নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কিছু গানের লিরিক্স... ♥

২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৪

|

চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না।

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি।

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা,
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা।

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

শিল্পীঃ মাইলস
অ্যালবামঃ প্রতিশ্রুতি

%%%***%%%***%%%***

মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে

মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ.

ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন

%%%***%%%***%%%

চোখের আড়াল হলেও আমি,
তোমার আছি সারাক্ষণ
অনেক অনেক ভালবাসে,
তোমায় আমার মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

গভীর রাতে তুমি আমি,
যখন ঘুমে থাকি
হৃদয় দুটো এক হয়ে যায়,
যেমনেতে রাখি।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

ভুল করিলে তুমি বন্ধু,
কর আমায় শাসন
কোন কিছু না বুঝে,
ভেঙ্গ না এই মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

অ্যালবাম: ইচ্ছে করে
পপি
%%%***%%%***%%%

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৫

নিলু বলেছেন: ভালো , লিখে যান

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

শাহরীয়ার সুজন বলেছেন: গানের কথাগুলো অনেক সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালো।
আপনার লেখা পড়তে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.