নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
কি আমি, আমি কে
কি ছিলাম, কি হয়েছি
এই আমি কি সেই আমি
আমিই কি শুরু আমিই কি শেষ
কে আমার, আমি কার
কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার এক কমেন্ট আমার প্রশ্নের কভার ফটো পরিবর্তন হয়ে গেছে, আপনার সাথে আমিও বলতে চাই “WHO AM I” ? আমরা অনাদি অনন্তকাল রহস্যের পেছনে ছুটে মরছি - আসলেই কি রহস্য, নাকি মরিচীকা ?
২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: আচ্ছা, ঠিক আছে কোনো প্রশ্ন করবো না।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: কিন্তু, প্রশ্নের উত্তর বা পাল্টা প্রশ্ন যে খুবই প্রয়োজন ছিলো -----------------------------
৩| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০১
কাওসার চৌধুরী বলেছেন:
গুরু,
আমি তো নিজেকে বায়বীয় পদার্থ মনে করি; সহজ করে বললে, এলিয়েনের মতো কিছু একটা যার কোন দৃষ্টি শক্তি নেই; অন্যের আলোয় চোখের আলো পাই; জন্ম আর মৃত্যুর মাঝামাঝি পৃথিবী নামক গ্রহের ক্ষণিকের অতিথি; যার মনে আবেগ আছে, অভিমান আছে, ভাল লাগা-মন্দ লাগা আছে, স্মৃতি আছে;
মৃত্যুর সাথে সাথে তা মাটির সাথে একাকার হয়ে যায় ।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু, এই কথা কিন্তু আপনাকে অনেক আগেই বলেছি “আপনি মানুষ না” মৃত্যুর সাথে সাথে কাউসার চৌধুরী থাকবে না ! ঠাকুর মাহমুদ ও থাকবে না ! যা থাকবে তার নাম “লাশ” !!! - তাহলে কাউসার চৌধুরী টা কে ? আর ঠাকুর মাহমুদ ই বা কে? কবরে যাকে নেওয়া হচ্ছে এটা তো “লাশ” ??? !!!
৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
আত্মা হল কোন জীবের অংশ যা কোন শরীর নয়। দেহ যখন জীবিত থাকে, তখন এর ভেতরে একটি আত্মা থাকে। আর মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। খ্রিস্টানরা বিশ্বাস করে যে, স্বর্গে এবং নরকে আত্মা বাস করে।
আধ্যাত্মিক বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন যে, আত্মা মানুষের সাথে কথা বলতে পারে এবং পৃথিবীর যে কোন জিনিসকে বদলে দিতে পারে। অনেক ধর্ম এ ধরনের আত্মার সাথে সকল অবস্থায় যোগাযোগ করতে নিষেধ করে; কিন্তু কিছু ধর্ম আবার একে তাদের রীতিনীতির অংশ হিসেবে চর্চা করে।
বিজ্ঞান এর মতে, জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে মস্তিস্কের কার্যক্ষমতা। যতক্ষন আমাদের মস্তিস্ক সঠিক ভাবে কার্যক্ষম থাকে ততক্ষন আমরা আমাদের অস্তিত্বকে অনুভব করতে পারি বা অন্য কথায় নিজেদের জীবিতবোধ করি। একজন মানুষের প্রতিটি অংগ সুস্থ থাকলেও যদি তার মস্তিস্ক ফাংশনাল না হয় তাহলে সে মৃত।
আবার একজন মানুষের সম্পূর্ন শরীর প্যারালাইজড থাকলেও যদি তার মস্তিস্ক মোটামোটিভাবে ক্রিয়াশীল থাকে তাহলে সে তার অস্তিত্ব বুঝতে পারবে।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু, আপনার কি মনে আছে “অনুরোধের আসর” নামে বাংলাদেশ বেতার একটি রেডিও অনুষ্ঠান ছিলো ৮০ এর দশকে ? আপনার কাছে অনুরোধের সংখ্যা আরেকটি বাড়লো - আপনি আত্মা ও জীবন নিয়ে একটি ফিচার লিখবেন - দুঃখজনক, বাংলাদেশে গাণিতিক হারে নাস্তিকতা বাড়ছে, নাস্তিকতা আসলে একটি অসুখ যা হয়তো বা নিরাময় যোগ্য অথবা এইচ বি এস এ জি ভি পজেটিভ / এইচ আই ভি এইডস !!! তারপর ও আমাদের কিছু তো কাজ করতে হবে, সমাজের কাছে দেশের কাছে সর্বোপরি নিজের কাছে কিছু দায়বদ্ধতা আছে, বিশেষ করে আমরা যারা এ্যালিয়েন !!!
৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২
স্রাঞ্জি সে বলেছেন: আমারও একি প্রশ্ন।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে ভাই আপনি কোথায় ? স্রাঞ্জি সে ভাই আপনি কোথায় ? একটা রিক্সা অথবা একটা সিএনজি অথবা একটা টেম্পু নিয়ে এয়ারপোর্টে চলে আসেন । স্রাঞ্জি সে ভাই আপনি কোথায় ? অনেকদিন পর আপনাকে আমার পোষ্টে পেলাম !!!
৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবারে!!!
ভুল করে এ পাড়াতে চলে এসেছি । আমি নিজেই জানিনে আমি কে?
এসে দেখলাম, গুরু শিষ্যের কথোপকথোন। এখন আমি যাই কোথায়?
চলে যাওয়ার উপায় যে নেই। তাহলে তো টেনিসনের লোটাস ইটার্স হতে হয়।
অগত্য আমি ঘুমাতে যাই, যখন আমার বি এম আর শূন্য। সেটাকেই না হয় অর্ধমৃত ধরে কেটে পড়ি।
কিন্তু সেখানেও ঝক্কি আছে। আমাগো কাওসারভাই বলে বসলেন মস্তিষ্ক ক্রীড়াশীল থাকে। তাহলেও
আর বলবো কী। তবে বোধহয় শেষের সে দিনের জন্য অপেক্ষা করতে হবে, যখন বডি ও আত্মা আলাদ হবে।
আসি তাহলে মাহমুদ ভাই। সুখে থাকা চাই চাই।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, সৃষ্টির শুরু থেকে আমরা রহস্যর পেছনে ছুটছি তো ছুটছি - আসলেই কি তা রহস্য নাকি মরিচীকা ? আমি আপনি এই পৃথিবীর তাবত মানুষ কেউই ভালো নেই তারপরও আমরা একে অপরের ভালো কামনা করছি অথবা মন্দটাই কামনা করছি - কিন্তু কেনো ?
৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯
সনেট কবি বলেছেন: সে কথা আমি কেন বলব?
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন: কবি ভাই, প্রশ্নকারী এখন আইসিইউ তে আছেন, আর আপনি বলছেন “কেনো বলবেন” ? যারা স্বপ্ন দেখায় তাদের মধ্যে কি একজন কবি নয় ? সত্য না হোক, স্বপ্নই বলেন !!!
৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
"আপনার কি মনে আছে “অনুরোধের আসর” নামে বাংলাদেশ বেতার একটি রেডিও অনুষ্ঠান ছিলো ৮০ এর দশকে?" আমি তো অনেক পরের প্রজন্ম, গুরু!!!
"আপনি আত্মা ও জীবন নিয়ে একটি ফিচার লিখবেন - দুঃখজনক, বাংলাদেশে গাণিতিক হারে নাস্তিকতা বাড়ছে, নাস্তিকতা আসলে একটি অসুখ যা হয়তো বা নিরাময় যোগ্য অথবা এইচ বি এস এ জি ভি পজেটিভ / এইচ আই ভি এইডস !!! তারপর ও আমাদের কিছু তো কাজ করতে হবে, সমাজের কাছে দেশের কাছে সর্বোপরি নিজের কাছে কিছু দায়বদ্ধতা আছে, বিশেষ করে আমরা যারা এ্যালিয়েন" !!!
গুরু, এ বিষয়টি নিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে লেখালেখি করাটা রিস্ক ; কারণ, আত্মা নিয়ে প্রতিটি ধর্মের আলাদা দৃষ্টিভঙ্গি আছে, আছে নিজেদের মত করে ব্যাখা; এটা মূলত বিশ্বাস নির্ভর। এজন্য বিভিন্ন ধর্মের লোকজন তাদের বিশ্বাসের জায়গা থেকে আত্মা নিয়ে লেখে নিজের ধর্মের দেওয়া যুক্তিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন; এখানে সত্যতা যাচাইয়ের কোন সুযোগ নেই;
অপরদিকে, বিজ্ঞানী ও দার্শনিকরা তাদের চিন্তা চেতনা, অর্জিত গবেষণার ফলাফল এবং জীবন থেকে নেওয়া শিক্ষার আলোকে তা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন; যা এখনও চলমান আছে; কিন্তু সমস্যা হলো তাদের এ দৃষ্টিভঙ্গি যুক্তি নির্ভর; বিশ্বাস নির্ভর নয়
এজন্য নিরপেক্ষ দৃষ্টিতে এ দেশে এ বিষয়টি আলোচনা করা সহজ নয়; আপনি কাউকে খুশি করতে পারবেন না; সবাই চাইবে তার মতো করে বিশ্লেষণ পেতে; যা একজন নিরপেক্ষ লেখকের পক্ষে সম্ভব নয়
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: অর্থাৎ খাবার টেবিলে যিনি কোনোদিন “চামচ, কাঁটা চামচ, চাঁকু” ধরেননি তিনিও এই পোষ্টে সেইসব অস্ত্র হাতে ঝাপিয়ে পরবে ? গুরু, এখন প্রশ্ন করছি তাঁকে “হে পরম করুণাময়, হে বিচার দিনের মালিক, হে পাক পরোয়ার দিগার” আপনি ভালো আছেন তো - কারণ মানুষ নামের যেই জন্তু আপনি তৈরি করেছেন, তা নিয়ে আপনি আর যাই হোক শান্তিতে আছেন মনে হচ্ছে না !!!
৯| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: স্রাঞ্জি সে ভাই আপনি কোথায় ? একটা রিক্সা অথবা একটা সিএনজি অথবা একটা টেম্পু নিয়ে এয়ারপোর্টে চলে আসেন । কেমনে যামু ভাই, রাস্তায়ত ভীষণ জ্যাম। পরে যায়বনি।
স্রাঞ্জি সে ভাই আপনি কোথায় ? অনেকদিন পর আপনাকে আমার পোষ্টে পেলাম !!! ভাই কয়দিন পর আজকের পোষ্ট টা দিচ্ছেন। কন তো???
আপনার খবর ভাল তো ঠাকুরদা????
২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই, ভালো মন্দে ভালো আছি, আপনার উপস্থিতিতে বাংলাদেশের সবার প্রিয় একটি গান আপনাকে উপহার: -
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে লুখিয়েছিলে ওই মুখ।
বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি
কতদুরে যাবে বল
তোমার পথের সাথী হব আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়।
১০| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই প্রশ্নের সঠিক উত্তর কারো জানা থাকলে অবশ্যই বলবেন।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: In the End, we will remember not the words of our enemies, but the silence of our friends. Our lives begin to end the day we become silent about things that matter.
সম্রাট ভাই,
ব্যাক্ষ্যাতীত প্রশ্ন আর ব্যাক্ষ্যাতীত উত্তরের খোঁজে আমরা মরিচীকার পেছনে ছুটছি না তো ???
১১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১১
স্রাঞ্জি সে বলেছেন:
সময় বদলায় মানুষও পালটাই।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: সময় এক ভয়ংকর শ্রোতের নাম - এই শ্রোত থেমে যাওয়ার অর্থ - - -- - - - - --
১২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শিরোনাম প্রশ্ন, কিন্তু লেখাতে তো একটাও প্রশ্নবোধক চিহ্ন(?) নেই!!
কে আমার?
.. আমিই আমার।
আমি কার?
আমার, ও ......
কোথায় ছিলাম?
বাইরে, বাড়ীতে..... স্কুলে.... . হাসপাতালে, মায়ের পেটে......
কোথায় আছি?
রুমে, শুয়ে আছি।
কোথায় যাবো?
কাল উত্তর বঙ্গে যাব, তারপর.... হয়তো বিয়ে..... বুড়ো... কবর......
@লেখক,
আচ্ছা?
কে আমি??
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! ভাই, পুরো লেখাটাই আস্ত একটা প্রশ্নবোধক চিন্হ ! চিড়িয়াখানায় আবদ্ধ পশু পাখির খাঁচায় লেখা থাকে “অমুক” ব্লগে খোলা তাই প্রশ্নবোধক চিন্হ নেই, আমি ভেবেছিলাম সবাই বুঝতে পারবেন - আপনি যে বুঝতে পারবেন না, তা জানা ছিলো না, জানা থাকলে প্রতিটি লাইনে লাইনে প্রশ্নবোধক চিন্হ বসিয়ে যেতাম ।
আপনি কে ? আপনি “পাঠকের প্রতিক্রিয়া ! ” এই লেখায় আপনি ইউনিক মন্তব্য করেছেন, ধন্যবাদ ।
১৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার নাম কি? অরিজিনাল নাম.... ভাইয়ু..
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার নাম ধাম কাম সবই যদি বলতে পারতাম তাহলে তো এতো কষ্ট করে কাজ করতে হতো না, জ্যোতিষ হয়ে আপনার অতীত বর্তমান ভবিষ্যত বলে ফি নিতাম, আপনি আপনার দুই হাত মেলে আমার সামনে বসে থাকতেন - নাকি ?
১৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর মিয়া!
আমি মন্ডল.. (URLদ্যাখেন.)
আপনি কয়দিন ব্লগে ছিলেন না, তাই ব্যাপারটা বুঝতে পারেন নি।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন: নিজাম উদ্দিন মন্ডল ভাই আপনি কোথায় আছেন ? ভাই আপনি কোথায় আছেন ? একটা রিক্সা অথবা একটা সিএনজি অথবা একটা টেম্পু নিয়ে এয়ারপোর্টে চলে আসেন।
১৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
এখন এয়ারপোর্ট থেকে বেশ দুরে আছি। আগামীকাল আরো দুরে যাব। উপরে সেটা লিখেছি। পরে বিস্তারিত জানাবো।
ভালো থাকবেন।
সাবার তোলা ছবি
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: wish you have a safe & happy journey
১৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
বিশাল ল্যাঠা...
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন।
আপন আপন করিস যারে।
সে তো আপন নয়।
ওরে আমার পাগল মন।
শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ তাজমহল
গীতিকারঃ টুলু
বিভাগঃ ব্যান্ড
১৭| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৯
রঞ্জন রয় বলেছেন:
আমি কে...???
প্রশ্নটা চিন্তায় আসলেইই মমনে হয় খুব গভীরে রহস্য লুকিয়ে আছে।
০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি কে...???
১৮| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৫
রঞ্জন রয় বলেছেন:
আমি আগামীর আবর্জনা।
০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: দেশের ভবিষ্যত প্রজন্ম এক ভয়ংকর পথে চলছে যেখানে যাওয়ার পথ আছে ফিরে আসার পথ নাই ।।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫
কাওসার চৌধুরী বলেছেন:
Who am I?
আমি কে ?
বোধ করি এটা পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন। পৃথিবীর কোন বিজ্ঞানী বা দার্শনিকই এখন পর্যন্ত এ প্রশ্নের উত্তর খুঁজে পায়নি । বলা হয় যেদিন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেদিন পৃথিবীতে আর একটাও রহস্য অবশিষ্ট থাকবে না।