![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাক্সে ভরে ফেলতে ইচ্ছে করে তোমাদের যতো দালান
ত্রিকোণমিতি আকাশ,তাঁরার কাঁপুনি
মাখো মাখো জোছনার দলপাকানো আলো
নিমডালে
র্শীষদেশে উঠে তুমি বসে আছো!
তোমার ভেজা রাস্তায় হাঁটব বলে,কালোছাতার যাত্রী
এই ঘনবাহনের ভীড়ে
বিচিত্র রঙ তবু সবুজপাতা কতো না চিরউজ্জ্বল।
সী সাইন,রিভার গোল্ডপ্লেইট ক্ষত নিয়ে
কতো উদ্দাম তোমার ভূমি।
হৈ হৈ করছে নিঝুম রাত্রির বাতাস শণপাতায়
কতোক খুনে চাষি মাটিতে পুঁতে দিচ্ছে নানা বীজ
স্পষ্ট সকালে দেখব একদিনেই মহীরুহ
আর কিছুই কি নেই বাকি?
আশ্বিনের পূর্নিমা নাম।এই অহোরাত্রে আমি পানিতে নামব
মাটিতে নামব, আমি
বিলীন হবো হালদাপাড়ের বাবলা পাতায়
মধুরিমা মজুমদারের বারান্দা
এইসব কুয়াশা আর নীলশুভ্র সুরত ঝলমল।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামতে আসার জন্য------
-
ত্রিকোণমিতি এটা যার যার অভিব্যক্তি,তবে শহরে কোথাও বসে যদি একটু আকাশের দিকে তাকায় তখন দালানের নানা কৌণিক কোণগুলো এক অদ্ভূত মায়া ছড়ায়! এইতো মিতি আর ত্রিকোণ এইরকম
শুভেচ্ছা আপনাকে। ভাল থাকুন।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা আপনাকে-
ভাল থাকুন সবসময়
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
এ.এস বাশার বলেছেন: কিছু কিছু কবিতা একেবারেই বুঝি না,,,,, এটাও মাথার উপর দিয়ে গেল.....
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
তাওিহদ অিদ্র বলেছেন: মাথার উপর দিয়ে যায় এরকম কিছু নাই--- কিছু কিছু ভাঙা দৃশ্যের চিত্রায়ন মাত্র---
এটুকুন বুঝলে হয়
ধন্যবাদ
ভালবাসা জানবেন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে---
অনেক ভাল থাকুন
-
শুভেচ্ছা
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
মহসিন ৩১ বলেছেন: এদিকে তাকিয়ে উকি দেয় সুরজ--- ডুববে বলে কিছুটা সন্তরন;
সন্ধ্যা তারায় ছায়া দিতে পারে না ;
এখনও ভাবনায় বসে----
কিছুক্ষন গেল বলে ; কোথায় কোন চখা চখির আবাস স্থল
বাতাসের ধুঁয়ায় শেষে--
দিনান্তের অবসাদে কি করে মাতায় প্রান
অদ্ভুত আবেশে।
দূর গাঁয়ের মিটি মিটি আলোতে তারাদের ক্রন্দন ।
উড়ন্ত কিছু ছায়া এ দিগন্তে সারি সারি
আমি আছি আবার ভাবনার ব্যবধানের ;
এই ছায়া সঙ্গী --
চিনি আমি চিরুনির বাকে , আয়নায়
আমাদের সব কিছু দেখা আছে তাই
কি রহস্যময় আমি নারী !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ------------ দারুণতো !
ভাল থাকুন
-
শুভেচ্ছা
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
তাওিহদ অিদ্র বলেছেন:
-
ভাল থাকুন
-
শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর।
আকাশ ত্রিকোণমিতি হবার চিত্রটা কেমন একটু দেখিয়ে দেবেন, আমিও দেখতে চাই সেই আকার যার তিনটা কোণ আছে।