নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

একদিন যাইব

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯





একদিন যাইব হালদা নদীটির তীরে—দেখিব তার চরণ
রাঙা চন্দন নিয়া চলিতেছে কোমর ভাঙিয়া ভাঙিয়া,দেখিব দুপুরের রোদ
আসিতেছে মাঝি;হাওয়ার বরজ লইয়া-ভাসিতেছে আমাদের কলিজা
নাচিতেছে মাছেরা গড়িতেছে সংসার তাহাদের এপার্টমেন্টে – সেসইব দেখিয়া দেখিয়া
চলে যাইব সড়কে,দেখিব সবুজ রঙ ভাঙা কাঁচের ফাঁকে ফাঁকে
দৌঁড়িতেছে গরু ফসল তরমুজ বাঙ্গির ক্ষেত; উপুড় হওয়া উৎপাদক
করিতেছে ভূগোলে টিকিয়া থাকিবার চাষ।আমরা খাইব তা--।
একদিন যাইব ফটিকছড়ির চা বাগানে – সাজানো চা চারা দেখিব--তাহাদের ছায়া দিতাছে উঁচা উঁচা বৃক্ষ
ছায়ার মতোন রক্ষা করিবে,তাহাদের দেবে শীতল শাড়ির কোল
না চাইতে ও আমার মনে পড়ে যাইবে চাবাগানের জবরদস্তি কড়শাসন
চোখ ভিজে আসিবে;সেসব পাশ কাটিয়ে চলে যাইবো বাগানের শেষপ্রান্তে
দেখিব পাখিরা বাগানে প্রবেশ করিতেছে মেঘেরা প্রবেশ করিতেছে
হয়তো একপশলা বৃষ্টি নেমে আসিবে চোখে—তাহাদের ঈষৎ করুণ রাখিয়া যেন পার হয়ে যাইবো
আরেকটা বাগান,আরেকটা পাহাড়;মায়ের স্তন ঢালে উঠিয়া যেন খাইব তাহার দুধ
মনে মনে ভাবিতেছি হন্তারক পিছু ধাউয়া দিতেছে;ধাক্কা দিয়া ফেলিয়া দেবে পৃথিবী থেকে—ফিরিয়া আসিতে হইবে ঘরে
মোবাইল টাওয়ার আজ পাহারাদার।
তবু ছুটিতেছি অবাধ্য রকমে,:ভাবিতেছি কতো বন পেরিয়ে যাবো কতো পথ পেরিয়ে যাবো
ফিরিতে হবে গড়ে তুলা অনন্যা।যা আছে সেই যাইতেছি কেন ফিরিয়া আসিবো এইখানে তোমাদের ভীড়ে
যে আলিঙ্গন করিয়াছি মন দিয়া ফেলেছি আজীবন বন্ধনে হাঁটিতেছে ক্রন্দন ফেলে—নবো নয় নবরত্ন ফেলে,চাকচিক্য ফেলে--গর্জন উত্তাল সবুজ সান্নিধ্য— ডাকিবে আর!


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: জীবনানন্দ হলেন নাকি?

সুন্দর।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: শরতের এইরকম আকাশ দেখলে কতোবার যে জীবনানন্দ হইতে মন চায় :)

-
শুভেচ্ছা।

২| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

আরণ্যক রাখাল বলেছেন: জীবনানন্দের ব্যর্থ অনুকরণ মনে হলো। ওর অনুকরণ করতে গেলে নিজের লেখার বৈশিষ্ট্যও হারাবেন

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

তাওিহদ অিদ্র বলেছেন: না না --- জীবনানন্দের ঋতুকাল আসতেছেতো তাই একটু স্মৃতিপ্রবণ হওয়া আর কিছুনা--- অনুকরণ তারাই করতে পারে যারা অনুরণন করতে পারে----
-
ওই ব্যাপারে সচেতন আছি --- নিজে যা লিখি তা যেন নিজের মতোনই হয়।
ধন্যবাদ।ভালবাসা জানবেন।

৩| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: রমেশচন্দ্র মজুমদারের আত্মজীবনী 'জীবনের স্মৃতিদীপে' পড়েছেন?

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

তাওিহদ অিদ্র বলেছেন: স্মৃতিদীপ -- শব্দটি ঠিক আছে।তবে রমেশচন্দ্রের নয় তাওহিদচন্দ্রের হতে পারে :)


-
শুভেচ্ছা।ভালবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.