নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় কিছু গানের লিরিক্স... ♥

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২



শিল্পী-ফাহমিদা নবী .....

আমার মাঝে নেই এখন আমি
সপ্নের সিড়ি বেয়ে স্বগে নামি
যেন অন্যরকম এক ভালবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি

ভাল লাগে রাত ভাল লাগে চাঁদ
ভাল লাগে রে সবই
ভাল লাগে ফুল কিছু কিছু ভুল
ভাল লাগে রে সবই

ও যে দিকে তাকাই
যেখানে চোখ যায়
যেখানে দেখি তোমায়
লুকোচুরি মন লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়..

যেন অন্যরকম এক ভালবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি

ভাল লাগে রাত ভাল লাগে চাঁদ
ভাল লাগে রে সবই
ভাল লাগে ফুল কিছু কিছু ভুল
ভাল লাগে রে সবই ..

শিল্পী: পল বাশা..

ভালবাসার আকাশ
এখানে অসীম নীল
ডানা মেলে
উড়ে যায়
স্বপ্নের গাংচিল,
স্নিগ্ধ সকাল
তার প্রতিক্ষায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়...
এ দিগন্ত চোখের সিমানায়
কেও কি ডাকে
নিশ্চুপ গভীর মায়ায়...

লালচে
সন্ধ্যার সেই
মায়াবী সু্খ‌...
এই জ্যোস্না রাতে
হাত রেখে হাতে
হেটে চলা বহু দূর..
আমিও দু হাত ভরে
মায়াবী
অজস্র ভালবাসায়...
শুনিয়ে আজ
বলছি তোমাকে-
ভালোবাসি তাই
ভালবেসে যাই... ♥


মন মানে না
শিল্পী-নওমী ...

মানে না...মন মানে না
একাকি প্রহর যেন কাটে না......
ঝরালে এ কি মায়ায়
ভাল লাগে না কিছু তুমি হীনা.......

তোমার ছোয়াতে হদয় আলোকিত।
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
তোমার মন আকাশের মত চিল
কোন অজানাতে উড়ে যাব
যেখানে যত দূরে যাই না কেন
তোমারই তো কাছে রব.....

ভাসাবো নিজেকে তোমারই উষ্ণ ছুয়াই
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
সাগরের জল যেমন বাধঁন হারা
নিরবতী চলে ছন্ন ছাড়া
তেমনি তো ভালবেসে যাব...
হব শুধু পাগল পারা।

ভাল বেসে বেসে তোমাতে মিশে যাব
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
মানে না...মন মানে না
একাকি প্রহর যেন কাটে না......
ঝরালে এ কি মায়ায়
ভাল লাগে না কিছু তুমি হীনা.......

তোমার ছোয়াতে হদয় আলোকিত।
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........

শিল্পীঃ কনা, হাবিব...

লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি

স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি

এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে

এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে

নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি

লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি

স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি

হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো

হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু’পা বাড়াবো

করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি

লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি

স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগার লিরিকস এর কাছাকাছি বিকল্প



ভাল লাগলো



পোষ্টে ++

২| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

 বলেছেন: ++++++

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: গানগুলো আসলেই সুন্দর

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গান গুলি ব্যাপক প্রচলিত বা জনপ্রিয় নয় , তবে কথা গুলি সুন্দর !

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

তামান্না তাম্মি বলেছেন: ব্যাপক প্রচলিত বা জনপ্রিয় নয়। যে গান গুলোর কথা মন ছুঁয়ে যায় সেই গানগুলো আমাকে ভীষণ ভাবে আকৃষ্ট করে। বড় বেশি আপন মনে হয়। মনে হয় যেন শুধু আমার জন্যেই লেখা হয়েছে। সই গান গুলো শুনতে আমার ভাল লাগে।

যদি আবার জন্ম নিই বৃষ্টি হয়ে
ঝরবো তোমাকে বুকে এসে
তোমাকে যাবো আমি ভালোবেসে...

যদি আবার জন্ম হয় আলো হয়ে
পরবো তোমার মুখে হেসে
তোমাকে যাবো আমি ভালোবেসে...


রাত হয়ে যদি আমি আসি ফিরে,
রঙিন স্বপ্ন দিয়ে রাখবো ঘিরে
বাতাসের সাথে যদি থাকি মিশে
তোমাকেই ছুঁয়ে যাবো ভালোবেসে

ঢেউ হয়ে যদি আসি দোলাবো তোমায়
সুর হলে দেবো পাড়ি গানেরও খেয়ায়

আবার জন্ম নিলে এই মাটিতে
দেখা হবেই জানি তোমার সাথে
একই মন নিয়ে ফিরে নতুন বেসে
তোমাকে যাবো আমি ভালোবেসে...

অজয় চক্রবর্তী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.