![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রখ্যাত ব্লগার ও লেখক মার্ক ম্যানসন রচিত এই তুমুল জনপ্রিয় বইটিতে অনেক অপ্রিয় সত্য কথা জানতে বাধ্য করেছেন পাঠককে।
পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, সেমিনার, রেডিও টক শো- যেখানেই আপনি কান পাতুন বা চোখ রাখুন না কেন শুনতে পাবেন ইতিবাচক কথার কথার ফুলঝুরি।
নেতিবাচক কথা প্রচার হয় কম কারন তাতে আপনার মনোযোগ না পাবার সম্ভাবনা বেশি। আপনার হতাশা-রাগ-ক্ষোভকে পুঁজি করে টিআরপি কিংবা ভিডিওতে লাইক বাড়ানোর প্রচেষ্টা চলছে নিরন্তর।
আমরা কেউই 'না' শব্দটা শুনতে পছন্দ করি না। কারন তাতে আমাদের সন্তুষ্টির পাল্লা ভারি হয় না। কিন্তু জীবনে 'না' বলতে এবং শুনতে পারার ক্ষমতাই সবচেয়ে জরুরী। কিন্তু তাতে অর্থাগমের সুযোগ নেই, ঠিক এই কারনেই চারপাশে এত ইতিবাচকতার ছড়াছড়ি।
আর ঠিক তার মাঝে ব্যতিক্রম ধর্মী লেখক মার্ক ম্যানসনের আবির্ভাব। যার লেখনীতে খুঁজে পাবেন টক-মিষ্টি-ঝাঁঝালো সব কথা। লেখকের মতে জীবনে শুধু ইতিবাচকতা খোঁজার মনোভাবই নেতিবাচকতার ইঙ্গিত দেয়। এই ধারণা থেকে সরে আসবেন কীভাবে, পরাজয়কে গ্রহণ করতে শিখবেন কী করে- তাই জানিয়েছেন তিনি; স্বল্প পরিসরে, বুদ্ধিদীপ্ত ও সরস লেখনীতে।
দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফা*
আমার এবং নিকষ শামসের যৌথ অনুবাদে করা অনুপ্রেরণামূলক বইটি এখন পাওয়া যাচ্ছে একুশে বই মেলার আদী প্রকাশনের স্টল নাম্বার ১০৯ এ।
অনলাইনে অর্ডার করতে চাইলেঃ
রকমারিঃ https://goo.gl/p7J8ZN
বুকস্ট্রিটঃ https://goo.gl/eNWK1N
বইবাজারঃ https://goo.gl/NerTL6
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: জেনে ভালো লাগল। বইটি আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়েছে পাঠক মহলে। তবে সবার ইংরেজি বই পড়ার অভ্যাস না থাকায় বাংলাটা বেরিয়েছে।
চমৎকার একটা বই।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: সংগ্রহ করবো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাহ! খুব খুশি হলাম শুরুতেই এমন দারুণ ফীডব্যাক পেয়ে! পড়ে কেমন লাগলো জানাবেন।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: না থেকে যদি ভাল কিছু হয়
বিজ্ঞাপনের ভাষায় বলতেই হয়
জেনে ভাল লাগল। অভিনন্দন। অনুবাদের মতো কঠিন কাজে সাফল্যের জন্য।
+++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে! ভালো বলছেন তো!
ধন্যবাদ বিদ্রোহী। তবে, সাফল্য তো তখনই বলতে পারবো যখন পাঠকের ভালো লাগবে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০
শায়মা বলেছেন: ভাইয়া! মনে থাকবে!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইয়েস! আমি জানি, আর কেউ না থাকলেও আমার শায়মাপু ঠিকই আছে আমার বইয়ের সাথে!
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
সনেট কবি বলেছেন: অনেক অনেক শুভ কামনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়েছি....