নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুর বাধনে আজ তুমি আমায় বেধে নাও..................

অশান্ত তারেক

আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জালা আমায় দাও............

অশান্ত তারেক › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ কি কথা বলতে পারেন নাকি তিনি প্রকৃতি অথবা এনার্জির মতো কিছু? কুরআনে কোথায় বলা হচ্ছে আল্লাহ আওয়াজ করে কথা বলতে পারেন?

২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫১

খুবই বিপদজনক প্রশ্ন। এই ব্যপারে সামান্য একটি ভুল কথা, এমনকি ভুল চিন্তা, মানুষকে কাফের বানিয়ে দিতে পারে। সাবধান !!!

প্রথমে "কথা" জিনিসটা বুঝতে হবে। আপনি অবশ্যই কথা চেনেন ; আজীবন কথা বলে আসছেন। তবুও কথা বিষয়ক দুটি বিষয়, হাতে কলমে দেখিয়ে দিতে হবে।

কথা কি?: পনির নীচে ডুবে থাকা অবস্থায় কথা বলা যায় না। কথা বলতে বাতাস লাগে। আপনি মুখ নাড়িয়ে, বাতাসের ভেতরে কিছূ শব্দ তৈরি করেন। অন্যরা সেই শব্দ শুনে আপনার চাহিদা বুঝতে পারে।

কথা জিনিসটা বাতাসের মধ্যে তৈরি করা একটি শব্দ।
কথা কেন?: নিজের মনের চিন্তাটা, অন্যেকে জানানোর উপায় হলো, এই কথা। একজন লোক, চোখে ভালো দেখেনা, তাই চশমা ব্যবহার করে। ঠিক তেমনই, সরাসরি অন্যের মনে চিন্তা ঢুকাতে পারেন না বলেই, আপনি কথা বলেন।

কথা বলাটা আপনার অক্ষমতার প্রমান। অন্যের মনে সরাসরি তথ্য ঢুকিয়ে দেবার ক্ষমতা আপনার নেই ; সেজন্য মুখ নাড়িয়ে শব্দ করা লাগে।
এই বিষয়ে সকল প্রাণী অক্ষম। এক প্রাণী অন্য প্রাণীর সাথে সরাসরি ভাব প্রকাশ করতে পারে না। সরাসরি অন্যের মনে চিন্তা ঢুকিয়ে দিতে পারে না। একটি পশুপাখি যেমন আরেকটি পশুপাখির মনের ভাবনা বোঝে না ; ঠিক তেমনই, আপনি আরেকজন মানুষের মনের ভাবনা বোঝেন না।

মনে রাখবেন - একে অন্যের মনের ভাবনা না বোঝার কারনে, আপনি ও পশুপাখি একই ধরনের অক্ষম। তবে, আপনি মুখ দিয়ে পশুপাখির চেয়ে ভালো শব্দ তৈরি করতে পারেন। বেড়াল শুধুমাত্র "মিয়াও মিয়াও" শব্দ করে ; আপনি বিভিন্ন ধরনের শব্দ করেন। এটাই আপনার ভাষা, আপনার "কথা"।

আল্লাহ সর্বশক্তিমান, সকল ধরনের সীমাবদ্ধতা ও অক্ষমতা থেকে মুক্ত।

ভাষা জিনিসটা হলো, অক্ষমতার কারনে ব্যবহার করা একটি বিকল্প পদ্ধতি। যে অন্যের মনের কথা জনে, তার ভাষা লাগে না।

আল্লাহর যেমন আহার নিদ্রা লাগে না ; ঠিক তেমনই আল্লাহর কোন ভাষা লাগে না, কথা বলা লাগে না। ভাষা ও কথা বলা ছাড়াই, তিনি সরাসরি যোগাযোগ করেন।

কোরা প্রোফাইল : Mahmud Husain থেকে সংগৃহীত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.