নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আওয়ামী লীগ
বি এন পি
জামাত ই ইসলাম
দেশপ্রেম কাকে বলে তাদের কাছে শিখুন আর অত্র দিনে কিভাবে বাসা থেকে অফিসে আর অফিস থেকে বাসায় যাতায়াত করেছেন মনে করুন !!!
২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমি মনে করি ইবলিশ শয়তানের মনুষ্য রুপ বাংলাদেশী রাজনৈতিক ব্যাক্তিবর্গ ।
২| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: রাজনীতির সংজ্ঞা না জেনেই আমরা রাজনীতি করি!
রাজনীতি কেনো করা উচিৎ তা না বুঝেই আমরা রাজনীতি করি!
ব্যাথা সর্বাঙ্গে!
২৪ শে মে, ২০১৮ রাত ১০:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: মোহাম্মদ আবির মাহমুদ ভাই, রাজনীতি = রাজার নীতি
রাজা যা বলবেন তাই নীতি তাই আইন সহজ কথা রাজার নীতি ।।
৩| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সত্যি বলছি,
আমি ভাই অত দেশপ্রেমিক না!!
যা হয় হোক!
ঠিক করেছি আর ভোটই দিব না....
২৪ শে মে, ২০১৮ রাত ১০:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রাণের মায়া তো একটা পিপিলিকার ও থাকে এটা তার হক - আর আমরা তো মানুষ !!!
৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: ক্ষমতার মসনদে বসে সব দলেই ভুলে যায়, রাজনীতির র শব্দটি!,
২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: এই দেশে রাজনীতি ও আইন সবসময় অপব্যাবহার হয়ে এসেছে আর অত্যাচারিত হয়েছে জনগণ ও সড়ক - ভাই রাস্তার কি দোষ এই রাস্তা বন্ধ কেনো ?
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:০০
পবন সরকার বলেছেন: নিজাম উদ্দিন মন্ডল ভাই, ভোট দেয়ার জন্য আপনাকে কেন্দ্রে যেতে হবে না, কেন্দ্রই আপনাকে দাবড়িয়ে বাড়ি দিয়ে যাবে।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ইলেকশন হয় ? আশ্চর্য্য কই জানি না তো !!!
৬| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২৮
সনেট কবি বলেছেন: এসব ভুলে যেতে চাই।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: ভুল করেও ভুল করবেন না তাহলে ভুলে ভুলে ভুল হয়ে যাবে ।
৭| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের সম্পদ, সুযোগ দখল করেছে এসব দলেরা; জামাত গণহত্যা করেও সবচেয়ে লাভবান দল। শেখ সাহেবকে হত্যা করে, উনার কবরের উপর বিএনপি প্রতিষ্টা করে ৫০ হাজারের বেশী লোক কোটীপতি হয়েছে; শুধু ছাত্রলীগেই হাজারের বেশী কোটিপতি আছে।
স্যলুট ওস্তাদ।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: স্যলুট ওস্তাদ।
৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
আমি কোটা আন্দোলনকারীদদের পক্ষের লোক। অতএব, আমার পরিচয় কী হওয়া উচিৎ?
(১) রাজাকার
(২) স্বাধীনতার বিপক্ষ শক্তি
(৩) দেশ বিরোধী
(৪) জামাতি
২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি মানুষ না - - - - - - আপনি এ্যলিয়েন, আমি নিজেও এ্যালিয়েন, তাই জাত ভাইকে চিনে নিয়েছি দ্রুত ।
৯| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:২০
একদম_ঠোঁটকাটা বলেছেন: দেশে গনতন্ত্র তুলে দিয়ে বেশ কয়েক বছরের জন্য একনায়কতন্ত্র চালু করা দরকার কিন্তু এক নায়ক তা হবে কেডা !
২৪ শে মে, ২০১৮ রাত ১১:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে ?
১০| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে পড়ে হেফাজতের সেই ভয়াবহ তান্ডবের দিনটির কথা। চাকরি বাঁচাতে সে দিন অফিসে যেতে যেই পরিমাণ কষ্ট করেছিলাম ফিরে আসতে তার চারগুণ কষ্ট করতে হয়েছিল। কত বড় হারামী এরা।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: এই দেশ আওয়ামী লীগ, বি এন পি, আর জামাতের আমরা সবাই রিফিউজি - কষ্ট আমাদের পাওনা
১১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: এত দেশ দেশপ্রেম তারা রাখেন কোথায়?
২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রান্তর পাতা ভাই, দেশপ্রেম তারা রাখে ইয়াবার ডিব্বায় ফেন্সিডিলের বোতলে আর গাঁজার টানে - - - - পাহাড়তলি যায় ।
১২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহমুদ ভাই??
হঠ্যাৎ ঘুম ছেড়ে হারিকেন ধরলেন কেন??
২৪ শে মে, ২০১৮ রাত ১১:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: অনেকদিন ঘুমালাম এবার নিজের কাজে ফিরে যাই, হারিকেনের যুগের মানুষ তাই সেই আলোটাই আপন মনে হয়, আপনার পোষ্টে লড়াই শেষ করার অবস্থায় চলে এসেছি দলিল দস্তাবেজ তৈরি করা আছে শুধু উপস্থাপণের পালা। আপনি আমার পছন্দের মানুষ আশা করি প্রস্থাবে আনন্দ মজা থ্রিল এ্যাকশান সবই পাবেন।
১৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৮
কাওসার চৌধুরী বলেছেন: "আপনি মানুষ না - - - - - - আপনি এ্যলিয়েন, আমি নিজেও এ্যালিয়েন, তাই জাত ভাইকে চিনে নিয়েছি দ্রুত।".......
হাসালেন। উত্তরটির জন্য অপেক্ষায় ছিলাম।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: বন্ধুকে যদি হাসাতেই না পারি তাহলে কিসের বন্ধু কিসের কি পান্তা ভাতে ঘি ।
১৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৫
কাওসার চৌধুরী বলেছেন: প্রপিকটা চমৎকার হয়েছে।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: হারিকেনের যুগের মানুষ তাই সেই আলোটাই আপন মনে হয়
১৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আপনার হারিকেনের ছবি লাইটের আলোয় তোলা কেন?
২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রান্তর পাতা ভাই, ডি এস এল আর এর ফ্লাশ লাইট দিন রাইত এক কইরা দিছে
১৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২১
ব্লগার_প্রান্ত বলেছেন:
২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবা্দ অনেক অনেক ধন্যবাদ
১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
২নম্বরি করেন কেন?
৩ নং ছবিটা ফেফাজতের। নট জামাট।
২৫ শে মে, ২০১৮ রাত ১:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: জামাত আর হেফাজত সংঘবদ্ধ, হেফাজত হচ্ছে জামাতের অপর নাম, আমি আওয়ামী লীগ রাজনীতি করি না তাই আমাকে দয়া করে জামাত আর হেফাজত নামক ইডিয়ট চেনাবেন না । এরা ইসলামের কলংক । ছবিতে-দেলোয়ার হোসেন সাইদী নামক কলংককে জাবত জীবন জেল দেওওয়ার পর জামাতের মিছিল।
১৮| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৪০
অদৃশ্য বালক বলেছেন: অত্রদিনে তাদের সাথে পরোক্ষ ভাবে মিছিল করতে করতে বাড়ি ফিরতে হয়!!!
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন: দেশটি তো তাহাদের ও তাহাদের বাপের তাই যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবেক বলিয়া সংবিধান গঠন করিয়াছেক, ইহা হইতে মুক্তি নাহি হইবেক ।
১৯| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:২১
শিমুল_মাহমুদ বলেছেন: মানুষকে রাস্তায় জিম্মি করাই এদের রাজনীতি। সুন্দর পোষ্ট।
আপনাকে আমার পোষ্টে নিমন্ত্রণ ঠাকুরমাহমুদ ভাই।
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: আওয়ামী লীগ বি এন পি জামাত তারা দেশপ্রেমিক তাই দেশের রাস্তা যত্রতত্র বন্ধ করে দেওয়া তাদের আ্ইনী অধিকার, দেশের মানুষ রাস্তা বন্ধ থাকায় কষ্ট করবে এটা সমস্যা না, কারণ দেশের সাধারণ মানুষ তাদের কাছে রিফিউজি সমতুল্য। এই দেশে আওয়ামী লীগ বি এন পি জামাত রশুনের জোড়া ভাই সবাই একই। আমরা জিম্মি আমরণ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের সম্পদ, সুযোগ দখল করেছে এসব দলেরা; জামাত গণহত্যা করেও সবচেয়ে লাভবান দল। শেখ সাহেবকে হত্যা করে, উনার কবরের উপর বিএনপি প্রতিষ্টা করে ৫০ হাজারের বেশী লোক কোটীপতি হয়েছে; শুধু ছাত্রলীগেই হাজারের বেশী কোটিপতি আছে।