নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

এক মুহূর্তে

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭





এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখের তাকিয়ে থাকা

ওই'তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা

পদ্য টাকে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে

সহজ কৌতূহলের অঙ্কন চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে



বয়স বলে বাড়ছি দেখো মৃত্যু বলে কাছেই আছি

জীবন বলে কোথায় জীবন খেলছি শুধু কানামাছি

বুদ্ধি বলে গোছাও কিছু আখের মার্কা মরীচিকা

ফুরবে সব চিতার কাঠে এইতো জীবন ধেত্তরি আর ধেত্তরিকা

বলতে বলতেই সময় কাটে



বিভক্তিহীন বাঁচতে চাওয়ার ইচ্ছে এখন বেগার খাটে

বেদম বেহাল ইচ্ছেটাকে চলতে চলতে কুড়িয়ে নিলে

সহজ চোখের ছোঁয়ায় তুমি আমার চোখে ফিরিয়ে দিলে



এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা

ওই'তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা

পদ্য টাকে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে

সহজ কৌতূহলের অঙ্কন চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে



গান: এক মুহূর্তে

শিল্পী: কবীর সুমন

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর,,,,,,,,,,,, ++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

তামান্না তাম্মি বলেছেন: গানটার কথা গুলো আসলেই অনেক সুন্দর :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

রাতুল_শাহ বলেছেন: সুন্দর গান।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

তামান্না তাম্মি বলেছেন: আসলেই অনেক সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.