নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আজকে ২৭ জুন ২০১৮, ফিফা ফুটবল কাপ ২০১৮ আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া খেলায় নাইজেরিয়া জিতুক আর না জিতুক, আমার ভালোবাসা ও জয়ের জন্য অনুপ্রেরনা দুঃখি নাইজেরিয়ার প্রতি ।।
২৭ শে জুন, ২০১৮ রাত ১:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ক্রিকেটের মতো ফুটবলেও বড়মাপের মাফিয়া জুয়া চলে তাই নাটক হতেও পারে, আমরা আম জনতা - আম বলতে আম, ফর্মালিন যুক্ত বিষ টাকা কেজি আম ও আমজনতা তাই আমাদের জানার বাইরে অনেক কিছুই হয়, হয়ে থাকে ।
২| ২৭ শে জুন, ২০১৮ রাত ২:০২
চাঁদগাজী বলেছেন:
নাইজেরিয়া ভালো খেলেছে, চেষ্টা করেছে
২৭ শে জুন, ২০১৮ রাত ৩:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমি দুঃখিত ব্যাবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার জরুরী কিছু পোষ্টে আমি অংশ গ্রহণ করতে পারি নি, আমার ল্যাপটপে আমি বাংলা লিখতে পারি না, আপনার জন্য দোয়া ও ভালোবাসা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস্ত থাকুন ।।
৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইদানিং আফ্রিকানরা দারুন খেলছে, একদিন এশিয়ার দলগুলোও ভালো করবে!
আশা রাখি তাই,
কাপটা আমাদের চাই!
২৭ শে জুন, ২০১৮ রাত ৩:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, আশা করি ভালো আছেন, আপনার প্রতি রইলো অনেক অনেক শুভ্ছো ও ভালোবাসা ।
৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ৩:০৮
কাওসার চৌধুরী বলেছেন: যাক অনেক দিন পর হলে প্রিয় ঠাকুর মাহমুদ ভাইকে পাওয়া গেল। আশা করি ভাল আছেন।
২৭ শে জুন, ২০১৮ রাত ৩:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু দেশের বাইরে দুইটা ডাল ভাতের সন্ধানে দৌড়াতে হয় - কি করবো বলেন, আর সমস্যা হচ্ছে আমি ল্যাপটপে বাংলা লিখতে পারি না তাই দেশের বাইরে গেলে পোষ্ট দিতে পারি না বা কমেন্টেও অংশ গ্রহণ করতে পারি না এই দুর্বলতা মার্জনা করবেন - আপনি আমার প্রিয় মানুষ ।
৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তারা পারলোনা । আসলেই দুখি। আর্জেন্টিাকে ২য় রাউন্ডে পৌছে দিল ।
২৭ শে জুন, ২০১৮ রাত ৩:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ খেলাতে ও খেলা হয় ! বুঝলাম না এখানে কি খেলা হলো, নাইজেরিয়া ভালো খেলেছে ।
৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: নাইজেরিয়াকে আটকে দেয়া হলো । কালো চামড়া ।বর্ণবৈষম্য। তাদের এত এত সম্পদ উন্ন বিশ্ব গ্রাস করেছে যে এই হার সে তুলনায় বড় নয় ।
২৭ শে জুন, ২০১৮ ভোর ৪:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই,
ক্রিকেটের মতো ফুটবলেও বড়মাপের মাফিয়া জুয়া চলে তাই নাটক হতেও পারে, আমরা আম জনতা - আম বলতে আম, ফর্মালিন যুক্ত বিষ টাকা কেজি আম ও আমজনতা তাই আমাদের জানার বাইরে অনেক কিছুই হয়, হয়ে থাকে । গতবারের জার্মান বনাম ব্রাজিল ফাইনাল খেলা্য় নেইমার পালিয়ে গেলো বা তাকে ইনজ্যুরড করে খেলতে দেয়া হয় নি - মনে আছে কি, তারপর জার্মানের জয় - বোকা হয়ে ভাবলাম কিছু কি হয়েছে ম্যাচ ফিক্সিং বলে কোনো কিছু !!!
৭| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৮
কাওসার চৌধুরী বলেছেন: আপনি কোন দলকে সাপোর্ট করেন?
২৭ শে জুন, ২০১৮ সকাল ৭:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: বিশেষ করে কোনো দল না, যেমন আজকে নাইজেরিয়াকে ভালো লেগেছে ।
৮| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৭:০৮
সিগন্যাস বলেছেন: নাইজেরিয়ানরা দুঃখকষ্টে দিন কাটায়
২৭ শে জুন, ২০১৮ সকাল ৭:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: কখনো কখনো খনিজ সম্পদ যে অভিশাপে রুপান্তর হয় তার প্রমান নাইজেরিয়া, তেল ও খনিজসম্পদ নাইজেরিয়ার জন্য অভিশাপ । ধন্যবাদ সিগন্যাস ধন্যবাদ আপনার দিন শুরুর কমেন্টে । শুভ সকাল ।
৯| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৭:১৬
সিগন্যাস বলেছেন: আমিতো দিনশুরু করেছি কাওসার ভাইয়ের পোষ্টে কমেন্ট করে
২৭ শে জুন, ২০১৮ সকাল ৭:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: আমার জন্য তো দিন শুরু আপনার কমেন্টে !!!
১০| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহমুদ ভাই রেজাল্ট তো হয়ে গেছে। তবে আফ্রিকান ফুটবলের প্রতি আমারও একটু টান আছে। খুব ছোট বেলায় এমেকা , চিমা ওকেরিরা কলকাতায় খেলতে আসায় মহাদেশের ফুটবলের প্রতি প্রেমে পড়েগেছিলাম। বেশ কয়েকবছর আগে রজারমিল্লার দেশও বেশ কিছুদূর এগিয়েছিল। রসিদি ইয়াকিনির কথা মনে আছে?? পেনাল্টি বক্সে বল পেয়েছেন, ডিফেন্ডার পা জড়িয়ে ধরেছেন, ঐ অবস্থায় দৈত্যাকার চেহারা নিয়ে গোল দিয়ে দিলেন। সেদিন আমার মনে হয়েছিল, যদি গোল না হত তাহলে অবশ্যই নাইজেরিয়া পেনাল্টি পেতো। তবে সে পর্যম্ত অপেক্ষা না করেই ইয়াকিনি গোল দিয়ে দিলেন।
অনেক দিন পরে এসে পোষ্ট। লাইকও দিলাম। শুভ কামন রইল।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, আপনার প্রতিও শুভ কামনা রইলো ।
১১| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: আজ সার্বিয়ার সাথে হারলে বিদায় নিবে ব্রাজিল। আমি চাই ব্রাজিল থাক বিশ্বকাপে৷
Pray for Brazil
৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: ফাইনাল কারা যাবে বোঝা মুশকিল এখনো,
তবে সম্ভবত সেমি ফাইনালে আর্জেন্টিনা, ব্রাজিল, পুর্তুৃগাল আর মেক্সিকো থাকতে পারে।
আর খেলায় ম্যাচ ফিক্সিং হলে নির্ঘাত এ বছর মেক্সিকো অথবা রাশিয়া যাবে ।
১২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০
কাইকর বলেছেন: এমনিতেই এবার বড় বড় দল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। নেদারল্যান্ডস, ইতালি এ ধরনের বড় বড় দল এবার বিশ্বকাপ মঞ্চে নেই। তাই কেমন যেন লাগে। একটু খালি খালি অনুভব হয়। এখন যদি ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়ে যায় প্রথম রাউন্ড থেকেই তাহলে বিশ্বকাপের মজাটাই হয়তো শেষ হয়ে যাবে। যদিও ছোট ছোট দলগুলো তাদের সামর্থ্য দিয়েই উপরে উঠছে। তাদের সাধুবাদ জানাই। ভালো করছে দেখেই পরবর্তীতে রাউন্ডে যেতে পারছে।যে ভালো করবে সেই যাবে এটাই নিয়ম। তবে বড় দলগুলোর জন্য একটু খারাপ লাগে।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ইতালী ঝানু টিম, বিশ্বকাপে কেনো নাই এটা বিড়াট প্রশ্ন ? তবে এবার পুর্তুগাল, মেক্সিকো, রাশিয়া শক্ত খেলা দেবে, আর ম্যাচ ফিক্সিং এর মতো কিছু হলে রাশিয়া বা মেক্সিকো নির্ঘাত কাপ নেবে । জার্মানের বিদায়টা ভালো লাগেনি, জার্মান সম্ভবত এবার বাংলাদেশের ফর্মালিন যুক্ত আম খেয়েছে নির্ঘাত, তা না হলে - আম খেয়ে ঝিমানোর মতো তো কথা না !!!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১:৪৪
রাকু হাসান বলেছেন: ২য় পর্বে যাওয়ার সম্ভবনা আছে যদি না কোন নাটক না হয় । তবে মেসিদের জন্য খারাপ লাগবে । যদিও ব্যক্তিগতভাবে তাদের সমর্থন করি না । নাইজেরিযা গেলেও মাইন্ড করবো না