নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে আগুন
কাঁচাবাজারে আগুন
ভোজ্য তৈলেও আগুন
আমরা চুপ থাকি।
জ্বালানী তৈলে দাবানল হয়ে আগুন ছড়িয়ে পরে
আমরা চুপ থাকি বাবা, আমরা চুপ আছি।
চাল আটা, পেঁয়াজ রসুন আদা, পান সুপারি সাদা
মাছ মাংস আধা - আগুন আর আগুন
আমরা চুপ থাকি।
বাক স্বাধীনতায় আগুন, ব্যক্তিস্বাধীনতায় আগুন
প্রেমের বাজারেও আগুন আর আগুন
আমরা চুপ থাকি বাবা, আমরা চুপ আছি।
মধ্যরাতে টিভির টকশো’তে
মেক আপ করা ঝুলে পরা চামড়া
বুড়া ধামড়া আর বুড়া ধামড়ির
অম্ল মধুর কথায়ও আগুন
দেশ উদ্ধার হয়, জাতি উদ্ধার হয়
শুধু বিবেকটি মরে পরে থাকে কোথাও!
আজন্ম আমরা চুপ ছিলাম,
আমরা চুপ আছি,
আমরা চুপ থাকবো চিরোকাল,
এটিই আমাদের স্বাধীনতা, অবাক স্বাধীনতা!
উপসংহার: বাজার দর! অনিয়ন্ত্রিত নিত্য প্রয়োজনীয় বাজার আমাদের গলধঃকরণ করতে হচ্ছে। সমাজে বসবাস করতে হলে এইসব আমাদের গলধঃকরণ করতেই হবে। কিছু্ই বলা যাবে না, শুধু গিলে যেতে হবে। এটিই আমাদের মহান স্বাধীনতা, আমাদের অবাক স্বাধীনতা।
প্রচ্ছদ: নিজের তৈরি।
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
তিক্ত কবিতা লিখতে পেরেছি? তাহলে কবিতা লেখা স্বার্থক। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২০
সোনাগাজী বলেছেন:
আমাদের শিক্ষিতরা আমাদের জাতিকে বিশ্বের অন্যদের সাথে তাল মিলিয়ে চলার জন্য তৈরি করতে চায়নি; সবাই চেয়েছে শুধু নিজের পরিবার ভালো করুক।
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার মাঝে মাঝে সন্দেহ হয় শিক্ষিত আসলে কাকে বলে, শিক্ষিতের টার্মস এন্ড কন্ডিশান কি বা কেমন হওয়া উচিত? যারা শুধু নিজের পরিবার ভালো রাখতে চেয়েছে তাদের পরিবার দেখে হতাশ হতে হয়। তাদের জন্য করুণা করতে কৃপণতা হয়।
আগামীতে আরোও খারাপ সময় আসবে।
৩| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫৯
কামাল৮০ বলেছেন: শিক্ষিত তাঁরাই যারা পরের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করতে পারে।নিজের উপর যা প্রয়োগ হলে দুঃখ পায় পরের উপর তা যেনো প্রয়োগ না করে।
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিশ্বের ইতিহাসে মানুষ মানুষকে যেভাবে কারণে অকারণে হত্যা করেছে। প্রতারিত করেছে, হিংসা বিদ্বেষ লোভ লালসা করেছে - এখন প্রাণী হিসেবে মানুষকে বুদ্ধিমান প্রাণী সহ শিক্ষিত হিসেবে ভাবতেও চিন্তা করতে হবে।
৪| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ২:৪৪
কামাল৮০ বলেছেন: ধর্মের কারনেই মানুষ মানুষকে হত্যা করেছে সবথেকে বেশি।যার কোন বস্তুগত লাভের কারন নাই।মানুষ ধীরে ধীরে সভ্য হচ্ছে, হানাহানী হত্যাকাণ্ড কমছে।ইউরোপ এক সময় হত্যা কান্ডে লিপ্ত ছিল এখন অনেক কমেছে।
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধর্মে কতোটুকু সভ্যতা এসেছে তা অনেক অনেক বিতর্কের বিষয় তবে ধর্মে রাজনীতি আছে রাজ্য দখলের, লুটতরাজের আর মানুষ হত্যার রাজনীতি।
৫| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৩৪
শেরজা তপন বলেছেন: মধ্যরাতে টিভির টকশো’তে
মেক আপ করা ঝুলে পরা চামড়া
বুড়া ধামড়া আর বুড়া ধামড়ির
অম্ল মধুর কথায়ও আগুন
~ দারুন বলেছেন।
একদম সময়োপযোগী লেখা। অবস্থা ভয়াবহ- এর উপরে প্রধানমন্ত্রী স্বয়ং প্রতিদিন ভয় দেখাচ্ছেন। আমরা যাব কোথায়??? আর কতদিন সবাই চুপ থাকবে। সরকারি দলের তৃনমুল নেতা নেত্রীরাই চরম বিরক্ত!!
সবার বুকে আগুন জ্বলছে। না জানি কি বিস্ফোরণ হয়
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার মাঝে মাঝে মনে হয় মধ্যেরাতের টকশো’তে যারা উপস্থিত হোন তাদের হয়তো নূন্যতম লজ্জাবোধ বিষয়টি নেই। এই হাভাতে বাঙালি কাঙালির মতো ভাতের সাথে লজ্জাবোধ গাপ করে দিয়েছে।
চিন্তা করবেন না। বিস্ফোরণ দেখে যেতে পারবেন।
৬| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৭
বাংলার এয়ানা বলেছেন:
পত্রিকা ও খবরে আমরা এখন উন্নত দেশ
তাতেই ধামড়া ধ্মড়ির চামড়া টান টান
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধামড়া ধামড়িদের এই দেশের মাটিতেই বিচার হবে। বিচার প্রক্রিয়া চালু থাকবে।
৭| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৪
জুল ভার্ন বলেছেন: সৃষ্টিকর্তা সবাইকে দেখার চোখ দিয়েছেন, শোনার কান দিয়েছেন, বলার মুখ দিয়েছেন, কিন্তু ক্ষমতা আর সম্পদ দিয়েছেন- মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। ক্ষমতাহীন, অসহায় মানুষদের বোধ বা বিবেচনা দিয়েছেন তা শুধুমাত্র সহ্য করার জন্য......আমরা সহ্য করতে করতে পটল তুলবো!
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
সৃষ্টিকর্তা চোখ দিয়েছেন দুইটি যাতে বেশী দেখি, কান দিয়েছেন দুইটি যাতে বেশী শুনি, নাক দিয়েছেন দুইটি যাতে বেশী করে ঘ্রাণ নিতে পারি। হাত পা ও দিয়েছেন দুইটি করে যাতে কাজ কর্মও বেশী বেশী করে করতে পারি। কিন্তু মুখ দিয়েছেন একটি যাতে কথা কম বলি। - সৃষ্টিকর্তা জানতেন পরিস্থিতি আমরাই খারাপ করবো।
৮| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সময়োপযোগী কবিতা। এই কবিতা পড়ে অনেকেই বেজার হবে।
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমরা সময়ের কাছে বন্দি। আমরা বন্দি পরিবেশ পরিস্থিতি ও সমাজের কাছেও। সময়ের জন্য সবাই অপেক্ষা করেন, আমরাও সময়ের দিকে তাকিয়ে আছি।
৯| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গণমানুষের কবিতা পড়লাম !
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধন্যবাদ, সমর্থন পেলে লেখালেখি করে আনন্দ পাওয়া যায়, উৎসাহ পাওয়া যায়।
১০| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: " চুপ চুপ চপ,
অনামিকা (আমজনতা) চুপ,
কতা ( আওয়াজ করেনা) বলেনা।
দাম বাড়বে, মার খাবে
আওয়াজ করেনা " । -- খবরদার কইলাম ।
আওয়াজ করছিস ত --------------------------
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমরা সময়ের কাছে বন্দি। আমরা বন্দি পরিবেশ পরিস্থিতি ও সমাজের কাছেও। সময়ের জন্য সবাই অপেক্ষা করেন, আমরাও সময়ের দিকে তাকিয়ে আছি। এছাড়া আর কিইবা করার আছে?
১১| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: দেশের বেশির ভাগ মানুষ কষ্টে আছে। আমিও কষ্টে আছি।
২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমিও কষ্টে আছি। সমগ্র বাংলাদেশীর অবস্থা এখন - সুবোধ তুই পালিয়ে যা অথবা কষ্টে আছি আইজুদ্দিন!
১২| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৯
নীল আকাশ বলেছেন: আল্লাহর রহমতে আমি অনেক ভালো একটা চাকুরি করি। প্রতিবারই বাজার করে ফেরার পথে রিকশায় বসে চিন্তা করি এইসব গরীব রিকসাওয়ালার কীভাবে এখনো বেঁচে আছে এই অসভ্য বর্বর দেশে।
যেই দেশে ১০ টাকার চাল খাওয়ানোর কথা বলে আম জনতাকে এখন ৭৫~ ৮০ টাকার চাল খাওয়াচ্ছে।
এইসব ভার্চুয়াল উন্নয়নের মুখে আমি ..তে দেই। ১৯৭২ সাল থেকে এভাবেই রাজনীতিবিদরা আমাদের ঠকিয়ে আসছে।
আর আমরা আমজনতারা দিনের পর দিন আতংকে ভয়ে ঠকে যাচ্ছি।
শুভ কামনা।
২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশ আজও স্বাধীন হতে পারেনি। স্বাধীন হতে পারেনি দেশের সাধারণ জনগণও । এই দেশের মানুষ বৃটিশ আমলে নিপীড়িত ছিলো, পাকিস্তান আমলে নিপীড়িত ছিলো - আজও নিপীড়িত আছে। কঙ্গো ঘানা মোজাম্বিক আর বাংলাদেশের মধ্য খুব একটি পার্থক্য নেই। পোস্টে মন্তব্য ও প্লাসে খুবই ভালো লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ।
১৩| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৮
রানার ব্লগ বলেছেন: স্ববাক স্বাধীনতা। ক্ষেত্রবিশেষে নিশ্চুপ।
২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
সুবোধ নামক আহাম্মক এই দেশ ছেড়ে অনেক অনেক আগে পালিয়ে গিয়েছে।
১৪| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
"স্বাধীনতা" অবাক করার মতো কোন চা্ওয়া নয় বরং পেয়ে্ও ধরে রাখতে না পারাতে এটাই আমাদের দেশে অবাক করার মতো কিছু।
কারন আপনিই বলেছেন - আমাদের দেশ আজও স্বাধীন হতে পারেনি। স্বাধীন হতে পারেনি দেশের সাধারণ জনগণও । এই দেশের মানুষ বৃটিশ আমলে নিপীড়িত ছিলো, পাকিস্তান আমলে নিপীড়িত ছিলো - আজও নিপীড়িত আছে।
কেন যে আছে সেটাই অবাক করার মতো ! ফুঁসে উঠছেনা কেউই................
২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আহমেদ জী এস ভাই, আপনি হয়তো জানেন না, আমি আপনার মন্তব্যর জন্য অপেক্ষোয় ছিলাম। অনেক কিছুই লিখতে ইচ্ছে করে কিন্তু পরক্ষণেই মনে হয় - যদি কোনো দিন সময় আসে, সময় হয় তখন নাহয় লিখবো। আজ নয়, আজ থাকুক।
আসলেই অবাক করার মতোই বটে! তবে প্রতিটি মানুষ নিজ নিজ জীবনের জন্য ভয় করেন। পরিবার পরিজনের জন্য ভয় করেন। - আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। পোস্টে আপনাকে পেয়ে বেশ ভালো লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ।
১৫| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা পৃথিবীর অর্থনীতি ভারসাম্য হীন করে তুলেছে। এর থেকে উত্তরণ হবে কবে?
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপাতত উত্তেরণের পথ নেই। এখন নিচে ধাবিত হচ্ছে। এক সময় আর নিচে নামতে পারবে না তখন থেমে যাবে। তারপর স্বাভাবিক ভাবেই সকল দেশের উত্তরণ শুরু হবে।
তবে ইউক্রেন দেশটি ইরাক সিরিয়ার মতো অভিশপ্ত হওয়ার সম্ভবনা আছে।
১৬| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৫
মোগল সম্রাট বলেছেন:
পৃথিবীতে স্বাধীনতা বলতে কিছু নাই। যেটা আছে সেটা বায়বীয়
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
চিরো সবুজ নায়ক জাফর ইকবাল ভাইয়ের গাওয়া একটি গান “প্রেম বলে কিছু নেই” পরবর্তীতে শিল্পী সুবীর নন্দী গানটি গেয়েছেন। ঠিক তেমনই আমাদের বলতে হয় “স্বাধীনতা বলে কিছু নেই”।
আপনাকে অশেষ ধন্যবাদ।
১৭| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৬
খায়রুল আহসান বলেছেন: "শুধু বিবেকটি মরে পড়ে থাকে কোথাও" - চুপ! এসব কথা বলতে নেই। দেশে এখন 'গণতন্ত্র' চলছে! গণতন্ত্রের আগুনে ফোস্কা পড়ে গেলেও চুপ থাকতে হবে!
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
"শুধু বিবেকটি মরে পড়ে থাকে কোথাও" - আমার মনে হয় আমরা টাইম মেশিনে করে ইংরেজ শাসনামলে প্রবেশ করছি। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতাখানির রস আস্বাদন করিতে ব্যর্থ হইলাম, বরং তিক্তার স্বাদ পাইলাম।