নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের বাসিন্দা

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২২সব সখীরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা
সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না

ও সুজন সখীরে
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়।

চলচিত্র - সুজন সখী
শিল্পী - আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন
পরিচালক - খান আতাউর রহমান

জনবসতি আর নিত্য বাজারের পণ্য, গবাদি পশু ও মানুষ পারাপারের ঘাটকে কেন্দ্র করে রঙিন আলোয় আলোকিত বন্যায় প্রেমের ঘাট তৈরি হয়েছে। এই প্রেমের ঘাট নিয়ে ১৯৪৭ থেকে বা তারও আগে থেকে ঘাটের মাঝি মাল্লা আল্লা জাল্লাদের মাঝে পাগলা গারদের পাগলের কামড়া কামড়ি চলছে। অথচ সকল মাঝি মাল্লা সুস্থ। অন্তত শারীরিকভাবে যে সুস্থ তার প্রমাণ বাজারের রদ্দি পত্রিকা ম্যাগাজিন সহ অনলাইন ভূবনে পাই। কিছুদিন পর পর তাদের শারীরিক কসরতের নুমনা পাওয়া যায়। তবে মানসিকভাবে সুস্থ কিনা তা জানার উপায় নেই। প্রেমের ঘাটের মাঝি মাল্লা হতে আর যাই লাগুক মানসিক সুস্থতার সনদপত্র লাগে না। আর নূন্যতম শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের তো কোনো প্রয়োজনই নেই। শিক্ষাগত যোগ্যতা আবার কি? কিন্তু শিক্ষাগত যোগ্যতার সাথে একটি ছুঁচালো সুক্ষ মারপ্যাঁচ আছে - প্রেমের ঘাটের মাঝি মাল্লাদের মাঝে উকিল ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার / শিক্ষক আর সেনাবাহিনীর কর্মকর্তাদের পাওয়া যায়।

উকিল ব্যারিস্টারদের কথা বাদ। কিন্তু এই প্রেমের ঘাটের মাঝি মাল্লাদের মতো উন্মাদের সাথে চিকিৎসক, শিক্ষক ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ কি করছেন? ভাবতেও কষ্ট লাগে এবং লজ্জা লাগে এই প্রেমের ঘাটের মাঝি মাল্লাদের সাথে চিকিৎসক, শিক্ষক ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ প্রেমের ঘাট নিয়ে একই কাজ করছেন - পাগলের কামড়া কামড়ি। একজন আরেকজনকে কামড় দিয়ে গালের মাংস, হাতের মাংস, পিঠের মাংস খেয়ে ফেলছেন। মানুষ কি মাংসাশী প্রাণী? এই ব্যাখ্যা অনেক অনেক বড়। তবে এই জলাদেশে মানুষ মানুষের মাংস কামড়িয়ে খেয়ে ফেলেছেন তার নমুনা দেশের হাসপাতাল, থানা ও কোর্টে বান্ডেল বান্ডেল প্রমাণ সহকারে দলির দস্তাবেজ আছে। মনে হয়, মানুষের গালের মাংস, হাতের মাংস, পিঠের মাংস খুবই মজাদার মাংস! যদি তা না হয়ে থাকে, তাহলে নিজ জাতির মাংস কেনো এইভাবে কামাড়াবেন? মানুষ তো মানুষ। মানুষ তো চারপেয়ে জানোয়ার না।

প্রেমের ঘাটের তথাকথিত ইজারা, দখল ও পারাপার নিয়ে লুটতরাজ, চুরি ডাকাতি, লাম্পট্য, মারপিট খুনাখুনি আজ নতুন কিছু নয়। ইজারা ও দখল নিয়ে যা ইচ্ছে চলুক, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা পারাপার হবেন তারা অর্থের বিনিময়ে পরাপার হতে গিয়ে ইন্ধনদাত্রী সখীর মতো শুধু কানের সোনা নয়! - হাতের, গলার, কানের সোনা সহ অতি ছোট নাক ফুল (সকল প্রকার আর্থিক ক্ষতি) হারাচ্ছেন। অথবা মন! - না, মন সঠিক নয়, প্রাণ হারাচ্ছেন অকাতরে।

পরিশিষ্ট: আমরা সাধারণ মানুষ। পারপারের যাত্রী মাত্র। আমরা সুজনও নই আবার সখীও নই। আমরা কেনো ভুক্তভোগী হবো। তবে যেইদিন সুজনদের ইজারা নিয়ে ১৯-২০ হবে, সেই ১৯-২০ এর মাঝে মাত্র ১ এর শূন্যস্থানে ভয়ংকর মূল্য দিতে হবে কোনো একদিন। সেই সুজন আর সখী - যারা এসি রুমে বসে বসে রঙিন কাঁচের বোতল আর গ্লাস নিয়ে প্রেমের ঘাঠের মাঝি মাল্লা হয়ে মজমা করেছে। সুজন সখী মিলে যেই ঘাটকে প্রেমের ঘাট করেছে এই ঘাট সুজন সখীর নয়। এই ঘাট সাধারণ জনগণের পারপারের ঘাট। সুজন সখীর কোনো ঘাট নেই, প্রেমের ঘাটতো অনেক অনেক দূরের কথা। সুজন সখী হচ্ছে অন্ধকারের বাসিন্দা - তাদের স্থান গঞ্জের বাজারের রঙ মহল অথবা কারাগার।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে লেখা শেষ করছি।

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ-
ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত।
কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান-
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ-
কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।
হিন্দু না ওরা মুসলিম-ওই জিজ্ঞাসে কোন্‌ জন,
কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।

গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ-
পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।
কান্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ?
করে হানাহানি, তবু চল টানি’-নিয়েছ যে মহাভার।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান-
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান!
আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ,
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।

কাণ্ডারী হুশিয়ার
কাজী নজরুল ইসলাম


বিশেষ দ্রষ্টব্য: বাংলা চলচিত্র - সুজন সখী, পরিচালক খান আতাউর রহমান পরিচালিত বাংলাদেশ চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অনবদ্য একটি সৃষ্টি। এই লেখাটির সাখে চলচিত্র সুজন সখী’র কোনো প্রকার সম্পর্ক নেই। জলাদেশের পটভূমি নির্মাানে সুজন সখী চলচিত্রের চরিত্রের নাম ও গান উল্লেখ করা হয়েছে মাত্র। লেখাটি অত্যন্ত সাংঘর্ষিক। তথাপি, চলচিত্র সুজন সখী’র সাথে কোনো প্রকার সংঘর্ষ পোষণ করে না। এবং বাংলার মাটির প্রাণ অত্যন্ত পরিশ্রমী মাঝি ও মাল্লাদের ছোট করার জন্যও লেখা হয়নি। লেখাটি শুধুমাত্র সেই লোকদের জন্য যারা এই দেশের নন, এই মাটির নন। কখনো এই দেশের এই মাটির ছিলোও না।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৫

সোনাগাজী বলেছেন:


সাংকেতিক ভাষায় নিজের ডাইরী অনলাইনে লিখে রাখছেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:কিছুটা সাংকেতিক, তারপরও আমি যথেষ্ট পরিস্কার করেই লিখেছি মনে হয়।

আগামীতে রোহিঙ্গা বাংলাদেশের জন্য এক রকমের হুমকি হিসেবে পরিণত হবে। এই জন্য দায়ী কে বা কাহারা চেয়েছে এই দেশের জন্য এমন একটি হুমকি তৈরি হোক। এটি কি কোনো প্রতিশোধ?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন:ঠিকই বলেছেন প্রেমের ঘাটের তথাকথিত ইজারা , দখল ও পারাপার নিয়ে লুটতরাজ , চুরি ডাকাতি, লাম্পট্য,
মারপিট খুনাখুনি, আজ নতুন কিছু নয়

এখন এসি ঘরে বসেই প্রেমের ঘাটের মাঝিরা সকল পদের খেয়া পারাপারের কাজ সারে। কিছুদিন আগে একটি
সংবাদ ভাষ্যে দেখেছিলাম-
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা-আলীপুর বাজার খেয়াঘাটের একটি ছবি ।
সেতু না থাকায় খাসিয়ামারা নদীর এই খেয়াঘাট দিয়ে প্রায় ৫০ বছর ধরে রশি টেনে খেয়া পারাপার হতে হয়
সেখানকার বাসিন্দাদের। কোন মাঝি নেই.যাত্রীরাই রসি টেনে খেয়া নৌকায় বসে নদী পারাপার করে । তার
পরেও তাদেরকে দিতে হয় ঘাটের মাসুল নগদ অর্থে ।

এখন জলে স্থলে অন্তরিক্ষে জীবন খেয়ার প্রতিটি স্তরেই এর নিয়ন্ত্রকেরা বিবিবিধ প্রকারে সাধারন মানুষের পকেট
উজার করে আর বখরায় ভাগ বাটোয়ারায় ফেকরা বাধঁলে কাটাকাটি মারামারি করে নীজেরাও মরে । মনে
রাখেনা জীবন কারো সমান যায়না - বিপদ আসতে পারে যখন তখন যেমন তেমন করে ।

পোষ্টের আগে পরের গান ও কবিতাটির সংযোজন যতার্থ হয়েছে ।শুনেছি নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে
ভারতবর্ষ স্বাধীন হলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কান্ডারী হুশিয়ার কবিতাটি নাকি জাতীয়
সংগীতের মর্যাদা পেতো।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:একটি কথা আপনার জানা আছে। আঘাট ঘাট হবে, আর আপথ হবে পথ। এইখানেই খুব সম্ভব ”সমস্যার প্রায় ৭০% লুকিয়ে আছে” আমরা এই সমস্যার সমাধান করতে পারলে সমাজের বিষফোঁড়া সমস্যার সমাধান হয়ে যেতো।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:১০

কামাল১৮ বলেছেন: নজরুলের কবিতাটি কতো আগে লেখা কিন্তু আজো প্রাসঙ্গিক।চিন্তার কিছু নাই, জাতি অবশ্যই পথ খুঁজে পাবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:
কবি নজরুল ইসলামের মতো কবি বাংলায় জন্ম নিয়েছিলেন! তিনি বাংলা ভাষাকে শত সহস্র বছর এগিয়ে দিয়ে গিয়েছেন। তাঁর তুলনা শুধু তিনি নিজেই।


৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:১৪

শেরজা তপন বলেছেন: আরেকটু সহজ সরল করে দিলে পড়ে আরাম পাইতাম ভাই। যাক অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পেরেছি।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:কিছুটা সহজ করে দেওয়ার জন্য মূল পোস্টে সন কাল উল্লেখ করে দিয়েছি। তারপরও আমার মনে হয়, যা বোঝার আপনি বুঝে নিয়েছেন প্রথমেই।

আপনাকে উদ্দেশ্য করে আমি একটি খোলা চিঠি লিখতে চাচ্ছি, আপনার অনাপত্তি বা আপত্তি থাকলে জানাবেন প্লিজ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

শেরজা তপন বলেছেন: আমার কোন বিষয়েই আপত্তি নেই - শুধু একান্ত ব্যক্তিগত বুষয়াদি না হলেই হয়।
আমি খারাপ ভাল সব কিছুই মেনে নেই সহজে। আপনার মত আপনি লিখে যান বড় ভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:
একমাত্র কর্মজীবনে আমি প্রায়ই একটি কথা বলতাম। বাদী ও বিবাদী এই দুইয়ের কোনো ব্যক্তিগত বিষয় নেই, কোনো ব্যক্তিগত জীবন নেই। কবর খুঁড়ে বের করতে হলেও ভালো মন্দ দোষ গুণ তথ্য প্রমাণ বের করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার।

এর বাইরে ব্যক্তি জীবন ও ব্যবসা জীবনে, আমি কারো ব্যক্তি জীবন নিয়ে কখনো মাথা ঘামাইনি। আর ভার্চুয়ালতো কখনোই না। খোলা চিঠির বিষয় - মানুষ কিভাবে প্রতারিত, প্রভাবিত ও প্ররোচিত হয়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.