়
আমাদের যতো শান্তি
আমাদের যতো কলহ
আমাদের রোগ
আমাদের মুক্তি
আমাদের শোক
আমাদের বিষণ্মমুখ
আমাদের দেখিবো
আমাদের আয়নায়
আমাদের কলিজায়
আমাদের মজ্জায়
কেমন করে কেমন করে
পুঁতে রাখি
সজল আগলে রাখি
যতো রিপু
পৃষ্ঠায় পৃষ্ঠায় ভাষণে ভাষণে
দূষণে অকারণে
চাষ করে যায় তামাক
ফুটে ফুল
চাষ করে যায় গম
ফুটে ফুল।
চাষ করে যায় নিজের
বিধ্বস্ত কূল।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাব, আবেগ বক্তব্য দারুন!

কিন্তু বেশী বড় হয়ে গেছে!

ভাল লাগল ভীন্ন ষ্টাইল :)

+

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: :) ধন্যবাদ আপনাকেও ।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

কাইকর বলেছেন: সুন্দর কবিতা। ভাল লিখেছেন।ধন্যবাদ আপনাকে

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

স্ব বর্ন বলেছেন: মিশ্রনটা বেশ ..... খারাপ লাগেনি ।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা আপনাকে ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.