![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি হতাম বন্দরের মালিক
সকাল বিকাল রাতবিরাতে ভাসতে ভাসতে চলে যাইতাম
আটলান্টিক ভারত প্রশান্ত
কোন নাবিকের ঘড়ি না নিয়াই যাইতাম।
দেখতাম বড় বড় ডানাওয়ালা পাখি গভীরতম নীল
দূর থেকে দেখতাম ঝাউয়ের দোল
শতাব্দীর পর শতাব্দী যারা হারিয়ে গেছে তাদের নিয়া রচিত অভিযাত্রীরগল্প
পড়তে থাকতাম বোতলের ভেতর চিঠি গুজিয়ে যে ভাসিয়েদিয়েছিল মহাদেশীয় প্রেম।
মাস্তুলে উপর উঠে সর্বাগ্রে দাঁড়িয়ে থাকা মেঘের অধিনায়ক
পেছনে তুমুল বৃষ্টি বজ্রসম আত্মঅহংকারী বৃষ্টি যা দেখে গতি বাড়িয়ে দিয়েছিলাম খ্যাতিমান
আমাকে ধাবিত করছে আমি ছুটছি আর ছুটছি
কি দারুণ হৃদয়ালোড়িত আগুনে দৃশ্য
না পেরে হাপাতে হাপাতে হাঁটুমোড়ে বসে পড়ে স্প্রিন্টার
কিরকম শান্ত হয়ে এলো এই জলজ মাঠ।
সবচেয়ে উঁচু ছাদে শুয়ে তাকিয়ে থাকতাম সমুদ্র সূর্যপানে
আমি পুড়ে যেতাম
গলে যেতাম বিকালের লোহিতে রাতের গভীরেই যেন জ্বলতাম অন্ধকারে উড়তে থাকা
কোন এক নাম না জানা পাখির দল
মাছের দল
অন্যঅঞ্চলে ঢুকা যাওয়া হাঙড়ের দল
দূরে কোথাও নীলতিমি উপরে উঠে ঘ্রাণনিচ্ছে বায়ুপ্রবাহে আবারো ডুবে যাচ্ছে
আমি খেলতাম তার সাথে।
দেখতে পাচ্ছি জাহাজের নীচের পৃষ্ঠদেশে কতো কতো জলজপ্রাণী উৎসুক হয়ে ঘাই মেরে যাচ্ছে
কাঁপিয়ে দিচ্ছে আমারে
রঙিন বিচ্ছুরণ ছিটিয়ে দিচ্ছে জলজসভায় …
আমার মনে পড়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে বেড়ে উঠা কবি
ওই এক সিনেমার দৃশ্য কোন এক দূর্ঘটনায় তারা পিতামাতা হারিয়ে ফেলেছিল
কোরালরীফে….
আমার মনে পড়ে যাচ্ছে জাহাজ থেকে পড়ে যাওয়া সেই নাবিক ভাসতে ভাসতে সাগরের পাড় খুঁজে পেয়েছিল
ভাঙা বিমানের ডানা
জলের তলায় শতবছরের পুরনো জেগে থাকা জাহাজ
স্বাগত জানাচ্ছে ঋজুস্বরে আমি যেন দেখে যাই ঝিনু; মুক্তার মালা;লুটকরা কোন সোনার সিন্দুক
কতো কিছু মনে পড়ে যাচ্ছে আমার
আমার সৌভাগ্য আমি সৌভাগ্যের সেই দূত
যেখানে অন্য মানুষ নাই
আমি একাও নই
ওখানে সভ্যতা নাই
আমি একাও নই
ওখানে সত্য মিথ্যা ভালমন্দের কোন পুঁথিপাঠ নাই
পবিত্র অপবিত্র জ্ঞান নাই
পাপ নাই পুণ্য নাই
আমি একাও নই
সেরা সত্যি ওখানে অন্য মানুষ নাই
আমি আছি একা নাই
জানি একদিন কোন ধাবমান বাতাস আমারে নিয়ে যাবে
কিছুক্ষণ আগেও যার সাথে খেলেছি অজস্র খেলা।
আমি যদি হতাম
আমার যদি থাকতো কোন বন্দর
থাকত কোন জাহাজ আমার না-ভিড়ানো মাটির কূল।
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১
তাওিহদ অিদ্র বলেছেন: কি বলব আর আপনাকে..............
২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.............ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১
ইব্রাহীম আই কে বলেছেন: এত বড় কবিতা?