![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে কইছিলো?
হাত বাড়াতে
পা বাড়াতে
একটা পাতা
ঘিরে;
শিরায় শিরায়
রঙিন আকাশ
রঙবেরঙের
মেঘ
ধুমছায়তো বৃষ্টিপড়ে
তবু পাতায়
নরোম ঘুম
গুটিয়ে যাওয়া
পাখির চোখে
প্রজাপতি
উড়ছিলতো
নাচছিলতো
খেলছিলতো
তোমার লগে!
ঘাসরাস্তা
টয়াবাড়ির পানি
নলখাগড়া
নিচে খেলছে
কেমন জানি খেলছে ওরা
ঘরের ভেতর
খাটবিছানার
মাছ প্রজাতি।
কে কইছিলো?
পদ্মপাতা
মোরগফুল গন্ধরাজ
কলকে ফুলের বাগান যেতে
বৃক্ষ দেখলে চাই থাকতে
পাহাড় দেখলে হাসি দিতে
চাঁদের দিকে
লুক দিতে
তারার দিকে টিপ দিতে
অনেকগুলো লুকিযে থাকা
আকাশের উপর
আকাশ দেখতে
কে কইছিলো?
আমি চিনতে
তুমি চিনতে
সে কে চিনতে
তাকে চিনতে
জামাকাপড়
এইরকমের রঙিন সমাজ
রাষ্ট্র রাষ্ট্র
দ্বেষ চিনতে
দিকভ্রান্ত ভুত চিনতে
বনের রাজ
কিংডোমের জগত জোড়া খ্যাতি জানতে
প্রত্ন থেকে উঠে আসা
পুরাণ পুরাণ দুনিয়াগিরি
লুপ্ত করে
পৃথিবীটারে প্রকাশ করতে
কে কইছিলো?
নদী খুঁজতে
নাবিক আর লবণ খুঁজতে
বিরাট ডানার পাখি
হরেক রকম
পাখি
উড়ছে মনে;
সে সাগরে
আসছে জাহাজ
আসছে গাড়ি
আসছে ফড়িং
জ্বলছে মাটির শুকনা খড়ি
আগুন
আগুন!
তাই পেরোলেই
দূরের ঘর
দূরের বন
স্বপ্নদেখা
লাল মরিচের বাড়ি
এই বাড়িটা কোথায়
কদ্দুর?
কোথায় পাবো?
এই দুনিয়ায় আছে!
০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা
২| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বাহ! সুন্দর
০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা ও ভালবাসা
৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: ভালো।
০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর ছড়া।