নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুর বাধনে আজ তুমি আমায় বেধে নাও..................

অশান্ত তারেক

আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জালা আমায় দাও............

অশান্ত তারেক › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মানুষ ব্যাপারটা আপেক্ষিক---

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

ইয়া মোটা ভুড়ি ওয়ালা এক ট্রাক ড্রাইভার, পাছা চুলকাতে চুলকাতে পানের ফিক ফেলল। এই দৃশ্য দেখে কোন সুন্দরী ' ইয়াক ' করে উঠল। ঠিক এই মেয়েটির জন্মই যদি ঐ ড্রাইভারের ঘরে হত তাহলে রাস্তায় দাড়িয়ে বিশ্রী ভাবে পাছা চুলকানো মানুষটিকেই তার মনে হত পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।

আপনার জন্ম লেবানন কিংবা জাপানে হলে আপনি অবশ্যই সেই দেশের কোন মানুষকে ভালবাসতেন। .....শোনা হত না অঞ্জন দত্তের গান। দরজা বন্ধ করে শুনতেন জাপানী কোন চিউ মিউ সঙ্গীত। চিউ মিউ শুনেই আবেগে মরে যেতে ইচ্ছে করত উসাই মং এর জন্য। বড় বড় না, তার ছোট ছোট চোখ গুলোকেই মনে হত পৃথিবীর সব থেকে নিখুঁত শিল্প। ... তার জন্মই হয়েছে যেন শুধু আপনার জন্য , দুজন মিলে একাকার, তাকে ছাড়া চলবে না.....

আসলে এই গুলো সবই বাজে কথা----

প্রিয় মানুষ ব্যাপারটা আপেক্ষিক। ক্ষেত্র বিশেষ। জন্মের পর পৃথিবীর কেউই প্রিয় এবং অপ্রিয় থাকে না। আমরাই কোন কাউকে প্রিয় এবং কাউকে অপ্রিয় বানিয়ে ফেলি।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০২

মোস্তফা সোহেল বলেছেন: যারা আপনাকে ভালবাসবে তারাও আপনার প্রিয় হবে।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.