![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু পুরনো মন্বন্তর ভেতরে জেগে আছে
দরোজা খোলা ঠেলে আসতে হবে না
বলে ফেল—শতাব্দী কথা
বৃষ্টিবাদল কথাঝরাবার রাতদিন।
ঈগল উড়ে যাচ্ছে,দোয়েল শিস পাততেছে
বাঘ,জাগুয়ারে ধাপিয়ে বেড়াচ্ছে মেঘ
মাছেরা টুর্ণামেন্ট খেলছে সোচিতে
এইতো তুমি; সেইতো তুমি
ঘেঁটেঘুটে উদ্ধারকৃত গোরক্ষবিজয়
মনে পড়লে,
প্রস্রবণে গাল লাল করে আলোজ্বালো
প্রাণে প্রাণে ডাকো মোমপ্রার্থনা
কিছুসময় আগে ছেলেপুলেরা কাদালাগায় দিযে গেছে বর্ষার আকাশ
জ্বরবাঁধো কিয়ৎকাল পাহাড়ী মমত্বে
নাইতে দিয়ো পরস্পর মন্বন্তর।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ..........সব ভাললাগা আপনারে দিয়ে ফেলতে ইচ্ছে করে......ভালথাকুন।
২| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪
কাইকর বলেছেন: চমৎকার
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচছা। ভালথাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লাগেনি।