![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''রাসেল ভাই, আমার কথা লিসেনাররা বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ সত্যি। কিন্তু অবিশ্বাস্য হলেও এটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো শুরু করি-
তখন রাত ১.২২। আগে আমার রুমের বর্ণনাটা দেই (কয়েক সেকেন্ডের বিরতি হবে) - চারকোণা একটা রুম, একটা মাঝারি সাইজের জানালা আছে আর দু'টা টেবিল, একটা চেয়ার আর একটা খাট আছে।
আমি তখন পড়ছিলাম। হঠাৎ কেন জানি মনে হল একটু ফেসবুকটা চেক করি।
তারপরে যা ঘটল বললে বিশ্বাস করবেন না, ফেসবুক ওপেন হওয়া মাত্র বুকের ভেতরটা ছ্যাঁৎ করে উঠল, সাথে সাথে ঘাড়ের লোম গুলো দাঁড়িয়ে গেল কিছু বোঝার আগেই। একটা ছবি দেখে দেখে এমন হতে পারে আমার সাথে না ঘটলে আমি বিশ্বাসই করতাম না। কিছু বুঝে উঠার আগেই লাভ বাটনে উত্তেজনার ফলে কয়েকবার ক্লিক করে ফেলি। তারপর কোনোমতে ছবিটা সেভ করে রাখি পিসিতে। চারদিক অন্ধকার হয়ে আসতে থাকে আমার। তারপর আর কিছু মনে নেই...
এই ছিল আমার ঘটনা রাসেল ভাই...'' (বড় শ্বাস ফেলার শব্দ হবে)
২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন:
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
আরণ্যক রাখাল বলেছেন: হা হা| ক্রাশ এফএম! তবে এই ছবি দেখে আমি ক্রাশ খাইনাই
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো হয়েছে খান নাই। এমনিতেই লোকের জ্বালায় বাঁচি না ওরে নিয়ে
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
গেম চেঞ্জার বলেছেন: ক্রাশ খাই নাইক্কা.....। তয় লেখা ভাল্লাগলো।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার ভাল্লাগসে জেনে আমারও ভাল্লাগলো
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
পাঠক মানব বলেছেন:
