নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি WordPress.org তে একজন PlugIn Developer এবং আমার ঠিকানা হল https://profiles.wordpress.org/tawhidurrahmandear/

তাওহীদুর রহমান ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার › বিস্তারিত পোস্টঃ

Extraction সিনেমায় বাংলাদেশ

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫



বিপুল সংখ্যক বাংলাদেশি ভাইয়েরা সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিনেমা "Extraction" এ বাংলাদেশকে পচানো হইছে অভিযোগে ইন্টারনেট ফাটায়া ফেলতেছে। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মিকে একজন মাদক সম্রাটের দাস হিসাবে দেখান হয়েছে। যদি আপনার একটা নেটফ্লিক্স একাউন্ট থাকে তবে এই লেখা আপনার জন্য না। কিন্তু যদি আপনি কোন পাইরেসি সাইট থেকে সিনেমাটি ডাউনলোড করে দেখেন, তবে আপনি একজন চোর। নেটফ্লিক্সকে কি করতে হবে আর হবে না তা শিখানর কোন নৈতিক অধিকার অবশ্যই একজন চোরের নাই।

বাংলাদেশের একটা বড় অংশই দুর্নীতিগ্রস্থ। প্রতিদিনই টিভি খুললে দেখি ত্রাণ চোর গ্রেফতার। বাংলাদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে অসৎ। হঠাৎ এখন সিনেমায় মহান করে দেখাতে হবে?

অতীতে আরও বহু সিনেমায় হলিউড "মিথ্যা তথ্য" দেখিয়েছে। কে কে চিল্লাইছে?

নেটফ্লিক্স বয়কট করবেন? আপনার তো একাউন্টই নেই!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৪

ডার্ক ম্যান বলেছেন: এটা তো একটা ফিকশন। বাংলাদেশের নাটক সিনেমায় এমন তো অহরহ দেখাচ্ছে । আমি খুব আগ্রহী এটা দেখার জন্য

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: আমিও

২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৬

নিমো বলেছেন: বাংলাদেশের একটা বৃহৎ অংশ অনুৎপাদনশীল এবং কুশিক্ষিত। তাই কোন একটা বিষয়বস্তু নিয়ে অন্তর্জাল ফাটিয়ে ফেলা ছাড়া, এনারা কোন কম্মের নয়। আজকে এক্সট্র্যাকশন নিয়ে মাতামাতি হচ্ছে, কয়েকদিন আগে ছিল ব্রাহ্মণবাড়িয়া, তারও আগে বোধহয় অন্য কিছু ছিল। যাই হোক নূতন কিছু একটা এলেই এই এক্সট্র্যাকশন নিয়ে মাতামাতির ঢেউ মিলিয়ে যাবে। এ দেশে সত্যিকারের কর্মীর চেয়ে এখন কী-বোর্ড বিপ্লবী বেশি। এই ব্লগেও কিছু আছে যেগুলো নিজের পরিবার ঠিক মত চালাতে পারে / পারবে কিনা সন্দেহ কিন্তু দেশ, সমাজ , সংসার সহ সমগ্র বিশ্ব, মহাবিশ্ব পোস্ট দিয়ে উল্টে ফেলছে।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: একদম ঠিক বলেছেন

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখি নাই।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: আমিও। ট্রেলার দেখেছি, আর রিভিউ পড়লাম

৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৫

নেওয়াজ আলি বলেছেন: দেখার মত ছবি

৫| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: এই মুভি কালজয়ি হতে পারবে না।

৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: কে যেন বলল, এই মুভিতে আসলে কোলকাতা দেখানো হয়েছে। কোলকাতা আর আমাদের রাস্তা ঘাট মানূষ তো দেখতে এক রকমই।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: না। সেটা ঢাকার মত করে সাজানো। ভারত আর থাইল্যান্ডে মেইন শুটিং

৭| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৭

মীর আবুল আল হাসিব বলেছেন: ডিপজল যখন কুস্যিত ভঙ্গিতে ডাইলগ বলে + রেপ করে রেকর্ড গড়ে, হিরো আলম এর মত অপুষ্টিকর বালক সিনেমা করে, মালেক আফসারির মত পরিচালক পাবলিকের সামনে বলে “আর কোন মৌলিক সিনেমা বানাবো না, একটা বানিয়ে শিক্ষা হয়ে গেছে” তখন বাঙারির ইজ্জত যায় না।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

তাওহীদুর রহমান ডিয়ার বলেছেন: -:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.