![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুদ্দুস কইতরীর কানের কাছে ঠোঁট এনে বলল, "দেই পারুল?"
কইতরী কেমন হিংস্র গলায় হিসহিস করে বললো, "পারুল কিডা?"
থমকে গেল কুদ্দুস। কয়েক সেকেন্ড পরেই ঠোঁটজোড়া নড়ে উঠলো। ফিসফিস করে বলল, "আমার এক্সের নাম বইলা ফেলছি আবেগের চোটে। গালতি সে মিষ্টেক হো গায়া। ইংরেজিতে বললে- ভেরি বিগ মিষ্টেক!"
পরের দিন কুদ্দুসের খণ্ডিত লাশ পাওয়া গেল সিমেন্টের বস্তায়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বিশেষ করে গফের সামনে প্রাক্তনের কথা বলে ফেললে!
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
এমন কি লিখলেন যে, পাঠকেরা তেমন উৎসাহ দেখাচ্ছে না?
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: এসব লেখা ফেসবুকে চলে, ব্লগে না। আগে সময় নিয়ে, ভেবে-চিন্তে লেখার চেষ্টা করতাম। এখন তো ব্লগই বন্ধ তাই এসব ছোটখাট ফাতরা লেখা দেয়া।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছোটগল্প?! কইতরী কুদ্দুসরে মাইরা ফেলছে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইয়ে এইটা আসলে দেশের জনপ্রিয় এক লেখকের বইয়ের অংশকে ব্যঙ্গ করে লেখা
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!
কে খুন করলো!!!
কইতরী!!!!!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: হুউউ! বর্তমান কি আর অতীতকে পছন্দ করে?
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আহারে---
মানূষের জীবন এরকমই। কে কখন মরে যাবে ঠিক নাই।