![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের প্রথম দিন থেকে সুঁইসুতা নিযে বসে পড়েছ এবেলা
তারো আগে নদীর ধারে;কোন পরিত্যক্ত আবসিক এলাকায় ফুটেছে ফুল
চেনাজানা জায়গায় কাশফুল ফুটতে নাই
তবু ফুটে
নাম দিয়েছ-কাশফুল
কন্যার নাম নিশ্চয়!
ইচ্ছেফুটে আছে সেখানটাই যেতে
উরুউরু করবে বক্ষ সেখানে শেকড় গজাবে যদি না যায়!
স্টুডিও ছবি ধরে রাখবেনা
কাশফুলের কাছে নত হই;ফটোগ্রাফি হয়ে যায়
তোমার নামে নাম নিয়ে
আকাশে যে মেঘভাসে তা আমাদের দালানের উপড় দিয়ে যায়
তুমি জানো
আমাদের ছাদ এখন অনেক উঁচু!
নদীর থেকে
খালের পাড়ে যাওয়ার অভ্যাস বরাবর বেশি;গড়িয়ে গড়িয়ে কোথায় যে শেষ হয়
দেখতে ইচ্ছে করে—
ওই মুখে
ফুটে আছে কি ফুল!সাঁতরায়ে আসা ঘোলা জল,নাইতে হবে আধোয়া কাপড়
পাশে গাড়তে হবে খুঁটি,বাঁধতে হবে নৌকা।
শহরের দেয়াল দুধে খেয়েছে!না হয় খেয়েছে হস্তিমান মুখ
জেব্রাদের দিন রাত সন্ধ্যা প্রবেশের গেইট থেকে ভেতর পর্যন্ত কালো হলুদ লাল কতোরকমের কিউট প্রকাশ
__সেসবে যায় ভাল লাগে,গেড়ে বসি পক্ষাঘাতগ্রস্ত টিলায়
তোমাদের থেকে বেশি দূরে নয়,চাইলেই দেখা যায়
এটুকু অবিস্মরণীয় ঘ্রাণ এখনো বাঁচিয়ে রেখেছি!
ট্রিলাইন ছেড়ে উঠে যাচ্ছে উঁচু দালান;হয়তো ছাদে কোন ক্যাফে হবে
বড়মুখ করে খেতে যাবো ছবি তুলব উপুড় হয়ে আকাশের দিকে তাকায়ে তাকায়ে
কামনা করব কারো কারো মুখ;ফেলে যাওয়া শরতীয় ঘ্রাণের ধোঁয়া
দম নিয়ে উড়ে যেতে চাইব নীলজামার কাছে যেটা হারিয়ে গেছে অনেক আগে
শরতের প্রথম দিন
কাশফুল শেষপর্যন্ত সেইসত্য
সেইসত্য অস্বীকার করে পৃথিবীরে কোলে তুলে নেবে কে?
কার কোল জুড়ে নামবে প্রথম আযান;
তুমি না থাকলে__
আমারো নাম রাখতে পারতে কাশফুল!
__ফলক না জুড়ানো কোন অজ্ঞাত স্থান
মা!
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা----- ভাল থাকুন।
২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: স্বাগতম শরৎ।
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
তাওিহদ অিদ্র বলেছেন: স্বাগত শরৎ----
-
৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০
তাওিহদ অিদ্র বলেছেন: -
শুভেচ্ছা---- কাশফুলের নরম ছোঁয়া আপনাকে
৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, দারুন লিখেছেন ভাই, চমৎকার কথামালা।
মুগ্ধতা জানবেন
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ--- আপনি ও মুগ্ধতা জানবেন-
শুভেচ্ছা
৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০০
রাকু হাসান বলেছেন:
বাহ,শরৎতের সময় শরৎতের কবিতা ,প্রথম কবিতা পড়লাম এবার শর’ৎ কে নিয়ে । ভাল লাগলো । কবতিায়+্
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
তাওিহদ অিদ্র বলেছেন: হুম শরতবড্ড লোভী করে তোলে মনকে---
-
শুভেচ্ছা জানবেন
৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১২
জাহিদ অনিক বলেছেন:
শারদীয় শুভেচ্ছা-- কবিতা ভালো হয়েছে
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা----
-
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতায় +++
শরৎ এত শুভেচ্ছা নিবেন।