![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....
তুমি যখন প্রশ্ন করো
- মহাদেব সাহা -
তুমি যখন প্রশ্ন করো
আমি কি তোমায় ভালোবাসি?
অন্ধকারে লুকিয়ে মুখ
আমি নিজের মনেই হাসি ।
উত্তরে কি বলবো বলো
বিশ্বকোষেও হয়তো নাই,
উথালপাথাল খুঁজে মরি
কোথায় যোগ্য শব্দ পাই ।
জানো কি এই প্রশ্নে তোমার
হঠাত্ থামে নদীর ধারা
আকাশখানি কালো করে
মেঘে ঢাকা সন্ধ্যাতারা ।
তার চেয়েও গভীর ঘন
লজ্জা ঢাকে আমার মুখ
পাইনে খুঁজে একটি কথাও
শঙ্কা ভয়ে কাঁপে বুক ।
এতোদিনেও বোঝেনি যে
আজ বোঝাবো কোন ভরসায়?
না বলা সেই ছোট্টো কথা
বলিনি কি কোনো ভাষায়?
বলিনি কি এই কথাটি
তোমার দিকে নীরব চেয়ে,
এই গান কি সারাজীবন
জীবন দিয়ে যাইনি গেয়ে?
সেই কথা তো জানে ভালো
শিশির ভেজা ভোরের ফুল
তুমি যখন প্রশ্ন করো
আমি করি অধিক ভুল ।
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
তামান্না তাম্মি বলেছেন: একটা সারাদিন কিছুই করবনা আমরা,
না কিছুই না।
হয়তো সারাটাদিন আমরা পাশাপাশি
বসে থাকব,অনন্তকালের মতো ।
হয়তো আবার একাও থাকবো,
কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই
করবনা।।এই হেমন্তে যে নদী মৃত্যুর প্রস্তুতি নেবে
আগামী শীতের,তার মতো আমরাও প্রস্তুত হবো
আমাদের একটা সারাদিনের জন্নে,এই হেমন্তে।
কে জানে বলো;
আগামী শীতে হয়তো আমরা থাকবনা।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনি তো দেখছি বাই বর্ন কবি।
শুভ কামনা আপনার জন্য।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩
তামান্না তাম্মি বলেছেন: মানুষ মাত্রেই কবি। যাহার মনে ভাব আছে, যে দুঃখে কাঁদে, সুখে হাসে, সেই কবি।
শুভ কামনা আপনার জন্য।
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
টুম্পা মনি বলেছেন: চমৎকার।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০১
তামান্না তাম্মি বলেছেন: টুম্পা মনি! আহা কী আদর মাখানো একটি নাম।
৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শেয়ার ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো ।
২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
তামান্না তাম্মি বলেছেন: সুন্দর! তাইতো আপনাদের সাথে শেয়ার করলাম
কলমের কালি শেষ ,আজ এই আধুনিক যুগে আধুনিক পণ্যের কাছে , আধুনিক কলা কৌশলের নিকট মার খেয়ে কলমের কালির সাথে আস্তে আস্তে কলমের ব্যবহার ও একদিন শেষ হয়ে যাবে.
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: উত্তরে কি বলবো বলো
বিশ্বকোষেও হয়তো নাই,
উথালপাথাল খুঁজে মরি
কোথায় যোগ্য শব্দ পাই ।
উত্তর
তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন হয়েছে মধুময়।---আপনার প্রোফাইল কমেন্ট।