নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

মন আমার লজ্জা কি তোর নাই

১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫


শিল্পীঃ সায়ান

মন আমার লজ্জা কি তোর নাই,
বারে বারে কাঁদিস বুঝি তাই ?
মন আমার… ওরে মন… একবার মন দিয়ে শোন্
তুই যদি এমন করিস… আমি কোথায় যাই

মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল পালাই
ওরে মন… আমার মন… চল্
দু’জনে সব ভুলে যাই

তুই ছাড়া মন কারে আর মনের কথা কই
আমি ঠিক যেথায় আছি সেথায় পড়ে রই
একা তুই একলা বুঝি আমিও কি নই
ভাঙ্গা-ঘুম আমার ভাগেও পড়েছে নিশ্চয়ই

তোর চেয়ে আমার কি আর দুঃখ কিছু কম
কতো আর ঢাকবো রে তোর কান্না বেশরম
এদিকে যখন তখন জীবন পাঠায় ডাক
সে সময় একটুখানি ঘাপ্‌টি মেরে থাক

তোরে নিয়ে কি যে করি
বড় লজ্জাতে আজ মরি
কেন তুই মেঘ্লা করিস আমার সকল কাজ?
আমি দু’হাত জড়ো করে
বলি বেহায়া মন তোরে

দে না মন বাঁচতে দে না… নিজেও কিছু বাঁচ
কাহাতক ঝাপসা চোখে পথ চলা আর যায়
আমার এই জীবন যেন কাটতে নাহি চায়
কত দূর কত্তো দূরে ফেরার হ’লি মন
সেখানেও পিছু নিয়ে পৌঁছেছে জীবন

দেবে না কেউ দেবে না কেউ দেবেনা ছাড়
হিসেবের হাত থেকে নেই একটুও নিস্তার
এসবের মধ্যেখানেও তোর এই জ্বালাতন
কি পাষাণ স্বৈরাচারে ভেজাস চোখের কোণ .........

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৭

দ্যা লায়ন বলেছেন: অসাধারণ একটা গান, অসাধারণ একজন সিঙ্গার

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

তামান্না তাম্মি বলেছেন:
এই অসাধারণ গান গুলো আমাকে যতটা মুগ্ধকরে ততটাই ভাবায় |

আজ শিক্ষিত লোকে গবেষণা করে
কার চেয়ে কে বড়
কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ
বলো কে বেশী বড়
এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ
বাঙালী তোমার জন্য
তবু গেলো না গেলো না, এখনো গেলো না
বাঙালী মনের দৈন্য

কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায়
সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায়
না, না, কারো অন্তরে নয়
দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা
আজ দাঁড়িপাল্লায়

আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী
কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর
কোনটা দরকারী
দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী
তর্কে নেমেছে, নেমেছে বাঙালী
আজকে কোমর বেঁধে
মাঝখানে পড়ে মরছে শিল্প
পাথর চোখে কেঁদে

এক চোখে চুরুলিয়া আর
এক চোখে জোড়াসাঁকো
এক চোখ বুজে থেকো না বাঙালী
দু’চোখ দিয়েই দ্যাখো

কে ছিল ব্রাহ্ম কবি আর
কে ছিল মুসলমান
কার কবিতার সংখ্যা বেশী
কার বেশী ছিলজুড়েu
কে ছিল দোকানদার আর
কার বাবা জমিদার
কে জিতলো পুরস্কার আর
কে পেলো কারাগার
কার গান হলো শুধু গীতি আর
কার গান সংগীত
কার স্বরলিপি আছে, কার নেই
বলো কে বেশী পণ্ডিত

রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র
নজরুল তাতে টালমাটাল জোয়ার
রবীন্দ্রনাথ মুক্ত মহাকাশ
নজরুল সেই মহাকাশ জুড়ে
তুফান ডাকা বজ্র অহংকার

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

সরদার হারুন বলেছেন: ভাই, এই গানের স্বরলিপি আছে ?তাল আছে ? লয় আছে ?

মনে হয় আছে তবে আমি বুঝিনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

তামান্না তাম্মি বলেছেন: ভাই, গানের তাল,লয় আমি বুঝিনা ...তবে যে গানের কথায় আবেগ খেলা করে, গানের সুর বুকের ভিতরে গিয়ে আঘাত করে এই গানগুলো আমাকে মুগ্ধকরে, আমার শুনতে ভালো লাগে |

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

এনামুল রেজা বলেছেন: লিরিকটা সুন্দর..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.