নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

COUP - ক্যু

০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৬



পাকিস্তানের মতো দেশগুলো সরকার গঠন করে সামরিক বাহিনীকে সাথে নিয়ে। সাধারণ জনগণকে নিপিরণ করতে সরকার ও সরকার সমর্থকগণ সামরিক বাহিনীকে কালো শক্তি হিসেবে ব্যবহার করে। এক সময় মাংস শেষ হয়! তখন হাড় হাড্ডি ভাগাভাগি নিয়ে ডাস্টবিনের কুকুরের মতো সরকার, সরকার দল ও সামরিক বাহিনীর লড়াই শুরু হয় - একে আমরা COUP ক্যু বলে থাকি। - এতে করে দেশের, জনগণের যতো ক্ষতি হবে হোক! হাড় হাড্ডি আর বেঁচে যাওয়া মাংসের দখল নিতে হবে। ক্ষমতার লোভ লালসা, জনগণের টাকার প্রতি লোভ লালসা - ভয়ংকর! আগ্নেয়গিরির আগুনের চেয়েও ভয়ংকর!

সরকারগুলো কেনো সামরিক বাহিনী লালন পালন করেন? - তার উত্তর লিখতে বিশাল বিশাল থিসিস লিখার প্রয়োজন নেই। কপিপেস্ট করার প্রয়োজন নেই। ইন্টারনেট থেকে গুগল অনুবাদ করে বড় বড় ফিচার প্রবন্ধ লিখে অকারণ ব্লগ সার্ভার জ্যাম করে এতো মহাজ্ঞানী মহাজন সাজারও কোনো প্রয়োজন নেই।

যারা সময় দেখেছেন তাঁরা জানেন। তারপরও যারা জানেন না। তাঁদের আর জানার প্রয়োজন নেই। সময় ঘড়ির কাটার মতো ঘূর্ণায়মান। - অতীতে যা হয়েছে ভবিষ্যতে তা আরোও হবে; - বার বার হবে। যাদের অতীত মনে নেই অথবা বয়সের কারণে অতীত দেখার সুযোগ হয়নি - আশা করছি, তাঁরা ভবিষ্যতে কিছু না কিছু দেখার সুযোগ পাবেন, জানার সুযোগ পাবেন।

ইরাক লিবিয়া পতন ও বার্মা পাকিস্তান আফগান থেকে আমরা চাইলে কিছু সুশিক্ষা নিতে পারি।

সবাইকে ধন্যবাদ।




ছবি সূত্র: Myanmar's Killing Fields




মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মনে হয়, সরকারী চাকুরী থেকে অবসর নেয়ার ১০ বছর পরে রাজনীতিতে অংশগ্রহণ করার অনুমতির বিধান রাখা উচিৎ।

০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



সরাকরি চাকরিতে অধিকাংশ মানুষ লোভ লালসা রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই সরকারি চাকরিজীবীদের রাজনীতি থেকে দূরে রাখা উচিত।

লোভ লালসা ও প্রেমরোগ থেকে দূরে রাখার একমাত্র মহাষৌধ পহাড়ি বেতের মাইর। বিশেষ করে বুড়াবাম গুলো যখন প্রেমে হাবুডুবু খাবে, তাদের ধরে মাটি কাটা কাজে লাগাতে হবে। - সময় ও সুযোগ করে আমি এই বিষয়ে বিস্তারিত লিখবো।

২| ০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন:
সরাকরি চাকরিতে অধিকাংশ মানুষ লোভ লালসা রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই সরকারি চাকরিজীবীদের রাজনীতি থেকে দূরে রাখা উচিত।

লোভ লালসা ও প্রেমরোগ থেকে দূরে রাখার একমাত্র মহাষৌধ পহাড়ি বেতের মাইর। বিশেষ করে বুড়াবাম গুলো যখন প্রেমে হাবুডুবু খাবে, তাদের ধরে মাটি কাটা কাজে লাগাতে হবে। - সময় ও সুযোগ করে আমি এই বিষয়ে বিস্তারিত লিখবো।
=========================================

জনাব, বাংলাদেশে কি সোভিয়েত ইউনিয়নের মতো লেবার ক্যাম্প বানাতে চান? :)

০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



সত্যপথিক শাইয়্যান বলেছেন: একজন সেনা সদস্য সব দায়িত্ব পালন করতে পারবে, কিন্তু, রাজনীতি করতে পারবে না কেন?

যিনি ক্ষমতার শক্তি সম্পর্কে জানেন তিনি কখনো ক্ষমতা অপব্যবহার করবেন না। দুঃখজনক হলেও সত্য সামরিক বাহিনী থেকে যারা ক্ষমতা দখল করেছিলেন তারা বুঝতে পারেননি ক্ষমতার লোভ শুধু তাঁর একার নয়। ক্ষমতার লোভ লালসা আরোও অনেকের আছে। যারা তাঁর পাশেই সহসঙ্গী হিসেবে আছেন। আর তাঁরাই তাঁকে একদিন কবরে পাঠাবে।

৩| ০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

ক্যু' তাহলে অতীতের সেই মিথলজির ফিনিক্স পাখি।কখনো মরবে না, সবাইকে দেখা দিয়ে যাবে।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ঐ যে লিখেছি, সময় ঘড়ির কাটার মতো ঘূর্ণায়মান! সবাইকে দেখা দিবে।

৪| ০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২১

শাওন আহমাদ বলেছেন: ক্ষমতার লোভ, টাকার লোভ সত্যি ভয়ংকর!

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



লোভ লালসা মানুষকে পশুতে রূপান্তর করে। মানুষ আর পশুতে আর কোনো ভেদাভেদ থাকে না। এইসব ভয়ংকর বিষয়গুলো দীঘদিন ধরে দেখে আসছি।



৫| ০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশে আর কখনো ক্যু হবে?

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



লোভী ও জুয়ারীদের উপর ভরসা করা বিপদ জনক ।


৬| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

একটি দেশের সেনাবাহিনী বা আর্মড ফোর্সেস দেশের অন্যান্য বাহিনীর মত একটি রাষ্ট্রীয় বেতন ভুক্ত বাহিনী। এদের প্রধান কাজ সরকারি নির্দেশ মোতাবেক বহি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা।

কিন্তু বাংলাদেশ পাকিস্তান প্রভৃতি দেশে এদেরকে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী বা মহান সেনাবাহিনী। যে কারণে এদেশের বাহিনী সমূহ সুশৃংখল পেশাদার বাহিনী হতে পারে না।

কিন্তু উন্নত দেশে এমনকি আমাদের পাশের দেশ ভারত বা নেপালেও সব বাহিনীর চেইন অফ কমান্ড অটুট সুশৃংখল। ওদের কঠিন চেইন অব কমান্ডই প্রমাণ করে সে মহান সে দেশ প্রেমিক।
কমান্ড ঠিক থাকায় ওরা স্থানীয় রাজনীতিতে নাক গলাতে পারে না।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



খুব ভালো কথা লিখেছেন। বাড়ি করার জন্য প্লট নিতে নিতে এরা এক সময় সমগ্র দেশ খেয়ে নিবে।

৭| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩

কামাল১৮ বলেছেন: আমাদের দুর্ভাগ্য হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না।এমন কি বর্তমান থেকেও না।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



জাতি হিসেবে আমরা অশিক্ষিত জাতি। জজ ব্যারিস্টার হয়েও আমরা অশিক্ষিত রয়ে গিয়েছি।

৮| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার ছবির অর্থ মনে হয় অআমি কিছুটা বুঝেছি।

ক্ষমতার প্রশ্নে 'অগ্নিনারী' এবং সামরিক বাহিনী সবাই এক কাতারে।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



মনে হচ্ছে “আমাদের সিলেট” - আমাকে অতি দ্রুত লিখতে হবে। প্রতি মন্তব্যে কি যেনো লিখেন? - ধন্যবাদ নিরন্তর? আপনাকে ধন্যবাদ নিরন্তর।

৯| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নিয়োগ দিলে কেমন হয়? দেশ পরিচালনার মত গুরুদয়িত্ব এদেশের মানুষের দ্বারা সম্ভব নয়, গত ৫০ বছরে পারেনি আর পারবেও না অথচ এই সময়ে অন্যন্য অনেক দেশ এগিয়ে গিয়েছে আর আমরা পিছু হাঁটছি। আমি চাই বিদেশীরা একটু এই দেশটাকে ঠিকঠাক করে দিয়ে যাক, তাদের যত বেতন, সুযোগ সুবিধা লাগে দেশের জননগণ দিবে।

১০ ই জুন, ২০২৩ রাত ১২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভীন দেশীরা বাংলাদেশে নানান সেক্টরে কাজ করছেন। কিন্তু সরাসরি সরকারে নেওয়া যাবে না। তাহলে আবার ব্রিটিশ উপনিবেশ দেশে রূপান্তর হবে। নিজেদের ঘর নিজেদের সামলাতে হবে, উপযোগী যোগ্য, নির্লোভ নিঃস্বার্থ হতে হবে নয়তো আজীবন অভাব অনটন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ ভ্যাট ট্যাক্সের যাতাকলে পিশতে হবে। - গত ৫২ বছর ধরে তাই হয়ে আসছে।

১০| ১০ ই জুন, ২০২৩ রাত ১২:৫২

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,



এক সময় মাংস শেষ হয়! তখন হাড় হাড্ডি ভাগাভাগি নিয়ে ডাস্টবিনের কুকুরের মতো সরকার, সরকার দল ও সামরিক বাহিনীর লড়াই শুরু হয় - একে আমরা COUP ক্যু বলে থাকি। -

কিন্তু তার আগে মাংশগুলো শেষ করে কারা ? :(

১০ ই জুন, ২০২৩ রাত ১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



কোনো একটি শক্তিশালী দল সরকার গঠন করতে সামরিক বাহিনীর সাথে নানান শর্তে (***অফার প্রাপ্তির শর্ত সাপেক্ষে***) সরকার গঠন করে। সেই সরকারি মহলটি হয় সম্পূর্ণ East India Co. আদলে। এই East India Co. পূর্ব পরিকল্পিত শর্তে কামড়ে কামড়ে চেটেপুটে মাংস খায়। এক সময় যখন মাংস শেষ হয়ে আসে তখন শুরু হয় অফার প্রাপ্তির শর্ত নিয়ে টানাটানি। আর এই টানাটানি থেকে রক্তারক্তি খুনাখুনি। ক্যু - THE COUP

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

১১| ১০ ই জুন, ২০২৩ ভোর ৪:০৪

হাসান জামাল গোলাপ বলেছেন: ছোট থাকলেও ৭৩ সন থেকে দেশের রাজনীতি দেখে আসছি। History repeats itself, শুধু ফর্ম বদলায়, আসে ভিন্ন আঙ্গিকে। খুঁজে ফিরি আমরা স‌ভ্য জাতি হবার হিসাবে বিবর্তনের কোন স্তরে আছি।

১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। আমরা মনে হয় এমন দেশ চাইনি; যেই দেশে বসবাস করতে এতো এতা সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে তা বলে কয়ে লিখে শেষ করা সম্ভব নয়। তবে গ্রীষ্মের পর শীত আসে আর শীতের পর বসন্ত।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১২| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট ও মন্তব্য গুলো পড়লাম।

১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার লেখার মান ইদানিং তেমন মার্ক দেওয়ার মতো কিছু বলা যাচ্ছে না, কারণ কি?




১৩| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪১

মোগল সম্রাট বলেছেন:


আমাগো দ্যাশ প্রেমিক সেনা বাহিনী(!) আমাগো কি কামে লাগে?

১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



সেনাবাহিনী সহ সকল বাহিনীকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করা হয়, দিনের পর দিন ট্রেইনিংয়ে তৈরি হয়। কিন্তু সমস্যা হচ্ছে বিভীষণ সর্বত্র আছে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১৪| ১৪ ই জুন, ২০২৩ রাত ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: সর্বাগ্রে প্রয়োজন একটি স্বাধীন, শক্তিশালী বিচার ব্যবস্থা এবং নির্ভীক, শক্ত মেরুদণ্ডী বিচারকদের নিয়ে গঠিত আদালত। বটতলার উকিলদেরকে নিয়ে বিচারক বানালে চলবে না; সুশিক্ষিত, সৎ, নির্লোভ ন্যায়নীতির অনুরাগী বিচারকদের নিয়ে আদালত গঠন করতে হবে। আদালত ও বিচার ব্যবস্থা ঠিক থাকলে আর বাদ বাকি সবকিছুই জায়গামত ঠিক হয়ে যাবে।

১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



হিমালয় জয় করা যায় কিন্তু লোভ লালসা সবাই জয় করতে পারে না। লোভ লালসা থেকে আমাদের দেশের আজ এই অবস্থা। আপনি সময় দেখেছেন, আপনি মনে করে দেখুন মানুষের লোভ লালসা আজ কোথায় গিয়ে ঠেকেছে? আজ থেকে মাত্র ত্রিশ বছর আগেও হয়তো এতোটা লোভ লালসা ছিলো না।

বড় বিপদজনক সময় আমরা পাড়ি দিচ্ছি। আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। আমরা মনে হয়, আমরা কখনো এমন দেশ চাইনি; যেই দেশে বসবাস করতে এতো এতা সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে, যা বলে কয়ে লিখে শেষ করা সম্ভব নয়। তবে গ্রীষ্মের পর শীত আসে আর শীতের পর বসন্ত।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৫| ১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫৩

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশে কি অদূর ভবিষ্যতে ক্যু হতে পারে

১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



স্বয়ং আমেরিকাতেও একদিন ক্যু হবে। আপনার বয়স কম, আশা করি আপনি দেখে যেতে পারবেন, তখন আমাকে নিশ্চয় স্মরণ করবেন। কয়েকটি দেশের নাম মনে রাখবেন চীন জাপান কোরিয়া ও জার্মান।



১৬| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৬

ডার্ক ম্যান বলেছেন: ১/১১ তো দেখেছি। ১/১১ না হলে তো আমার ইন্টার ফাইনাল পরীক্ষা দিতে কষ্ট হত।
১/১১ আমার জীবনের লক্ষ্য পরিবর্তন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.