নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি WordPress.org তে একজন PlugIn Developer এবং আমার ঠিকানা হল https://profiles.wordpress.org/tawhidurrahmandear/

তাওহীদুর রহমান ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বল্পমূল্যর গ্লাভস

২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৮



ডাক্তাররা যে গ্লাভস পরেন, তার মূল্য প্রায় ১০ হতে ২০ টাকা। আর আমার হাতে পলিথিনের তৈরি যে গ্লাভস দেখছেন এর প্রতি পিসের মূল্য ৭৫ পয়সা। প্রতি প্যাকেটে ১০০ পিস থাকে। অর্থাৎ ৭৫ টাকা পরবে। যদিও করোনা-র আবির্ভাবের আগে প্রতি পিস ছিল ৫০ পয়সা, আর প্যাকেট ৫০ টাকা।

এটা ওয়ান টাইম ইউজ করা যাবে। যেহেতু বাইরে ঘণ্টায় ঘণ্টায় হাত ধোয়া মুশকিল, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে পকেটে এক্সট্রা রাখবেন। হাতেরটা নষ্ট হলে বা দুর্ঘটনায় ছিঁড়ে গেলে বিকল্পটি পকেট থেকে বের করবেন।

শুধু করোনা নয়, ব্যক্তিগত হাইজিন নিশ্চিত করার জন্য-ও ঠিক আছে। বাইরে বিশেষ করে পাবলিক টয়লেট ব্যবহার করার সময় এই গ্লাভস খুব কাজে দিবে। বাসা বাড়ির টয়লেটের মত যে সবাই পাবলিক টয়লেট পরিষ্কার রাখে তা নয়। তাই সব সময়ই এক্সট্রা কিছু মানিব্যাগ বা ভ্যানিটি ব্যাগে রাখুন।

কোথায় পাবেন? মিরপুর ১১ নাম্বারে ব্র্যাক ব্যাংকের পাশের রোড দিয়ে ঢুকে ৪ রাস্তার মোড় অর্থাৎ ভাসানী হোটেলের মোড়ে যেয়ে ডানে চালের আড়তের পাশে প্লাস্টিকের আর পলিথিনের দোকানে আপনি এগুলো পাবেন। ১০০ পিসের একেকটি প্যাকেট। একাধিক কোম্পানি আছে। সবচেয়ে ভাল ZK কোম্পানি

আমি কাস্টমার হিসাবে দুই সেট কিনলাম। আমার বাসা মিরপুরে। আপনি যে এলাকার, সেখানে কোথায় পাওয়া যায়, জানলে কমেন্ট করে অন্যদের জানিয়ে দিন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: সেটাতো অবশ্যই। তবে আল্লাহর দেয়া মস্তিষ্ক ব্যবহার করবেন।

২| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। হয়তো মানচিত্রের আকার ও আকৃতির পরিবর্তন হবে। হয়তো ফোর্বস ম্যাগাজিনের তালিকায় যারা রয়েছে তারা ছিটকে পড়বে। তালিকায় যুক্ত হবে এমন অনেকে, যারা ছিল অস্পৃশ্য।

৩| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:২০

মাহমুদুর রহমান বলেছেন: ভালো প্রস্তাব।

৪| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২১

পদ্মপুকুর বলেছেন: এইতো দিলেন এইটার দাম বাড়িয়ে!!! :-B

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: এমনিতেই ৫০% বাড়ছে

৫| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৫

ফয়সাল রকি বলেছেন: ভালো জিনিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.