নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

অবুঝ.

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

[

অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ.
বাপ্পা মজুমদার

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বাড্ডা ঢাকা বলেছেন: কবিতা পরে ভাল লাগলো।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

শাহরীয়ার সুজন বলেছেন: এতো অবুঝ হলে কি চলবে? এখন একটু বুঝার চেষ্টা করেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৪

তামান্না তাম্মি বলেছেন: বাহির-ভুবন হতে
আলোর লীলায় ধ্বনির স্রোতে
যে বাণী তার আসে প্রাণে
তারি জবাব দিতে গিয়ে কী-যে জানায় কেই তা জানে ।
এই - যে অবুঝ এই - যে বোবা মন
প্রাণের ' পরে ঢেউ জাগিয়ে কৌতুকে যে অধীর অনুক্ষণ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

নিলু বলেছেন: লিখে যান

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

শাহরীয়ার সুজন বলেছেন: যারা ভাবছেন এটা ওনার লেখা কবিতা তারা একটু ভুল করছেন। এটা বাপ্পা ম

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪১

তামান্না তাম্মি বলেছেন: ধন্যবাদ শাহরীয়ার!

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

শাহরীয়ার সুজন বলেছেন: “লেখক বলেছেন: বাহির-ভুবন হতে
আলোর লীলায় ধ্বনির স্রোতে
যে বাণী তার আসে প্রাণে
তারি জবাব দিতে গিয়ে কী-যে জানায় কেই তা জানে ।
এই - যে অবুঝ এই - যে বোবা মন
প্রাণের ' পরে ঢেউ জাগিয়ে কৌতুকে যে অধীর অনুক্ষণ” হুম দারুণ! আপনাকেও ধন্যবাদ,ভালো থাকুন সবসময়।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯

খেলাঘর বলেছেন:


কবিতা কি আপনার লেখা, নাকি বাপ্পা মজুমদারের?

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২৫

তামান্না তাম্মি বলেছেন: না ভাই এটা আমার লেখা না |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.