![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে এসো ফের খলিফা ওমর
ন্যায়ের চাবুক হাতে,
অন্যায় আর অবিচার ভরা
নিঃস্ব দুনিয়াতে।
মানুষেরা হল পশুর অধম
নাইকো ইমান লজ্জা শরম,
রাত্রি নামেছে এখানেই আবার
সূর্য্য উঠার প্রাতে।
যে ন্যায়ের তুলা দন্ডে তোমার
পুত্র পায়নি মাপ,
আজ কোথায় সে সুবিচার
আর কোথায় সে ইনসাফ।
দিকে দিকে ঐ কাদেঁ মজলুম
দূর্নীতি আর চলছে জুলুম,
কে দিবে জালিমের উচিত শিক্ষা
দারুন বেত্রাঘাতে।
ছেড়ে দিয়ে সব আয়েস আরাম
ঘুরে বেড়িয়েছো রাজ্য তামাম,
নিজ কাঁধে বয়ে দিয়েছ খাবার
সবার শূন্য পাতে।
আজকে সবাই নরম গদির
গরম আরাম চাহে,
দুহাতে হরাম লুটে নিয়ে শুধু
স্বার্থের গান গাহে।
শাসনের নামে চলছে শোষন
কে করে গরিব প্রজারে পোষন,
তাই ডাকি আজ জাগো হে আবার
দুর্যগঘন রাতে।
View this link
©somewhere in net ltd.