![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
হাত দিয়ে ভাত খাইতে হয় এমনটাই শিখাইছেন মা-বাপ
এখন আমি ভাত খাইতে পারি
তফাত আছে তয় ভাতের নাই।
আমি এই দেশের
তুমিও এই দেশের।
তফাত আছে তয় আমার নাই।
আমি যখন খাই সবটাই নিয়া খায়
তোমার তা লাগে না।
তুমিও চাকর
আমিও চাকর।
তফাত আছে তয় আমার নাই।
তুমি আমারে ভাতের খুটা দ্যও,ঝুল বেশি খাওয়ার খুটা দ্যও
তুমি কারে খুটা দ্যও
তোমার ভাতের দাম কে দেয়
ঝুলের দাম
পানির দাম,গ্যাসের দাম
সেফটির দামের বিল কে দেয়
তোমার টয়লেটের বিল কে শোধ করে?
দেশের মালিক তুমি নও
এমন কি আমিও নই।
নৃপতিতি
চাকরি না থাকলে তুমিও সেই আশ্চর্য্যতমো ব্যাধি
তোমার উচিত ছিল দাস হওয়ার দাসী হওয়ার
ধাই হওয়ার।
দাস-দাসী খারাপ শব্দ না!
ধাই মানে জীবনী
প্রকৃতি মাস্টার বলে কিছু নাই।
তফাত আছে তয় আমার নাই।
ভিক্ষুক কোন খারাপ শব্দ না
ভিক্ষুক বিস্তৃত আরাধনার যাপন
তফাত আছে তয় আমার নাই।
নাই মানে নাই
আশ্চর্য্য প্রতীচ্যবোধ জেগে আছে এখনো।
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ...........ও শুভেচ্ছা
২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮
করুণাধারা বলেছেন: তফাৎ আছে তয় আমার নাই , এই কথাটার অর্থ বুঝতে পারিনি, এছাড়া বাকি কবিতাটা বুঝতে পেরেছি এবং ভালো লেগেছে।
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩
তাওিহদ অিদ্র বলেছেন: প্রত্যেক মানুষই আলাদা মানুষ - এই অর্থে!
শুভেচ্ছা ও ভালবাসা
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।