নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ছয় মাসের জামিন পেলেন বেগম খালেদা জিয়া
মানহানির অভিযোগে করা দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
বেগম খালেদা জিয়ার জামিন প্রাপ্য ছিলো বেগম খালেদা জিয়া আম জাম যদু মধু নন তিনি কোথাও পালাতে পারবেন না, তাকে জামিন দেওয়া আদালতের কর্তব্য ছিলো, তা পালন করতে সময় লেগেছে দীর্ঘ থেকে দীর্ঘকাল। জঙ্গলে বাঘ পালানোর কোনো জায়গা নেই এটা দেশের জনগণ না বুঝুক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও দেশের রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত “বেগম খালেদা জিয়া বাঘ, বাংলার বাঘ, বাংলাদেশের বাঘ” !!! নদ নদী সাগর মহাসাগরের মতো রাজনীতিতেও জোয়ার ভাটা চলে - কার কোন সময় জোয়ার আসে কার কোন সময় ভাটা আমরা আম জাম পাবলিক বোঝার এবং আমাদের জ্ঞানের বাইরে।।
আমার বেহেস্তবাসী দাদীজান (বেকুব তাহের উদ্দিন ঠাকুরের মাতা) একটি বচন বলতেন: -
হাতীর ও পিছলে পাও
সুজনের ও ডুবে নাও,
তুমি চলো উজানে সখা
আমি চলি নদে
নদ আমার সুজন,
তুমি যেদিন নদে নামবা
নদ হবে দুর্জন !!!
ছবি: দৈনিক কালের কন্ঠ
নিউজ লিংক: দৈনিক কালের কন্ঠ
১৯ শে জুন, ২০১৯ রাত ১২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: না সাহায্যে করবে না। বেগম খালেদা জিয়া জেলখানায় অভ্যস্ত হয়ে গেছেন। আপনি জেলখানায় অভ্যস্ত না !!! চাঁদগাজী ভাই, সময় ভয়ংকার ব্যাপার এক মাঘে শীত যায় না।
২| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল খবরটা জেনে । মাতা বেগম খালেদা জিয়া এবং আপনার জন্য শুভকামনা থাকল ।
১৯ শে জুন, ২০১৯ রাত ১২:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা নিরব শ্রোতা ও দর্শকবৃন্দ। আপনার জন্যও শুভকামনা।
৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার মাঘও ছিলো না, ফাগুনও ছিলো না; ছিলেন ঘরের বউ! উনার বাবাকে মেরে কারা মিষ্টি খেয়েছে, কারা কেক খেয়েছে, তাদের উনি খোঁজ খবর করছেন; আপনার বাবা-মা'কে মেরে কেহ মিষ্টি খেলে, কেক খেলে আপনিও ছাড়তেন না।
১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি সাত সমুদ্র তেরো নদী পার করে দৌড়াতাম তাদের নিয়ে। কারণ আমি আম জাম পাবলিক। কারো কাছে আমার জবাবদিহিতা নাই। কিন্তু আপনি রাষ্ট নায়ক আপনার জবাবদিহিতা আছে অন্তত নিজের কাছে হলেও। হত্যাকারীদের বিচার হয়েছে পলাতকদের আরো বিচার হবে। বেগম খালেদা জিয়া হত্যাকারী না। হুকুমের আসামীও না।
এই জামিন আপনিও চেয়েছিলেন চা্ঁদগাজী ভাই।
৪| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "হত্যাকারীদের বিচার হয়েছে পলাতকদের আরো বিচার হবে। বেগম খালেদা জিয়া হত্যাকারী না। হুকুমের আসামীও না। "
-বেগম জিয়া শেখ সাহেবের মৃত্যু দিবসে কেক খেয়ে কারাবাস অর্জন করেছেন।
১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: এই বিষয়টি আসুন আপাতত বাদ রাখি, ১৫ আগষ্টে খালেদা জিয়ার জন্ম দিন না এটি তিনি অন্যায় করেননি করেছেন পাপ, তবে এই দেশে ১৫ই আগষ্ট অনেকের জন্মদিন। এই দিবস নিয়ে কথা না বলে অন্য বিষয় নিয়ে আসি। কি বলেন - আমি বিএনপি আওয়ামীলীগ জামাত কোনো দলের না।
আমি জানি আওয়ামীলীগ বিএনপি জামাত তিনটি ভগ্নদল মিলে একটি পূর্ণাঙ্গ দল - ১৯৯০ এ তার প্রমাণ পাওয়া গেছে।
৫| ১৯ শে জুন, ২০১৯ রাত ১:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনিও কোন দলের নন, আমিও কোন দলেরকেহ নই; ক্ষমতা আমাদের কেয়ার করে না; আমরা সাক্ষী গোপালেরা। ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের ছিত্র ভাবেন: শেখ হাসিনা বাবা-মায়ের জন্য জার্মানীতে বসে কাঁদছে, ২০১৪ সালে শেখ হাসিনা বিএনপি'কে খড়কুটা ধরায়ে দিয়েছে; এরপরও বেগম জিয়া ১৫ই আগষ্টে কেক কেটেছেন! উনাকে কে সহানুভুতি দেখাবেন?
১৯ শে জুন, ২০১৯ রাত ১:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: কেক কাটার জন্য খালেদা জিয়া যদি অপরাধী হোন তাহলে তাকে ১০০ বছরের কারাদন্ড দিতে হবে সশ্রম কারাদন্ড। তবে মজার বিষয় এই যে, বেগম জিয়ার সাথে নিরপরাধ ফাতেমা মুক্তি পেয়েছে - ফাতেমার জন্য কিছু বলা উচিত, নাকি বলেন?
কেক কাটা নিয়ে খালেদা জিয়া অকথ্য ভাষায় গালী খেয়েছেন - বাংলার মানুষের মুখের ভাষা আপনার জানা। বাসার সামনে ট্রাক বোঝাই বালি নিয়েছেন এই বালি দিয়ে বেগম জিয়া কি করবেন তা তিনিই জানতেন !!! ছেলে হাড়িয়েছেন, আরেক ছেলে দেশান্তরে, এই দেশে মামলার অভাব হবে না স্বাক্ষীরও অভাব হবে না।
৬| ১৯ শে জুন, ২০১৯ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
১৮ কোটীর কেহ প্রতিবাদ করেনি, কেন নিস্ব ফাতেমা, এক অপরাধী মহিলাকে সাহায্য করতে জেলের ভেতর যাচ্ছে! এটা হলো আমাদের জাতি, অমানুষের সমষ্টি: এর মাঝে ড: আলী আকবর খান আছেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ আছেন, ঢাকা ইউনিভার্সিটির ১৪০০ পিএইচডি আছেন, ড: ইউনুস আছেন।
১৯ শে জুন, ২০১৯ রাত ২:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: এইবার হয়েছে কমেন্ট, এখন ফিরে পেয়েছি আমাদের চাঁদগাজী ভাই, আমি এতোক্ষন এই কমেন্টের জন্য অপেক্ষা করছিলাম যা আপনি দিনের পর দিন ফাতেমার জন্য লিখেছেন। ফাতেমার জন্য আদালত কি করবে ? তাকে কি আদালত-সরকার-দেশ ন্যায় বিচার দেবে? তার সংসার তার বাড়ী ঘর তার জেল জীবন সাভাবিক জীবনে ফিরিয়ে দিবে ?
৭| ১৯ শে জুন, ২০১৯ রাত ৩:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আদালত অন্ধ,
আমরা মানুষ ভিন্ন ভিন্ন কৌশলে মামলা সাজাই,
পালের বাতাস বুঝে সাজানো হয় তা
দেখেই তো বিচার । অপরাধী বেকসুর খালাস , ফুলের মতো পবিত্র
আর গরীব নিরাপরাধ তার দ্বায় বহন করে চলি ।
১৯ শে জুন, ২০১৯ রাত ৩:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: উপায় নাই গোলাম হোসেন
- সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ
৮| ১৯ শে জুন, ২০১৯ ভোর ৪:২১
বিলুনী বলেছেন: গতকাল সরকারের একজন মন্ত্রী ও দলের সবধারন সম্পাদকের কথায় ধারনা হচ্ছিল যে আজ হয়ত খালেদা জিয়া জামীন পাবে, হলও তাই । বিষয় কি কিছু বুঝা গেল !! তারা হয়তবা ধরে নিয়েছে ধুরা সাপের বিষ নাই, তাই একে খাচায় রেখে লাভ নাই । বিএনপি নেতৃত্বের বর্তমান কাজকাম দেখে মনে হচ্ছে তারা এখন সরকারের পোষা বিরোধি দলে পরিনত , যা কিছু কার্যকলাপ তাতো শুধু সংঙবাদিক সন্মেলনেই সীমিত । তাই ধারনা করছি বেগম জিয়া জামিনে মুক্ত হবেই, সরকার তেমন প্যাচগোচ মারবেনা।তাকে জেলে রেখে শুধু শুধু আন্দোলনের একটা সুযোগ কেন তারা দিবে । জিয়ার মুক্তি ছাড়া তাদেরতো আর কোন রাজনৈতিক ইস্যু নেই । বিএনপি সংসদেও গিয়াছে শুধু খালেদা জিয়ার মুক্তির জন্যই । খালেদা জেল হতে জামিনে মুক্ত হলে তাদের আন্দোলনের এজন্ডোও শেষ । ডাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার হয়ে জেলের বাইরে থেকে খালেদাও তেমন আর কি করবেন । যাহোক, আমজনতা হিসাবে এখন আমাদের দেখার পালা , জমে কেমন খেলা । তবে ভাল লাগবে নিরাপরাধ ফাতেমা যদি মুক্তি পায় তার বন্দী দশা হতে ।
১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: বেগম খালেদা জিয়ার জামিন প্রাপ্য ছিলো তিনি পেয়েছেন তবে অনেক অনেক অশান্তী ও কয়েদী জীবন ভোগ করে।
৯| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:২০
ল বলেছেন: দাদীজানের সহ সকল মানব মানবীদের জন্য দোয়া করি!!
বনের বাঘে খায় না মনের বাঘে খায়!! শুনেছেন তো!!!
১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: লতিফ ভাই, আমার দাদীজানদের মতো বড় মনের মানুষ এতো জ্ঞানি মানুষ আমি আমার জীবনে দেখিনি, অথচ কেউ কোনোদিন স্কুল শিক্ষা পায়নি, বাড়িতে কোরান পড়েছেন তাও আরবী, তাতে বাংলা জ্ঞান এমন হবার কথা না। আমি বিস্তারিত গল্প একদিন লিখবো।
১০| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৩৩
রাজীব নুর বলেছেন: তাই নাকি???
১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন: নিউজ দেখে দেখে এতো বিরক্ত হয়েছি যে প্রয়োজনীয় নিউজ দেখাও আমারা ছেড়ে দিয়েছি। কথা সত্যি বেগম জিয়া আপাততত ছয় মাসের জন্য মুক্ত।
১১| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৩৩
রাজীব নুর বলেছেন: তাই নাকি???
১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন: নিউজ দেখে দেখে এতো বিরক্ত হয়েছি যে প্রয়োজনীয় নিউজ দেখাও আমারা ছেড়ে দিয়েছি। কথা সত্যি বেগম জিয়া আপাততত ছয় মাসের জন্য মুক্ত।
১২| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় গুরুজি,
একটা দেশের নিজস্ব বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানাই। সংগত কারণে পোস্ট সম্পর্ক আর কিছু বলাটা নিজের এক্তিয়ার বহির্ভূত বলেই মনে হচ্ছে।
তবে দাদীজানের বচনে আনন্দ পেলাম। পুরানো মানুষেরা অত্যন্ত সরল ভাবে খাঁটি কথাই বলতেন।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় গুরুজিকে।
১৯ শে জুন, ২০১৯ রাত ৯:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: দাদীজানদের নিয়ে আমি বিস্তারিত লিখবো।
১৩| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৫৩
ঘূণে পোকা বলেছেন: বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা ঢাল নাই তলোয়ার নাই সাহসী কর্মী নাই, নিধিরাম সর্দার এর মত(উক্তিটা অরাজনৈতিক ও কমেন্টসকারীর ব্যক্তিগত) তাই তাকে জেলে রাখাও যা বাইরে রাখাও তা। শুধু শুধু জেলে রেখে জনগনের কাছে ইমোশোনাল হিরো বানিয়ে রাখা!
১৯ শে জুন, ২০১৯ রাত ৯:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: ১০০ তে ১০০ সত্য “ঢাল নাই তালোয়ার নাই নিধিরাম সর্দার”।
১৪| ১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার বয়স হয়েছে। জামিন হলে অবসরে চলে যাওয়া উচিত।
১৯ শে জুন, ২০১৯ রাত ৯:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: চাকুরীতে রিটায়ারমেন্ট আছে, রাজনীতি আর চুরিতে রিটায়ারমেন্ট নাই।
১৫| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: আপনার শ্রদ্ধেয়া, বিদুষী দাদীজান সম্পর্কে আরও জানতে চাই। আরো লিখুন।
১৯ শে জুন, ২০১৯ রাত ৯:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: খায়রুল আহসান ভাই, আমার দাদীজান ছিলেন নিরক্ষর, তিনি আরবী পড়তে পারতেন তবে লিখতে পারতেন কিনা আমার জানা নেই। আমার কর্মজীবনে যেখানে যতো সেমিনার মিটিং কনফারেন্সে গিয়েছি বড় বড় মানুষের কথা শুনে মনে হয়েছে এই কথাগুলো আমার দাদীজান ৫০ বছর আগে আমাদের বলেছেন।
আমার একজন দাদীজানের নাম ছিলো ওমরাহ আমল (আমার দাদার ফুফাতো বোন)
ভালো কাজ করতে হয় নারে বেটা,
ভালো কাজ করার চিন্তা করাটাও ভালো কাজ ভাবিস।
খারাপ কাজও করতে হয় না বেটা,
খারাপ কাজ করার চিন্তা করাটাও খারাপ কাজ মনে করিস।
- ওমরাহ আমল (আমার বেহেস্তবাসী দাদীজান)*** **
১৬| ২০ শে জুন, ২০১৯ রাত ১২:১২
নাসির ইয়ামান বলেছেন: বিএনপি,আওয়ামিলীগ,জামাত বাদে কোনো কথা থাকলে বলেন!
২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আমার ব্লগ হয়তো আপনি প্রথম পড়েছেন, আর দুই একটি পোষ্ট পড়া থাকলে বুঝতে পারতেন বিএনপি আওয়ামীলীগ জামাতকে আমি ঘৃণা করি। এই তিনটি ভগ্ন দল মিলে একটি পূর্ণাঙ্গ দল।
১৭| ২০ শে জুন, ২০১৯ রাত ১:৫৩
ভবিষ্যত বলেছেন: কি আর হবে জামিন দিয়া.... উনার উচিত রাজনিতি ছাইড়া..লন্ডনে গিয়া একটু আরাম আয়েশে করা..মেলা তো হলো....কোন কিছুই তো আর আল হলো... বাংলাদেশ আমাগো প্রধানমন্ত্রীর... এদেশে আগামী ১০০ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে...
২০ শে জুন, ২০১৯ সকাল ১১:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: চাকুরীতে রিটায়ারমেন্ট আছে, রাজনীতি আর চুরিতে রিটায়ারমেন্ট নাই। উনি চাইলেও রিটায়ারমেন্ট নিতে পারবেন না, তার নিজের দলও তাকে দেবেনা, দেশের ভিন্নদলগুলো তাকে রিটায়ারমেন্ট দেবেনা, লন্ডন কেনো তিনি মরে গেলেও তার নাম নিয়ে টানা হেছড়া চলবে। সাথে থাকুন - ব্লগে আকাল চলছে।
১৮| ২০ শে জুন, ২০১৯ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: এতটুকু বলতে চাই...জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড....
রাজনীতিবিদদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিৎ ....
২০ শে জুন, ২০১৯ সকাল ১১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: রাজনীতিবিদদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিৎ ....
চোর চাট্টার দেশে এই আশা কিভাবে করি ? দেশ স্বাধীন হওয়ার পর থেকে স্বপ্ন দেখছি সুন্দর একটি দেশ হবে, এখন আর স্বপ্ন দেখি না। ব্যাপারটা হয়েছে এমন “চাচা আপান প্রাণ বাাঁচা” অথবা “নিজে বাঁচলে বাপের নাম”
বাংলাদেশ এটা কোন দেশে কি দেশ ? ও হ্যা মনে পড়েছে এই দেশের একটি ক্রিকেট দল আছে ভালো ক্রিকেট খেলেছে।
১৯| ২০ শে জুন, ২০১৯ সকাল ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: দেশ না ছাড়ার সম্ভাবনার ভিত্তিতে যদি বাংলাদেশে রাজনীতিবিদদের তালিকা করা হয় খালেদা জিয়া এক নম্বরে থাকবেন।
২০ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: কমেন্টে +++ +++ +++
বেগম খালেদা জিয়া তাহলে সত্যি সত্যি দেশকে ভালোবাসেন এটি নিশ্চিত।
২০| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাবা-মা'কে মেরে কেহ মিষ্টি খেলে, কেক খেলে আপনিও ছাড়তেন না। (৩ নং মন্তব্য)
যারা মিষ্টি খেয়েছে, ট্যাঙ্কে উঠে নাচানাচি কিংবা চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছে 'উনি' কিন্তু তাদের পুরস্কৃত করেছেন।
২০ শে জুন, ২০১৯ রাত ১১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার জামিনের জন্য চাঁদগাজী ভাই সবচেয়ে বেশী পোষ্ট দিয়েছেন। চাঁদগাজী ভাইকে ভুল বোঝার কোনো অবকাশ নাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
উনি যদি সবগুলো মামলায় জামিন পেয়ে যান; এসব জামিন উনাকে কোনভাবে সাহায্য করবে?